Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#3424
৫১.The idiom ‘soft soap’ means –
-flattery for self- motives
৫২.The word ‘numismatic’ is related to –
-study of coins
৫৩.Assert: dissent:
-affirm: object
৫৪.The elaboration of ‘philatelist’ is:
-a person who collects stamp
৫৫.‘Dermatology’ is related to –
-skin disease
৫৬.The literary term ‘limerick’ means –
-a kind of short narrative poem
৫৭.Who wrote the famous novel ‘A Tale of Two Cities’?
-Charles Dickens
৫৮.Who wrote the play ‘Midsummer night Dream’?
-William Shakespeare
৫৯.Ben Jonson introduced ___.
-comedy of humours
৬০.John Keats died of ___
-tuberculosis
৬১.The ‘Gitanjali’ translated into English by ___
-William Butler Yeats
৬২.Who wrote “Beauty is truth, truth beauty’?
-John Keats
৬৩.Poet of skylark and winds ____
-P. B Shelly
৬৪.Who is the author of ‘For Whom the Bell Tolls’?
-Ernest Hemingway
৬৫.‘Caeser and Cleopatra’ is ___
-a play by G. B Shaw
৬৬.Leo Tolstoy is a ____
-Russian novelist
৬৭.‘Ode to Autumn’ Was written by ___
-Keats
৬৮.The author of ‘The Waste Land’ is a/an –
-T. S Eliot
৬৯.‘Paradise Lost’ is a/an ____
-epic poem
৭০.‘A Tale of Two Cities’ refers to the cities of ___
-London and Paris
৭১.রূপকার পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
-পাবনা
৭২.’বঙ্গবন্ধু স্মৃতি ভবন’ কোথায় অবস্থিত?
-কলকাতা
৭৩.বাংলাদেশ আওয়ামী লীগ মুসলিম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয় –
-১৯৫৫ সালে
৭৪.বাংলার প্রথম স্বার্বভৌম রাজা –
-রাজা শশাঙ্ক
৭৫.’মুক্তিযোদ্ধা দিবস’ পালিত হয় –
-১ ডিসেম্বর
৭৬.দেশের প্রথম বহুতসল বিশিষ্ট খাদ্যগুদাম অবস্থিত –
-সান্তাহার, বগুড়া
৭৭. সংবিধানের যে অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণার কথা বলা হয়েছে –
-১৪১ (ক) নং
৭৮.বাংলাদেশের আম গবেষণা কেন্দ্র অবস্থিত –
-চাঁপাইনবাবগঞ্জ
৭৯.বেসরকারি বিল উত্থাপনের জন্য প্রয়োজন হয় –
-১৫ দিন
৮০.মগরা সমতলে কি নামে পরিচিত?
-রাখাইন
৮১.বাংলাদেশের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার দেওয়া আছে?
-তৃতীয় ভাগে
৮২.বাংলাদেশের জাতীয় পতাকা দিবস পালিত হয় –
-২ মার্চ
৮৩.১৯৫৬ সালে আঁকা স্ট্রাগল চিত্রকর্মটি কোন শিল্পীর?
-জয়নুল আবেদীন
৮৪.জরুরী অবস্থা ঘোষণার পূর্বেই উক্ত ঘোষণার জন্য কার প্রতি স্বাক্ষরের প্রয়োজন?
-রাষ্ট্রপতি
৮৫.’উয়ারি বটেশ্বর’ কি?
-প্রাচীন জনপদ
৮৬.মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য –
-১১.৮ কিমি
৮৭.দেশের একমাত্র পাহাড়ি আদিবাসী বীরবিক্রম ইউ কে চিং মারমা যে সেক্টরে যুদ্ধ করেন –
-৬ নং
৮৮.বাংলাদেশের প্রথম নিজস্ব ক্ষুদ্রাকৃতির কৃত্রিম উপগ্রহ ন্যানো স্যাটেলাইট –
-ব্র্যাক অন্বেষা
৮৯.’জাতীয় জন্ম নিবন্ধন দিবস’ –
-৩ জুলাই
৯০.’নটেশ্বর বৌদ্ধমন্দির’ অবস্থিত –
-টঙ্গিবাড়ি, মুন্সীগঞ্জ
৯১.’হাতিভাঙ্গা’ নাম কোন ফলের?
-আম
৯২.বিশ্বকাপ ক্রিকেট -২০১৯ এ বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর কত?
-৩৩৩
৯৩.বাংলাদেশের প্রথম লৌহ খনি কোথায় আবিষ্কৃত হয়েছে?
-হাকিমপুর, দিনাজপুর
৯৪.বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধ জাহাজের নাম –
-বনৌজা, পদ্মা
৯৫.রেসকোর্স ময়দানে ৭ মার্চের ভাষণ শুরু হয়েছিল –
-বিকেল ৩ ঘটিকায়
৯৬.স্বাধীনতার পর বাংলাদেশ প্রথম যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে –
-কমনওয়েলথ
৯৭.’স্বাধীনতা চিরঞ্জন’ ভাস্কর্যটি অবস্থিত –
-বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৯৮.বাংলাদেশ নিরক্ষরমুক্ত জেলা –
-৭টি
৯৯.বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ বাস্তবায়নে প্রতি বছর দেশজ আয়ের কত শতাংশ অর্থের প্রয়োজন হবে?
-২.৫
১০০.’সিকস্তি-পয়স্তি’ কিসের সঙ্গে সম্পর্কিত?
-নদী তীরবর্তী ভূমির ভাঙ্গা-গড়া
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5703 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1048 Views
    by sajib
    0 Replies 
    733 Views
    by kajol
    0 Replies 
    750 Views
    by tamim
    0 Replies 
    598 Views
    by raja

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]