Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#3240
১। মাত্র ৪৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন কে?
- দীনবন্ধু মিত্র
২। নীল দর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেন কে?
- মাইকেল মধুসূদন দত্ত
৩। চৈত্রের ভালবাসা কাব্যগ্রন্থের রচিয়তা কে?
- নির্মলেন্দু গুণ
৪। লোক সাহিত্যের উপাদান কি?
- জনশ্রুতিমূলক বিষয়
৫। পদ্মগোখরো গল্পের নায়িকা কে?
- জোলেখা
৬। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
- নাটকের সংলাপে
৩০৭। দুটি পুরুষবাচক শব্দ আছে কোনটির?
- ননদ
৮। সমাচার দর্পন পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
- জন ক্লার্ক মার্শম্যান
৯। ‘এ যে আমাদের চেনা লোক ‘’- বাক্যে ‘চেনা’ কোন পদ ?
- বিশেষণ
১০। ‘গোরক্ষ বিজয় ‘ কাব্যে কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা ?
- নাথ ধর্ম
১১। ‘জজ সাহেব ‘ কোন সমাসের উদাহরণ ?
- কর্মধারয়
১২। ‘পাখী সব করে রব রাতি পোহাইল’ পঙক্তির রচয়িতা —
- মদনমোহন তর্কালঙ্কার
১৩। ‘ এ মাটি সোনার বাড়া ‘- এ উদ্ধৃতিতে ‘সোনা’ কোন পদ ?
- বিশেষণের অতিশায়ন
১৪। আবুল ফজলের আত্মজীবনীমূলক রচনা কোনটি?
- রেখাচিত্র
১৫। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন ‘চর্যাপদ’ কোন ছন্দে রচিত?
- মাত্রাবৃত্ত
১৬। ‘পালামৌ’ কোন ধরনের রচনা?
- ভ্রমণ কাহিনী
১৭। ‘রোহিণী’ কোন সাহিত্যকর্মের চরিত্র?
- কৃষ্ণকান্তের উইল
১৮। সাহিত্র পত্রিকা ‘কবিতা’ এর সম্পাদক ছিলেন?
- বুদ্ধদেব বসু
১৯। ‘গায়ে-হলুদ’ কোন সমাস?
- বহুব্রীহী
২০। ‘অপসংস্কৃতি’ শব্দটিতে ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- নিকৃষ্ট
২১। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি অপূর্ণ বাক্যের অবতারণা করতে হলে কোন যতি চিহ্নটি ব্যবহৃত হয?
- কোলন
২২। শব্দের রূপ পরিবর্তন কিসের আলোচ্য বিষয়?
- রূপতত্ত্বের
২৩। ফাল্গুন>ফাগুন-এর উদাহরণ
- অন্তর্হতি
২৪। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল
- পদ্মা
২৫। আমি কোন লিঙ্গ?
- উভয় লিঙ্গ
২৬।‘অন্তর টিপুনী’ বলতে কি বোঝায়?
- গোপন ব্যথা
২৭। বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা
- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
২৮। ‘তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি,-এটি কোন ধরনের বাক্য?
- যৌগিক বাক্য
২৯। ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে?
- আবুল মনসুর আহমদ
৩০। ‘বুলবুলিতে ধান খেয়েছে’ বাক্যে 'বুলবুলিতে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- কর্তায় ৭মী
৩১।‘শঙ্খনীল কারাগার’ উপন্যাসটি কার লেখা?
- হুমায়ূন আহমেদ
৩২। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?
- ধাতু
৩৩। “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” কে লিখেছেন?
- রবীন্দ্রনাথ ঠাকুর
৩৪। “বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ” কোন কবি লিখেছেন?
- মোহাম্মদ মনিরুজ্জামান
৩৫। মঙ্গলকাব্যে কোন দেবীর কাহিনি আছে?
- মনসা দেবী
৩৬। ‘ঐ চাকরীর আশা ছেড়েছি’ – কোন অর্থ প্রকাশ পায়?
- হতাশা
৩৭। আবুল ফজলের রেখাচিত্র কোন ধরণের রচনা?
-আত্মজীবনী
৩৮। ‘বাংলার মুখ’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
- রূপসী বাংলা
৩৯। প্রথম প্রকৃত বাংলা উপন্যাস কোনটি?
- দুর্গেশনন্দিনী
৪০। “মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য” -কোন কবিতার চরণ?
- বিদ্রোহী
৪১। মহাকবি আলাওল কোন যুগের কবি?
- মধ্যযুগ
৪২। রবীন্দ্রনাথের কতো বছর বয়সে ‘বনফুল’ প্রকাশিত হয়?
- পনের বছর
৪৩। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়?
- ১৯৫৫
৪৪। বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে?
- বঙ্কিমচন্দ্র
৪৫। ‘মর নবে তুহুঁ মম শ্যাম সমান’ কার লেখা?
- রবীন্দ্রনাথ
৪৬। কুলি–মজুর কবিতাটির রচিয়তা কে?
- কাজী নজরুল ইসলাম
৪৭। 'ধনধান্য পুষ্পভরা' জনপ্রিয় এই দেশাত্মমূলক গান নেওয়া হয়েছে কোন নাটক থেকে?
- সাজাহান
৪৮। হলদে পরীর দেশ কোন জাতীয় রচনা?
- ভ্রমণ কাহিনী
৪৯। রাইফেল রুটি আওরাত গ্রন্থটি কে রচনা করেন?
- আনোয়ার পাশা
৫০। রতন চতিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের?
- পোস্টমাস্টার
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    215 Views
    by mousumi
    0 Replies 
    202 Views
    by tasnima
    0 Replies 
    1854 Views
    by romen
    0 Replies 
    95 Views
    by raihan
    0 Replies 
    956 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]