Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3233
মুক্তিযুদ্ধের সেক্টর সমূহ
সেক্টর নং ১ : ফেনী নদী হতে দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম কক্সবাজার পার্বত্য রাঙামাটি এবং ফেনী পর্যন্ত।
সেক্টর নম্বর ২ : নোয়াখালী কুমিল্লা, ঢাকা ও ফরিদপুর জেলার অংশ বিশেষ।
তিন নম্বর সেক্টর : হবিগঞ্জ, কিশোরগঞ্জ এবং কুমিল্লা ও ঢাকা জেলার অংশ বিশেষ
চার নম্বর সেক্টর : সিলেট জেলার অংশবিশেষ
পাঁচ নম্বর সেক্টর : সিলেট জেলার অংশ বিশেষ এবং বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল।
ছয় নম্বর সেক্টর : রংপুর ও দিনাজপুরের ঠাকুরগাও মহাকুমা।
সাত:নম্বর সেক্টর: সমগ্র রাজশাহী , ঠাকুরগাঁও ছাড়া দিনাজপুরের অবশিষ্ট অংশ , এবং ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র পাবনা ও বগুড়া জেলা ।
আট নম্বর সেক্টর : কুষ্টিয়া(মুজিবনগর) যশোর এবং ফরিদপুর ও খুলনার অংশবিশেষ।
নয় নম্বর সেক্টর : খুলনা ও ফরিদপুর জেলার অংশ বিশেষ এবং বৃহত্তর ররিশাল ও ও পটুয়াখালী জেলা।
দশ নম্বর সেক্টর : এ সেক্টরের অধীনে ছিল নৌ কমান্ডার, সমুদ্র উপকূলীয় অঞ্চল ও আভ্যন্তরীন নৌপরিবহন।
এগার নম্বর সেক্টর : কিশোরগঞ্জ ব্যতীত ময়মনসিংহ ও টাঙ্গাইল
---------------------------------------------------
সেক্টর কমান্ডারগণ
এক নম্বর সেক্টর : মেজর জিয়াউর রহমান (এপ্রিল-জুন),মেজর রফিকুল ইসলাম (জুন-ডিসেম্বর)
দুই নম্বর সেক্টর : মেজর খালেদ মোশাররফ (এপ্রিল- সেপ্টেম্বর)মেজর হায়দার (সেপ্টেম্বর-ডিসেম্বর)
তিন নম্বর সেক্টর : মেজর শফিউল্লাহ (এপ্রিল- সেপ্টেম্বর)মেজর নুরুজ্জামান (সেপ্টেম্বর-ডিসেম্বর)
চার নম্বর সেক্টর : মেজর সি আর দত্ত
পাঁচ নম্বর সেক্টর : মেজর মীর শওকত আলী
ছয় নম্বর সেক্টর : ইউং কমান্ডার বাশার
সাত নম্বর সেক্টর : মেজর কাজী নরুজ্জামান
আট নম্বর সেক্টর : মেজর ও সমান চৌধুরী (অক্টোবর পর্যন্তমেজর এম এ মনছুর
নয় নম্বর সেক্টর : মেজর আব্দুল জলিল (এপ্রিল- ডিসেম্বর) এ এ মঞ্জুর (অতিরিক্ত দায়িত্ব)
দশ নম্বর সেক্টর : মুক্তি বাহিনীর ট্রেনিং প্রাপ্ত নৌ কমান্ডারগণ যখন যে সেক্টরে কাজ করেছে সেই সেক্টরের কমান্ডারগণের নির্দেশ মোতাবেক করেছে।
এগার নম্বর সেক্টর : মেজর আবু তাহের (এপ্রিল-নভেম্বর)ফ্লাইট লে. এম হামিদুল্লাহ (নভেম্বর- ডিসেম্বর)
মোট এগারটি সেক্টরে সেক্টর কমান্ডার ছিল ১৬ জন

    ০৯/০৫/২০২৪ তারিখের সংশোধিত বিজ্ঞপ্তি, বেসরকারী শি[…]

    ইমাম ও খতিব মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে ম[…]

    একজন খতিব-কাম- ইমাম নিয়োগ করা হবে। যোগ্যতা: […]

    খান বাহাদুর ফাউন্ডেশন (ট্রাস্ট) পরিচালিত চট্টগ্রাম[…]