Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3023
★বর্তমানে জনসংখ্যায় বাংলাদেশ পৃথিবীতে --- ৮ম দেশ।
★মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল --- ৮নং সেক্টরে
★পারমানবিক শক্তিধর অধিকারী বিশ্বের মোট --- ৮টি দেশ।
★বিশ্ব সাক্ষরতা দিবস --- ৮সেপ্টেম্বর।
★D-8 এর সদস্য দেশ মোট --- ৮টি।
★রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত আছে সংবিধানের --- ৮নং অনুচ্ছেদে।
★মধ্য আমেরিকার দেশ --- ৮টি।
★ইসলাম কে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় বাংলাদেশ সংবিধানের --- ৮ম সংশোধনীতে।
★SAARC এর সদস্য দেশ মোট --- ৮টি।
★আন্তর্জাতিক নারী দিবস --- ৮ মার্চ।
★সেন্টমার্টিন / তালপট্টী দ্বীপের আয়তন --- ৮ বর্গ.কি মি.
★বান কি মুন জাতিসংঘের --- ৮ম মহাসচিব।
★MDG (Millennium Development Goal)-এর মোট লক্ষ্য হচ্ছে --- ৮টি।
★বিশ্ব রেডক্রস দিবস --- ৮মে।
★উরুগুয়ে রাউন্ডের সংলাপ চলে --- ৮বছর।
★অস্থায়ী সরকারের সচিবালয় ছিল --- ৮নং থিয়েটার রোড,,কলকাতা।

Collected

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]