Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#3017
১। সুন্দর ব্যবহার একটি —
- প্রবন্ধ
২। সাগরকন্যা গ্রন্থটি কার রচনা?
- রাজিয়া মাহবুব
৩। রাজা গল্পে কাকে "নিষ্ঠুর তস্কর" বলা হয়েছে?
- রহিমকে
৪। বাংলা আমার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া?
- অমিয়ধারা
৫। পাখিদের নিয়ে রচয়না "ঝগড়ু" কেমন চরিত্রের লোক—
- দরদী মনের
৬। "রূপকথার সেই আশ্চর্য প্রদীপ'— প্রবন্ধটি কার রচিত?
- সুব্রত বড়ুয়া
৭। লেখক শামসুল কবীর একজন—
- প্রাবন্ধিক
৮। 'অপূর্ব ক্ষমা' গল্পটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
- বিষাদ সিন্ধু
৯। মনুষ্যত্ব লাভের উপায় কি?
- শিক্ষা গ্রহণ
১০। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভাগ্যের সন্ধানে গিয়েছিলে —
- রেঙ্গুন
১১। ছেলে-মেয়ে কোন প্রকার দ্বন্দ্ব সমাস
- অলুক দ্বন্দ্ব
১২। সিংহাসন শব্দটি কোন সমাসের উদাহরণ?
- কর্মধারয়
১৩। পরাজয়ে ডরে না বীর— বাক্যটিতে " পরাজয়ে" কারক বিভক্তি নির্ণয় করুন।
- অপাদান কারকে ৭ মী
১৪। কুলি শব্দের লিঙ্গান্তর —
- কামিন
১৫। নিশীথ রাতে বাজছে বাঁশি। এ বাক্যে "নিশীথ' কোন পদ?
- বিশেষণ
১৬। বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
- ৬ টি
১৭। বাঙালিরা ভাত খায় — কোন কালের উদাহরণ?
- সাধারণ বর্তমান
১৮। উপসর্গ মূলত —
- অব্যয়সূচক শব্দাংশ
১৯। বিভক্তিযুক্ত শব্দ দুইবার উক্ত হলে তাকে কি বলা হয়?
- পদের দ্বিরুক্তি
২০। বচন ব্যাকরণের কিরূপ শব্দ?
- প্রাতিপদিক শব্দ
21. The synonym of the word 'candid' is —
- frank
22. Many years have passed since I _____my friend.
- met
23. The meaning of 'Magnanimity' is —
- generosity
24. She did not indulge ____ fits of thmperament.
- from
25. The antonym of the word 'punitive' is —
- rewarding
26. The adjective of the word 'laugh' is —
- laughable
27. Francis Bacon is a famous —
- essayist
28. He looked at me ____ his red eyes.
- with
29. I sold a car ____ Jim
- to
30. I started _____ on my essay today
- working
৩১। কোন কর্মকর্তার বেতন একমাসে ১০% বৃদ্ধি পেল, আবার পরবর্তী মাসে তার বেতন ১০% কমলো। এতে ঐবকর্মকর্তার মূল বেতনের কি পরিবর্তন ঘটলো?
- ১% কমলো
৩২। ১৫ জন লোক একটি কাজ ১০ দিনে করতে পারে। ঐ কাজ ৩ দিনে সম্পন্ন করতে কতজন লোক দরকার হবে?
- ৫০ জন
৩৩। একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় ৮ কি.মি এবং প্রতিকূলে ঘণ্টায় ৪ কি.মি. চললে স্রোতের বেগ কত?
- ২ কি.মি.
৩৪। একটি ঘরের দৈর্ঘ্য ৮ মি., প্রস্থ ৬ মি. এবং উচ্চতা ৩ মি. হলে ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল কত?
- ৮৪ বর্গ মি
৩৫। যদি কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমান ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
- ২১%
৩৬। a= –4, b = –5 হলে, (a–b)² এর মান কত?
- 1
৩৭। f(x) = x³+x²+x–1 হলে, f(–2) এর মান কত?
- (–7)
৩৮। যদি x³+hx+10= 0 এর একটি সমাধান 2 হয় তবে h এর মান কত?
- (–9)
৩৯। কোন তিনটি মাত্রায় জ্যামিতিক ঘনবস্তু তৈরি হয়?
- দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা
৪০। সুষম পঞ্চভুজের বহিঃস্থ কোণের পরিমাণ হবে—
- ৭২°
৪১। মানসবাদীর প্রথা প্রবর্তন করেন কে?
- আকবর
৪২। পানি পথের দ্বিতীয় যুদ্ধ করে সংঘটিত হয়?
- ১৫৫৬ সালে
৪৩। নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যায় —
- ভূমিকম্পের জন্য
৪৪। উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু হয় কত সালে?
- ১৮৫৩ সালে
৪৫। বাংলা একাডেমির প্রথম পরিচালক —
- মুহাম্মাদ এনামুল হক
৪৬। অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী–
- ব্যারন পিয়েরে দ্য কুবার্তা
৪৭। বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক কোনটি?
- একতলা দোতলা
৪৮। সালোকসংশ্লেষ সবচেয়ে বেশি কোন আলোতে হয়?
- লাল
৪৯। লোহায় মরিচা ধরার জন্য কোনটি প্রয়োজন?
- H₂O+O₂ (পানি ও অক্সিজেন)
৫০। বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প—
- তৈরি পোশাক

Collected
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]