Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3016
২০। দেশে টিকা উৎপাদন করতে পারে কতটি প্রতিষ্ঠান?
উ: ২টি- ইনসেপ্টা ফার্মা ও পপুলার ফার্মা।
২১। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (BJRI) উদ্ভাবিত নতুন দুটি পাটশাকের নাম কী?
উ: BJRI দেশি পাটশাক-২ (ম্যাড়া লাল) ও BJRI দেশি পাটশাক-৩ (ম্যাড়া সবুজ)।
২২। ২০২০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্য প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম?
উ: ১০৯তম।
২৩। ৩০ জুন ২০২০ দেশের বেসরকারি খাতের কোন ব্যাংক এক লাখ কোটি টাকা আমানতের মাইলফলকে পৌঁছে?
উ: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
২৪। বিশ্বকাপ বাছাইপর্বে দেশের হয়ে প্রথম গোল এবং আন্তর্জাতিক ফুটবলে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করেন কে?
উ: আশরাফ উদ্দিন চুন্নু।
২৫। ২০১৯-২০ অর্থ বছরের গড় মূল্যস্ফীতি কত?
উ: ৫.৬৫%
২৬। ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?
উ: ৩৩,৬৭৪.০৯ মিলিয়ন মার্কিন ডলার।
২৭। ২০২০-২০২১ অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত?
উ: ৪৮ বিলিয়ন মার্কিন ডলার।
২৮। ২০১৯-২০ অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি?
উ: তৈরি পোশাক (২৭,৯৪৯.১৯ মিলিয়ন মার্কিন ডলার)।
২৯। বর্তমানে বাংলাদেশ কতটি পণ্য রপ্তানি করে?
উ: ৭৫০টি।
৩০। চা রপ্তানিতে বাংলাদেশ অবস্থান বিশ্বে কততম?
উ: ৬৪তম; পূর্বে ছিল ৬১তম। [সূত্র: www.worldstopexports.com]
৩১। ২০১৯-২০ অর্থ বছরে সর্বাধিক রেমিট্যান্স আসে কোন দেশ থেকে?
উ: সৌদি আরব; দ্বিতীয় সংযুক্ত আরব আমিরাত।
৩২। বাংলাদেশে নিযুক্ত ভারতের ১৭তম হাইকমিশনার কে?
উ: বিক্রম দোরাইস্বামী।
৩৩। প্রাক-প্রাথমিক শিক্ষার সময়সীমা কত?
উ: ২ বছর।
৩৪। প্রাক-প্রাথমিক শিক্ষার সময়সীমা কত?
উ: ৪ বছর।
৩৫। খেলাপি ঋণ আদায়ে সরকার যে সংস্থা পঠনের উদ্যোগ নিয়েছে তার নাম কী?
উ: Bangladesh Asset Management Corporation (BAMCO)।
৩৬। ৯ জুন ২০২০ সরকার কোন ব্যথানাশক ওষুধকে ‘মাদকদ্রব্য’ হিসেবে তালিকাভুক্ত করে?
উ: টাপেন্টাডল।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    484 Views
    by masum
    0 Replies 
    670 Views
    by raja
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    95 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]