Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3009
#বাংলাদেশ বিষয়াবলী

০১. সদ্য বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের গড় মাথাপিছু আয় কত?
উত্তরঃ ২ হাজার ৬৪ মার্কিন ডলার।
## টাকার অংকে – ১ লাখ ৭৪ হাজার ৮৮৮ টাকা।
## বিশ্বব্যাংকের তথ্য মতে – ১৯৪০ মার্কিন ডলার।

০২. সদ্য বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কত হয়েছে?
উত্তরঃ ৫.২৪ শতাংশ।
## এই অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছিল – ৮.২০ শতাংশ।
## স্থির মুল্যে জিডিপির আকার – ২৭ লাখ ৯৬ হাজার ৩৭৮ কোটি ২০ লাখ টাকা।
## বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবৃদ্ধি – ৮.১৫ শতাংশ (২০১৮-১৯ অর্থবছরে)।
## চলতি ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে - ৮.২০ শতাংশ।

০৩. সদ্য বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি ছিল?
উত্তরঃ সেবা খাত (৫১.৩০ শতাংশ)।
## শিল্প খাতের অবদান – ৩৫.৩৬ শতাংশ।
## কৃষি খাতের অবদান – ১৩.৩৫ শতাংশ।

০৪. দেশে বর্তমানে বনভূমির পরিমাণ মোট কত শতাংশ?
উত্তরঃ ১৬.১৭ শতাংশ।
## চলতি ২০২০ সালেই সরকার বনভূমির পরিমাণ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

০৫. জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কত তম জনবহুল দেশ?
উত্তরঃ অষ্টম।
## বিশ্বের মোট জনসংখ্যার ২.১১ শতাংশ মানুষ বাংলাদেশে বাস করে।

০৬. লেখক ও অধ্যাপক হুমায়ুন আজাদ কবে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১২ আগস্ট, ২০০৪.
## ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমির বইমেলা থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে মারাত্মকভাবে আহত করে।

০৭. বর্তমানে দেশের বৃহত্তম হাইটেক পার্ক কোনটি?
উত্তরঃ বঙ্গবন্ধু হাইটেক সিটি, কালিয়াকৈর, গাজীপুর।
## এটি দেশের প্রথম হাইটেক পার্ক।

০৮. দেশের ‘ভোমরা স্থল বন্দর’ কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ সাতক্ষীরা।

০৯. দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ব বৃহৎ কৃত্রিম জলাধার কোনটি?
উত্তরঃ কাপ্তাই লেক, রাঙামাটি।
## এটি দেশের অভ্যন্তরীণ বদ্ধজলাশয়গুলোর মধ্যে সর্ব বৃহৎ।
## এর আয়তন – প্রায় ৬৮ হাজার ৮০০ হেক্টর।
## হ্রদটি তৈরি করা হয় – ১৯৬১ সালে।

#আন্তর্জাতিক বিষয়াবলী

০১. বিশ্বের প্রথম কোন দেশ করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে?
উত্তরঃ রাশিয়া।
## টিকার নাম – স্পুটনিক-৫
## অনুমোদন দেওয়া হয় – ১১ আগস্ট, ২০২০.

০২. ‘মাউন্ট সিনাবুং আগ্নেয়গিরি’ কোথায় অবস্থিত?
উত্তরঃ সুমাত্রা দ্বীপ, ইন্দোনেশিয়া।
## সম্প্রতি এই সুপ্ত আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে।

০৩. ‘অ্যাপল ডেইলি’ কোন স্বায়ত্তশাসিত অঞ্চলের শীর্ষ পত্রিকা?
উত্তরঃ হংকং।

০৪. অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোর জোটের নাম কী?
উত্তরঃ গ্রুপ অব সেভেন বা জি-৭.
## শিল্পোন্নত দেশগুলোর এই জোট আগে জি-৮ নামে থাকলেও ২০১৪ সালে ক্রিমিয়া দখলের জেরে রাশিয়াকে বহিষ্কার করা হয়, এরপর এর নাম হয় জি-৭.

০৫. আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে তালেবান-যুক্তরাষ্ট্র কবে চুক্তি সম্পাদন করে?
উত্তরঃ ২৯ ফেব্রুয়ারি, ২০২০.
## এই চুক্তির শর্তানুযায়ী আগামী বসন্তের মধ্যে সব বিদেশি সেনা প্রত্যাহার করে নিতে হবে।

০৬. ‘আন্তর্জাতিক যুব দিবস’ কবে পালিত হয়?
উত্তরঃ ১২ আগস্ট।
## দিবস প্রতিপাদ্য ২০২০ – “Youth Engagement for Global Action (বৈশ্বিক লক্ষ্য অর্জনে তরুণদের অংশগ্রহণ)”।
## ২০০০ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে এই দিবস পালিত হয়ে আসছে।

০৭. ‘অ্যাকর’ কোন অঞ্চলের বৃহত্তম হোটেল গ্রুপ?
উত্তরঃ ইউরোপ।
## সম্প্রতি এই হোটেল গ্রুপের সঙ্গে সৌদি আরবের অন্যতম পর্যটন কেন্দ্র ‘আল-উলা’ এর চুক্তি সম্পাদন হয়েছে।

০৮. বর্তমান বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি?
উত্তরঃ সৌদি আরব।

০৯. ‘Office for National Statistics (ONS)’ কোন দেশের সরকারি জরিপ বিষয়ক প্রতিষ্ঠান?
উত্তরঃ যুক্তরাজ্য।

১০. ‘অরুক রেইস’ কোন দেশের তেল-গ্যাস অনুসন্ধানকারী জাহাজ?
উত্তরঃ তুরস্ক।
## সম্প্রতি এই জাহাজ গ্রিসের এক দ্বীপে তেল-গ্যাস অনুসন্ধানে গেলে সমালোচনার মুখে পড়ে।

১১. ‘কাস্তেল্লোরিজো’ কোন দেশের দ্বীপ?
উত্তরঃ গ্রিস।
## গ্রিসের বর্তমান প্রধানমন্ত্রী – কিরিয়াকোস মিতসোতাকিস।

১২. বর্তমান বিশ্বে গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ রাশিয়া।

১৩. বর্তমান বিশ্বের বৃহত্তম শিপিং লাইন্স কোনটি?
উত্তরঃ মায়েরস্ক গ্রুপ, ডেনমার্ক।
## বর্তমানে এই প্রতিষ্ঠান বিশ্বের ১২১টি দেশের ৩৪৩টি সমুদ্র বন্দরে তাঁদের সেবা বিস্তৃত করেছে।

১৪. কোন চুক্তির মাধ্যমে ১৯৮৯ সালে লেবাননের গৃহযুদ্ধের অবসান ঘটে?
উত্তরঃ তায়েফ চুক্তি।
## লেবাননের বিদ্রোহী গোষ্ঠী – হিজবুল্লাহ।
## বর্তমানে এই গোষ্ঠী ১৮টি দেশের কালো তালিকাভুক্ত।

#বিজ্ঞান ও প্রযুক্তি

০১. বিশ্বের প্রথম মূলধারার পোর্টেবল (বহনযোগ্য) কম্পিউটার ‘টি১১০০’ বাজারে আনে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ তোশিবা, জাপান; ১৯৮৫ সালে।
## সম্প্রতি এই প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে পিসি (পার্সোনাল কম্পিউটার) ব্যবসাকে বিদায় জানিয়েছে।

০২. অ্যাপলওয়াচে কবে গুগল ম্যাপস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়?
উত্তরঃ ২০১৭ সালে।
## সম্প্রতি অ্যাপলওয়াচে আবার এই পরিষেবা ফিরিয়ে আনা হয়েছে।

#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
১১ আগস্ট, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ২ কোটি ১ লাখ ১৯ হাজার ৫১১ জন (বাংলাদেশে আক্রান্ত – ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন)।
মোট সুস্থ – ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার ৪৬৫ জন (বাংলাদেশে সুস্থ – ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন)।
মোট মৃত্যু – ৭ লাখ ৩৭ হাজার ১২৬ জন (বাংলাদেশে মৃত্যু – ৩ হাজার ৪৭১ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২১৫টি দেশ ও অঞ্চলে।

#খেলাধুলা

০১. বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ৩ অক্টোবর, ২০২০.

০২. বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রধান নির্বাচক কে?
উত্তরঃ মিনহাজুল আবেদিন।

#সেরা_উক্তি
“অতীত নিয়ে সবসময়ে পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ; অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ।”
– বিখ্যাত রাশিয়ান প্রবাদ।

সংগৃহীত
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]