Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3003
১। নতুন বছরের আগমনের প্রথম দিন বিশ্বব্যাপী উদযাপিত হয় - ‘নববর্ষ’
২। খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে প্রাচীন ব্যাবিলনে সর্বপ্রথম নববর্ষ পালনের সূচনা হয়।
৩। ব্যাবিলনে ১১ দিনব্যাপী খুবই জাঁকজমক পূর্ণভাবে নববর্ষের অনুষ্ঠান হতো।
৪। বিশ্বের প্রাচীনতম নববর্ষ উৎসবের অন্যতম হলো ইরানিদের ‘নওরোজ’।
৫। ফারসি শব্দ ‘নওরোজ’ অর্থ - ’নতুন দিন’।
৬। প্রাচীন পারস্যের পরাক্রমশালী সম্রাট জামশীদ খ্রিস্টপূর্ব ৮০০ অব্দে প্রবর্তন করেন - নওরোজ।
৭। ঐতিহাসিকদের মতে, খ্রিস্টপূর্ব দ্বাদশ শতাব্দীতে পারস্যের আচিমেনিড রাজবংশ নওরোজকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়।
৮। ২১ মার্চ তারিখে যখন সূর্য কর্কটক্রান্তির ওপরে উদিত হয় অর্থাৎ সূর্যের অয়নান্ত দিবসে পালিত হয় - নওরোজ।
৯। বর্তমান বিশ্বে সর্বাধিক প্রচলিত নববর্ষ হচ্ছে খ্রিস্টীয় বা গ্রেগরিয়ান নববর্ষ।
১০। ইতালির ভেনিসে ১ জানুয়ারি নববর্ষ হিসেবে পালিত হয় ১৫২২ সালে।
১১। স্পেন ও পর্তুগাল ১ জানুয়ারিকে নববর্ষ হিসেবে গ্রহণ করে ১৫৫৬ সালে।
১২। ইংরেজরা ১ জানুয়ারিকে নববর্ষ হিসেবে গ্রহণ করে ১৭৫২ সালে।
১৩। বর্তমানে বিশ্বে প্রায় সব দেশেই জানুয়ারির ১ তারিখকে খ্রিস্টিয় নববর্ষ হিসেবে পালন করা হয়।
১৪। খ্রিস্টীয় বা গ্রেগরিয়ান নববর্ষের নাম New Year’s Day.
১৫। চীনাদের পালিত নববর্ষের নাম ইয়ুয়ান তান (Yuan Tan)।
১৬। জাপানিদের পালিত নববর্ষের নাম শুগাতসু (Shougatsu)।
১৭। স্কটিশদের পালিত নববর্ষের নাম চল চনম থমে (Chaul Chnam Thmey)।
১৮। ভিয়েতনামিদের পালিত নববর্ষের নাম তেত এনগু-রয়েন দান (Tet Nguryen Dan)।
১৯। গ্রিকদের পালিত নববর্ষের নাম ফেস্টিভাল অব সেন্ট বাসিল (Festival of Saint Basil)।
২০। ইহুদিদের পালিত নববর্ষের নাম রোশ হাসানাহ (Rosh Hashanah)।
    Similar Topics

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]