Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2958
১। ১৪৪ ধারা বলতে কী বোঝায়?
- যে আইনের ক্ষমতাবলে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো এলাকায় একটি নির্দিষ্ট সময়ের জন্য সভা-সমাবেশ করা, আগ্নেয়াস্ত্র বহনসহ যে কোনো কাজ নিষিদ্ধ করতে পারেন সেই আইনকে ১৪৪ ধারা হিসেবে সংজ্ঞায়িত করা হয়।
২। ড. মুনীর চৌধুরী জেলে বসে কোন নাটক রচনা করেন?
- ড. মুনীর চৌধুরী জেলে বসে রচনা করেন ‘কবর’ নাটক।
৩। বাঙালি জাতীয়তাবাদ কী?
- বাংলা ভাষা ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালির জাতিগত পরিচয়ে যে ঐক্য গড়ে ওঠে তাই বাঙালি জাতীয়তাবাদ।
৪। পাকিস্তান সৃষ্টির আগেই কী নিয়ে বিতর্ক শুরু হয়?
- পাকিস্তান সৃষ্টির আগেই এর রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে বিতর্ক শুরু হয়।
৫। ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলার ব্যবহারের দাবি জানান কবে?
- ১৯৪৮ সালের ২৩শে ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান।
৬। পাকিস্তানের মোট জনসংখ্যার কত অংশের মাতৃভাষা ছিল বাংলা?
- পাকিস্তানে মোট জনসংখ্যার শতকরা ৫৬.৪০ অংশের মাতৃভাষা ছিল বাংলা।
৭। পাকিস্তানের মোট জনসংখ্যার কত ভাগ উর্দুভাষী ছিল?
- পাকিস্তানে মোট জনসংখ্যার শতকরা ৩.২৭ ভাগ ছিল উর্দুভাষী।
৮। ‘তমদ্দুন মজলিস’ কবে গঠিত হয়?
- ১৯৪৭ সালের ২রা সেপ্টেম্বর গঠিত হয় ‘তমদ্দুন মজলিস’।
৯। কার নেতৃত্বে ‘তমদ্দুন মজলিস’ গঠিত হয়?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়।
১০। ‘ভাষা সংগ্রাম পরিষদ’ নতুনভাবে কী নামে গঠিত হয়?
‘ভাষা সংগ্রাম পরিষদ’ নতুনভাবে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নামে গঠিত হয়।
১১। মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাবে বিরোধিতা করেন কে?
- বাঙালির নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক।
১২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ পুনর্গঠিত হয় কবে?
- ১৯৪৮ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ পুনর্গঠিত হয়।
১৩। কত তারিখে পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘট পালিত হয়?
- ১৯৪৮ সালের ১১ই মার্চ।
১৪। মুহম্মদ আলী জিন্নাহ কবে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন?
- ১৯৪৮ সালের ২১শে মার্চ।
১৫। মুহম্মদ আলী জিন্নাহ কোথায় উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন?
- রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় মুহম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন।
১৬। ১৯৫২ সালের কত তারিখে দেশব্যাপী হরতাল আহ্বান করা হয়?
- ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি দেশব্যপী হরতাল আহ্বান করা হয়।
১৭। ২২শে ফেব্রুয়ারি শোক র‌্যালিতে পুলিশের হামলায় কে মৃত্যুবরণ করেন?
- ২২শে ফেব্রুয়ারি শোক র‌্যালিতে পুলিশের হামলায় শফিউর মৃত্যুবরণ করেন।
১৮। কত তারিখে প্রথম শহিদ মিনার উদ্বোধন করা হয়?
- ১৯৫২ সালের ২৩ শে ফেব্রুয়ারি প্রথম শহিদ মিনার উদ্বোধন করা হয়।
১৯। ঢাকায় ২১শে ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি কে রচনা করেন?
- কবিতাটি চট্টগ্রামের কবি মাহবুব-উল-আলম রচনা করেন।
২০। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি’ গানটি কে রচনা করেন?
- আবদুল গাফফার চৌধুরী।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1701 Views
    by raja
    0 Replies 
    399 Views
    by Romana
    0 Replies 
    1027 Views
    by raja
    0 Replies 
    1118 Views
    by kajol

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]