Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#2929
১. বাংলাসাহিত্য কত বছর ধরে রচিত হচ্ছে?
- হাজার বছেরের ও বেশি সময়
২. বাংলাসাহিত্যের প্রথম বইটির নাম কী?
- চর্যাপদ
৩. কোন শতকে বাংলাসাহিত্যের জন্ম?
- দশম শতকের মাঝামাঝি
৪. বাংলাসাহিত্যের জন্মলগ্নে কোন ভাষাটি সমাজের উঁচু শ্রেণীর ভাষা ছিল?
- সংস্কৃত
৫. বাংলাসাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ/ গ্রন্থ কোনটি?
- চর্যাপদ
৬. চর্যাপদের রচনাকাল- ৯৫০-১২০০
৭. বাংলা গদ্যের আবির্ভাব কোন শতকে/সালে ঘটে?
- ১৮০০ সালের পর থেকে।
৮. দশম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্য কোনরূপে ছিল?
- পদ্যরূপে
৯. নৃতাত্ত্বিকদের মতে বাঙালি পূর্বপুরুষ কারা?
- সিংহলের ভেড্ডারা
১০. ‘ভারততীর্থ’ কার লেখা কবিতা/
- রবিঠাকুর
১১. বাঙালি রক্তধারায় কোন কোন জাতির রক্ত মিশে আছে?
- ভেড্ডা, মঙ্গোলীয়, ইন্দো-আর্য, শক।
১২. মধ্যযুগের একজন দেশপ্রেমিক কবি কে?
- দৌলত কাজী।
১৩. কোন ভাষাটি মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষায়?
- প্রাচীন ভারতীয় আর্যভাষা।
১৪. সংস্কৃত ভাষার অপর নাম কী?
- প্রাচীন ভারতীয় আর্যভাষা
১৫. ভাষা কী মেনে চরে?
- নিয়ম কানুন
১৬. প্রাচীন ভারতীয় আর্যভাষা পরিবর্তিত হয়ে কোন রূপটি নেয়?
- পালি
১৭. প্রাচীন ভারতীয় আর্যভাষা হাজার বছর ধরে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপ নেয়। এই ক্রমবিকাশের ধারায় পর্যায়ক্রমে আর কোন দুটি ভাষা ছিল?
- পালি, প্রাকৃত।
১৮. কোন ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ আর অন্যান্য বই লিখতেন?
- পালি ভাষায়
১৯. সন্ধার কুহেলিকা কার পঙতিতে পঙতিতে ছড়ানো?
- চর্যাপদ
২০. চর্যাপদের ভাষা কে কি নাম দেওয়া হয়েছে?
- সান্ধ্য/আলো আঁধারির ভাষা
২১. প্রাচীন বাংলা ভাষার কয়টি স্তর ও কী কী?
- তিনটি, প্রাচনি যুগের বাংলা ভাষা, মধ্য যুগের বাংলা ভাষা, আধুনিক যুগের বাংলা ভাষা।
২২. বাংলা ভাষা/সাহিত্যের প্রাচীন, মধ্য, আধুনিক যুগের ব্যাপ্তিকাল লিখুন।
- ৯৫০-১২০০; ১৩৫০-১৮০০; ১৮০০-বর্তমান
২৩. ‘বাঙলা’/’বঙ্গ’/’বাঙ্গালা’ নামগুলো উৎপত্তির কাহিনী বয়ান করেছেন কে/
- সম্রাট আকবরের সভারত্ন আবুল ফজল
২৪. বঙ্গ+আল= বাঙ্গাল, এই ‘আল’ অংশটুকু কোন প্রসঙ্গে এসেছে?
- জমির আর, সীমানা, বাঁধ
২৫. কোন শতকে বাংলাদেশ বিভিন্ন জনপদে বিভক্ত ছিল?
- ষষ্ঠ-সপ্তদশ
২৬. শশাঙ্ক কোন জনপদের রাজা ছিলেন?
- গৌড়
২৭. শশাঙ্কের আমলে পশ্চিম বাংলা প্রথমবারের মত ঐক্যবদ্ধ হয়। তখন কোন তিনটি জনপদ এক হয়ে একটি বিশাল জনপদে পরিণত হয়?
- পুন্ড্র, গৌড়, রাঢ়্
২৮. শশাঙ্ক ও পাল রাজারা নিজেদের কি বলে পরিচয় দিতেন?
- গৌড়াধিপতি।
২৯. গৌড়ের প্রতিদ্বন্দী ছিল কোন জনপদ?
- বঙ্গ
৩০. পাঠান শাসনামলে কোন নামে বাংলার সব জনপদ এক হয়?
- বঙ্গ
৩১. কত সালে ভারতবর্ষ তিন খন্ড হয়?
- ১৯৪৭
৩২. বাংলা সাহিত্যের ফসলশূন্য সময় কোনটি?
- ১২০০-১৩৫০, অন্ধকারযুগ
৩৩. মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল- বৈষ্ণব পদাবলি
৩৪. মধ্যযুগের প্রধান কাব্যধারার নাম- মঙ্গলকাব্য
৩৫. আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান কোনটি?
- গদ্য
৩৬. ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন?
- উইলিয়াম কেরি
৩৭. রামরাম বসু কে ছিলেন?
- উইলিয়াম কেরির সহযোগী
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    211 Views
    by mousumi
    0 Replies 
    91 Views
    by raihan
    0 Replies 
    939 Views
    by mousumi
    0 Replies 
    388 Views
    by sajib
    0 Replies 
    224 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]