Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#2927
২৫১ যে অগ্র-পশ্চাৎ চিন্তা না-করে কাজ করে অবিমৃশ্যকারী
২৫২ যে অন্য দিকে মন দেয় না অনন্যমনা
২৫৩ যে অপরের লেখা চুরি করে নিজনামে চালায় কুম্ভীলক
২৫৪ যে আকৃষ্ট হচ্ছে কৃষ্যমাণ
২৫৫ যে আপনাকে কৃতার্থ মনে করে কৃতার্থম্মন্য
২৫৬ যে আপনাকে পণ্ডিত মনে করে পণ্ডিতম্মন্য
২৫৭ যে আপনাকে হত্যা করে আত্মঘাতী
২৫৮ যে আলােতে কুমুদ ফোটে কৌমুদী
২৫৯ যে গমন করে না নগ পাহাড়)
২৬০ যে গাঁজায় নেশা করে গেঁজেল
২৬১ যে গাভি প্রসবও করে না, দুধও দেয় না গােবশা।
২৬২ যে গৃহের বাইরে রাত্রিযাপন করতে ভালােবাসে বারমুখাে ।
২৬৩ যে জমিতে দুবার ফসল হয় দো-ফসলি
২৬৪ যে জমিতে ফসল জন্মায় না ঊষর
২৬৫ যে তির নিক্ষেপে পটু তিরন্দাজ
২৬৬ যে দিন তিন তিথির মিলন ঘটে ত্র্যহস্পর্শ
২৬৭ যে নারী (বা গাভী) দুগ্ধবতী পয়স্বিনী
২৬৮ যে নারী অঘটন ঘটাতে পারদর্শী অঘটনঘটনপটিয়সী
২৬৯ যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা মহাশ্বেতা
২৭০ যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা পরভৃতা বা পরভৃতিকা
২৭১ যে নারী আনন্দ দান করে বিনােদিনী
২৭২ যে নারী একবার সন্তান প্রসব করেছে কাকবন্ধ্যা
২৭৩ যে নারী কহলপ্রিয় খাপ্তানী
২৭৪ যে নারী চিত্রে অর্পিতা বা নিবদ্ধা চিত্রার্পিতা
২৭৫ যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না অঙ্গনা
২৭৬ যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল অন্যপূর্বা
২৭৭ যে নারী প্রিয় বাক্য বলে প্রিয়ংবদা
২৭৮ যে নারী বার (সমূহ) গামিনী বারাঙ্গনা।
২৭৯ যে নারী বীর বীরাঙ্গনা
২৮০ যে নারী শিশুসন্তানসহ বিধবা বালপুত্রিকা
২৮১ যে নারী সাগরে বিচরণ করে সাগরিকা
২৮২ যে নারী সুন্দরী রামা
২৮৩ যে নারী সূর্যকে দেখে না (অন্তঃপুরে থাকে) অসূর্যম্পশ্যা
২৮৪ যে নারী স্বয়ং পতি বরণ করে স্বয়ংবরা
২৮৫ যে নারীর (মেয়ের বিয়ে হয় নি কুমারী
২৮৬ যে নারীর অসূয়া (হিংসা) নেই অনসূয়া
২৮৭ যে নারীর দুটি মাত্র পুত্র দ্বিপুত্রিকা।
২৮৮ যে নারীর নখ শূৰ্পের (কুলা) মত শূর্পণখা
২৮৯ যে নারীর পঞ্চ স্বামী পঞ্চভর্তকা
২৯০ যে নারীর বিয়ে হয় না অনূঢ়া(আইবুড়াে অর্থে)
২৯১ যে নারীর বিয়ে হয়েছে ঊঢ়া
২৯২ যে নারীর সতীন/শত্রু নেই নিঃসপ্ত
২৯৩ যে নারীর সন্তান হয় না বন্ধ্যা
২৯৪ যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে নবােঢ়া।
২৯৫ যে নারীর সহবাসে মৃত্যু হয় বিষকন্যকা
২৯৬ যে নারীর স্বামী (ভর্তা) বিদেশে থাকে প্রােষিতভর্তৃকা
২৯৭ যে নারীর স্বামী ও পুত্র জীবিত বীরা বা পুরন্ধ্রী
২৯৮ যে নারীর স্বামী ও পুত্র মৃত অবীরা
২৯৯ যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে বা অধিবিন্না
৩০০ যে নারীর হাসি কুটিলতাবর্জিত শুচিস্মিতা

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]