Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#2905
পরীক্ষার তারিখ: ১০/০৪/২০০৯
১. বাংলা সাহিত্যের আদি নিদর্শন-
- চর্যাপদ
২. চর্যাপদে কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে?
- ২৩ নং পদ
৩. চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন?
- বৃন্দাবন দাস
৪. ধনপতি সওদাগর কোন নগরের অধিবাসী ছিরেন?
- উজানীনগর
৫. পুঁথি সাহিত্য বলতে বুঝি-
- ইসলামী চেতনা সম্পৃক্ত
৬. কাকে বাংলা গদ্যের জনক বলা হয়?
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৭. হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছেন -
- তিব্বত, নেপাল
৮. ‘সমাচার দর্পণ’ পত্রিকার প্রকাশকাল-
- ১৮১৮ খ্রিঃ
৯. শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত নয় এমন পত্রিকার নাম-
- কোহিনূর
১০. ‘সওগাত’ পত্রিকার সম্পাদক-
- মোঃ নাসিরউদ্দীন
১১. ‘সাহিত্য সম্রাট’ কার উপাধি?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১২. বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক কে?
- মধুসূদন দত্ত
১৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়?
- দেবানন্দপুর গ্রাম
১৪. ওমর খৈয়ামের দেশের নাম -
- ইরান
১৫. আধুনিকতার লক্ষণ কি?
- স্বদেশপ্রেম ও মানবতাবাদ
১৬. বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম কি?
- আলালের ঘরের দুলাল
১৭. নাটক কি?
- দৃশ্যকাব্য
১৮. কাজী নজরুলের ‘মহররম’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
- অগ্নিবীণা
১৯. ‘দেওয়ানা মদিনা’ কোন কাব্যের অন্তর্গত?
- ময়মনসিংহ গীতিকা
২০. লোকসাহিত্য বলতে কি বোঝায়?
- ছড়া, গান, ধাঁধা, প্রবাদ-প্রবচন
২১. ‘স্পেন বিজয়’ কাব্যের রচয়িতা কে?
- ইসমাইল হোসেন সিরাজী
২২. মুনীর চৌধুরী রচিত নাটকের নাম-
- রক্তাক্ত প্রান্তর
২৩. ‘নদের চাঁদ’ কোন গীতিকার নায়ক?
- মহূয়া
২৪. ‘বাবুর্চি’ কোন ভাষার শব্দ?
- তুর্কি
২৫. ‘বিশ্বনবী’ গ্রন্থটির রচয়িতা কে?
- গোলাম মোস্তফা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    225 Views
    by shohag
    0 Replies 
    3261 Views
    by apple
    0 Replies 
    4245 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4436 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4633 Views
    by bdchakriDesk

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]