Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#2904
প্রশ্ন-০১| (১৩তম বিসিএস)
♥বাংলাদেশের মৎস্য আইনে কত সে.মি.দৈর্ঘ্যের রুই মাছের পোনা মারা নিষেধ?
>>২৩ সেন্টিমিটার।
প্রশ্ন-০২| (১০তম বিসিএস)
♥পাখি ছাড়া "বলাকা"ও "দোয়েল"
কিসের নাম?
>> উন্নত জাতের গমের নাম।
প্রশ্ন-০৩| (১০ম বিসিএস)
♥"অগ্নিশ্বর,কানাইবাঁশি,মোহনবাঁশি,বীটজবা"ইত্যাদি কী জাতীয় ফলের নাম?
>> কলা।
প্রশ্ন-০৪| (১১তম বিসিএস)
♥কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী?
>> যশোর।
প্রশ্ন-০৫| ( ১১তম বিসিএস)
♥বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
>> ভাওয়াল ও মধুপুরেরর বনভূমি।
প্রশ্ন-০৬| ( ১১তম বিসিএস)
♥বাংলাদেশের কোন জেলায় বেশি পরিমাণ পাট উৎপাদন হয়?
>> ফরিদপুরে।
প্রশ্ন-০৭| ( বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায় কত?
>>৯.৫০ কোটি পাউন্ড(আপডেট জানতে হবে)
প্রশ্ন-০৮| (১২তম বিসিএস)
♥একটি কাঁচা পাটের গাইটের ওজন কত?
>> ৩.৫ মণ।
প্রশ্ন-০৯| (১৩তম বিসিএস)
♥সুন্দরবনের আয়তন কত বর্গ কিলোমিটার?
>> ৬০১৭ বর্গ কিলোমিটার।
প্রশ্ন-১০| (১৫ ও ২৬তম বিসিএস)
♥বাংলাদেশের GDP তে কৃষিখাতের অবদান কত শতাংশ?
>> ১৪.৭৯ শতাংশ।
প্রশ্ন-১১| ( ১৫তম বিসিএস)
♥বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে?
>>কৃষিখাতে।
প্রশ্ন-১২| (২৪তম বিসিএস)
♥উত্তরবঙ্গের কোন জেলায় চা বাগান আছে?
>> পঞ্চগড়ে।
প্রশ্ন-১৩| ( ৩২তম বিসিএস)
♥বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আছে----?
>>মৌলভীবাজারে
প্রশ্ন-১৪| ( ১৭তম বিসিএস)
♥বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয়---?
>>সিলেটের মালনিছড়ায়।
>>নোট___রমজান
প্রশ্ন-১৫| ( ৩৮তম বিসিএস)
♥বাংলাদেশে FCDI প্রকল্পের উদ্দেশ্য কী?
>> বন্যা নিয়ন্ত্রণ,পানি সেচ ও পানি নিয়ন্ত্রণ করা।
প্রশ্ন-১৬| ( ৩৮তম বিসিএস)
♥জুম চাষ হয়---?
>> খাগড়াছড়িতে।
প্রশ্ন-১৭|
♥বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান---?
>> ক্রমহ্রাসমান।
প্রশ্ন-১৮| ( ৩৬তম বিসিএস)
♥ফিশারিজ ট্রেনিং ইনিস্টিটিউট কোথায় অবস্থিত?
>> চাঁদপুরে।
প্রশ্ন-১৯| ( ৩৫তম বিসিএস)
♥বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান দখল করে নেয়?
>> আশির দশক থেকে।
প্রশ্ন-২০| ( ৩২তম বিসিএস)
♥কোন পণ্যটি বাংলাদেশে 'White Gold'
হিসেবে পরিচিত?
>>চিংড়ি।
প্রশ্ন-২১| ( ২৬তম বিসিএস)
♥ফিশারিজ রিসার্চ ইনিস্টিটিউট কোথায় অবস্থিত?
>> ময়মনসিংহে।
প্রশ্ন-২২| ( ১৯তম বিসিএস)
♥গবাদি পশুর জাত উন্নয়নে
পাক-ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করে?
>>লর্ড লিনলিথ গো।
প্রশ্ন-২৩|
♥ বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য রাথান আছে?
>>পাবনা-সিরাজগঞ্জে।
প্রশ্ন-২৪| ( ১৭তম বিসিএস)
♥বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রুণ বদল করা হয়---?
>>৫ মে, ১৯৯৫ সালে।
প্রশ্ন-২৫|
♥দেশের বৃহত্তম কৃষি খামার কোথায়?
>>দত্তননগর কৃষি খামার
(মহেশপুর,ঝিনাইদহ)
(অর্থনীতি সমীক্ষা-২০১৯ আপডেট অনুযায়ী প্রশ্নে পরিবর্তন আসতে পারে)

সংগৃহীত
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]