Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2903
০১| পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিন কোনটি?
ক. গুগল
খ. ইয়াহু
গ. মাইক্রোসফট
ঘ. ক্রোম
উত্তরঃ ক
০২| মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে কী বলে?
ক. অবজেক্ট প্রোগ্রাম
খ. কম্পাইলার
গ. ডেটাবেজ
ঘ. অ্যাসেম্বলি
উত্তরঃ ক
০৩| বহুল ব্যবহৃত কী-বোর্ড লে-আউট হচ্ছে...?
ক. QEWTYR
খ. QYWERT
গ. QYTRWR
ঘ. QWERTY
উত্তরঃ ঘ
০৪| পত্র-পত্রিকা বা প্রকাশনা শিল্পে কোনটির ব্যবহার অনেক বেশি?
ক. স্ক্যানার
খ. কম্পিউটার
গ. মোবাইল
ঘ. OMR
উত্তরঃ খ
০৫| "Fax" শব্দটি ইংরেজি কোন শব্দের সংক্ষিপ্ত রূপ?
ক. Faximili
খ. Fascimili
গ. Facsimile
ঘ. Faximile
উত্তরঃ গ
০৬| Which one is the most Common type storage devices?
ক. Magnetic
খ. Optical
গ. Flash
ঘ. Opera
উত্তরঃ গ
০৭| নিচের কোন মাধ্যমটির ডেটা(data) ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?
ক. ফ্লপি ডিস্ক
খ. কমপ্যাক্ট ডিস্ক
গ. ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক
ঘ. মডেম
উত্তরঃ গ
০৮| ফ্লপি ডিস্ক হচ্ছে-
ক. একটি শুধু গ্রহণ স্মৃতি
খ. একটি প্রদান স্মৃতি
গ. হার্ডডিস্কের চেয়ে ছোট
ঘ. একটি পরিবাহী স্মৃতি
উত্তরঃ ঘ
০৯| CD পূর্ণরূপ কী?
ক. Control Disc
খ. Colour Disc
গ. Compact Disc
ঘ. Computer Disc
উত্তরঃ গ
১০| ইনটেল ITANIUM কত বিট মাইক্রোপ্রসেসর?
ক. ৩২
খ. ৬৪
গ. ১২৮
ঘ. ২৫৬
উত্তরঃ ক
১১| কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭১ সালে
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৭৪ সালে
উত্তরঃ খ
১২| কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয়-
(ক) মাদারবোর্ড
(খ লজিক ইউনিট
গ. মনিটর
ঘ. কন্টোল ইউনিট
উত্তরঃ ক
১৩| উপাত্ত গ্রহণ এ নির্গমণ বাসের নাম কী?
ক. ইনপুট
খ. আউটপুট
গ. পাওয়ার সাপ্লাই
ঘ. ডেটাবাস
উত্তরঃ ঘ
১৪| The instructions that tell the computer what of and how to do is called-
ক. Hardware
খ. Software
গ. Processor
ঘ. Data flow
উত্তরঃ খ
১৫| In general, which letter is considered for Hard Disk Drive?
ক A
খ. B
গ. C
ঘ. D
উত্তরঃ গ
১৬| The add or remove programs utility cab be found in-
ক. Control Panel
খ. CPU
গ. Desktop
ঘ. Search Engine
উত্তরঃ ক
১৭| কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝানো হয়-
ক. এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
খ. তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ
গ. যেসব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
ঘ. কম্পিউটার তৈরির নকশা
উত্তরঃ ক
১৮| কম্পিউটারে সমস্যা সমাধানের উদ্দেশ্য সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়-
ক. সফটওয়ার
খ. প্রোগ্রাম
গ. অপারেটিং সিস্টেম
ঘ. হার্ডওয়ার
উত্তরঃ খ
১৯| অপারেটিং সিস্টেমকে কি বলা হয়?
ক. এপ্লিকেশন প্রোগ্রাম
খ. লোটাস
গ. ফাইল মেকার
ঘ. সিস্টেম সফটওয়্যার
উত্তরঃ ঘ
২০| কোনটি অপারেটিং সিস্টেম?
ক. বেসিক
খ. উইন্ডোজ-২০০০
গ. কোবল
ঘ. কোয়াট্রোপ্রো
উত্তরঃ খ
২১| All computers must have?
ক. word processing software
খ. an operating system
গ. a printer attached
ঘ. a virus checking program
উত্তরঃ খ
২২| লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণানা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?
ক. ১৮৩৩
খ.১৮৪২
গ. ১৯৫৩
ঘ.১৯৯১
উত্তর: ঘ
২৩| বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার জন্য কি ধরনের লাইন ব্যবহৃত হবে?
ক. টুইস্টেড পেয়ার
খ. ইনফ্রায়েড
গ. ফাইবার অপটিক ক্যাবল
ঘ. স্যাটালাইট
উত্তর: গ
২৫| টুইটারে কোনো সদস্যকে যারা অনুসরণ করে তাদেরকে কী বলা হয়?
ক. Follower
খ. Follow
গ. Twit
ঘ. Customer
উত্তর: ক
নোট রমজান
২৬| বর্তমান বিশ্বে কি দ্বারা শিক্ষাদান জনপ্রিয়?
ক. রেডিও
খ. সংবাদ পত্রে
গ. টেলিভিশন
ঘ. কম্পিউটার
উত্তর: ঘ
২৭| তথ্য ও যোগাযোগের প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের নিমিত্তে যা কিছু সৃষ্টি, বিনিময় কিংবা আদান প্রদান করে তাকে কী বলে?
ক. ইন্টারনেট
খ. সামাজিক যোগাযোগ
গ. ই-কর্মাস
ঘ. ই-লার্নিং
উত্তর: খ
২৮| ২০১৪ এর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত ছিল?
ক. প্রায় ১০০ কোটি
খ. প্রায় ১১০ কোটি
গ. প্রায় ১১৫ কোটি
ঘ. প্রায় ১১৯ কোটি
উত্তর: ঘ
২৯| বর্তমান ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?
ক. প্রায় ১৫০ কোটি
খ. প্রায় ২৫০ কোটি
গ. প্রায় ১১৫ কোটি
ঘ. প্রায় ১৬০ কোটি
উত্তর: খ
৩০| বিল গেটস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম কী?
ক. অ্যাপল
খ. আইবিএম
গ. ইনটেল
ঘ. মাইক্রোসফট
উত্তর: ঘ
৩১| বর্তমান সময়কে কোন যুগ হিসেবে চিহ্নিত করা হয়?
ক. বাণিজ্য যুগ
খ. শিল্প যুগ
গ. শিক্ষা যুগ
ঘ. তথ্য প্রযুক্তির যুগ
উত্তর: ঘ
৩২| নিচের কোনটি শিক্ষা ব্যবস্থার সনাতন পদ্ধতির বিকল্প?
ক. ই-বুক
খ. ই-সেবা
গ. ই-লার্নিং
ঘ. ই-পর্চা
উত্তর: গ
৩৩| তথ্য ও প্রযুক্তির ব্যবহারে গড়া আধুনিক বাংলাদেশকে কি বলা হবে?
ক) থ্রিজি বাংলাদেশ
খ) গ্লোবাল বাংলাদেশ
গ) ডিজিটাল বাংলাদেশ
ঘ) স্বাধীন বাংলাদেশ
উত্তর: গ
৩৪| HTTP এর পূর্ণরূপ কোনটি?
ক. Hyper Text transit pass
খ. Hyper text tansfer protocol
গ. Hyper text rronsformation
ঘ. Hyper text tran sfer permissior
উত্তর: খ
৩৫| কে তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন?
ক. অ্যাডা লাভলেস
খ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
গ. মার্ক জাকারবার্গ
ঘ. স্টিভ জবস
উত্তর: খ
৩৬| 'www' পূর্ণরূপ কোনটি?
ক. World wonder web
খ. World wider web
গ. World wide word
ঘ. World wide web
সঠিক উত্তর: ঘ
৩৭| বিনোদনের উপকরণ সমূহকে সাধারণ মানুষের কাছে পৌছে দিতে কেনটি ভূমিকা সবচেয়ে বেশি?
ক. তথ্যপ্রযুক্তি
খ. কম্পিউটার
গ. টেলিফোন
ঘ. নোটপ্যাড
উত্তর: ক
৩৮| ডিজিট শব্দটি অর্থ কী?
ক. সংখ্যা
খ. অক্ষর
গ. বাইনারি
ঘ. দশমিক
উত্তর: ক
৩৯| জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কে ছিলেন?
ক. গনিতবিদ
খ. কম্পিউটার বিজ্ঞানী
গ. পদার্থ বিজ্ঞানী
ঘ. রাসায়নবিদ
উত্তর: গ
৪০| আধুনিক কম্পিউটারের জনক কে?
ক. স্টিভ জবস
খ. অ্যাডা লাভলেস
গ. চার্লস ব্যাবেজ
ঘ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
উত্তর: গ
৪১| নেটওয়ার্কের বিকাশের ফলে কোনটি তৈরি হয়?
ক. ই-মেইল
খ. ইন্টারনেট
গ. আন্তঃসংযোগ
ঘ. কোনোটিই নয়
উত্তর: খ
৪২| কোন প্রতিষ্ঠানের ওয়েবসাইট হতে বাংলাদেশর স্কুল ও মাদ্রাসার পাঠ্যপ্রস্তুক ডাউনলোড করা যায়?
ক. ঢাকা শিক্ষা বোর্ড
খ. কারিগরি শিক্ষা বোর্ড
গ. মাদ্রাসা শিক্ষা বোর্ড
ঘ. জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
উত্তর: ঘ
৪৩| জগদীশ চন্দ্র বসু একস্থান থেকে অন্যস্থান তথ্য প্রেরণে কোনটি ব্যবহার করেন?
ক. অতিদির্ঘ তরঙ্গের ব্যবহার
খ. অতিক্ষুদ্র তরঙ্গের ব্যবহার
গ. ওয়াইফাই এর ব্যবহার
ঘ. ফাইবার অপটিকস
উত্তর: খ
৪৪| লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?
ক. ১৮৩৩
খ. ১৮৪২
গ. ১৯৫৩
ঘ. ১৯৯১
উত্তর: ঘ
৪৫| কোন দশকে ইন্টারনেট প্রটোকলে ব্যবহার শুরু হয়?
ক. পঞ্চাশের দশকে
খ. ষাট-সত্তরের দশকে
গ. ষাট-আশির দশকে
ঘ. একুশ শতকে
উত্তর: খ
৪৬| অ্যাডার মৃত্যুর কত বছর পর অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়?
ক. ৫০ বছর
খ. ৬০ বছর
গ. ১০০ বছর
ঘ. ১১০ বছর
উত্তর: গ
৪৭| একুশ শতকের সম্পদ হলো-
ক. কৃষি
খ. শিল্প-বাণিজ্য
গ. জ্ঞান
ঘ. খনিজ সম্পদ
উত্তর: গ
৪৮| ডিজিটাল বাংলাদেশ বলতে মূলত কী বোঝায়?
ক. কম্পিউটার প্রস্তুত দেশ
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংবলিত আধুনিক বাংলাদেশ
গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এনালগ বাংলাদেশ
ঘ. ডিজিট বাংলাদেশ
উত্তর: খ
৪৯| উইডোজ কী?
ক. হিসাব নিকাশের প্রোগ্রাম
খ. নেটওয়ার্কের আপারেটিং সিস্টেম
গ. কম্পিউটার অপারেটিং সিস্টেম
ঘ. ডেটাবেজ প্রটোকল
উত্তর: গ
৫০| মেইনফ্রেম কম্পিউটার তৈরি করেন কোন প্রতিষ্ঠান?
ক. অ্যাপল
খ. আইবিএম
গ. ইনটেল
ঘ. জেরোক্স
উত্তর: গ

সংগৃহীত

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]