Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2834
০১| নিচের কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?
ক. TCP/IP
খ. POP3
গ. DVD
ঘ. VLSI
উত্তরঃ ক
০২| সিনট্যাক্স ভুল কী?
ক. প্রোগ্রামের লাইন মিসিং
খ. প্রোগ্রামের ব্যাকরণগত ভুল
গ. ভুল প্রোগ্রাম লেখা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
০৩| গোগল এর প্যারেন্ট কোম্পানির নাম কী?
ক. Alphabet Ins
খ. Apple
গ. IBM
ঘ. Yahoo
উত্তরঃ ক
০৪| নিচের কোন অপারেটিং সিস্টেমটি IBM তৈরি করেছে?
ক. OS-2
খ. DOS
গ. UNIX
ঘ. Windows
উত্তরঃ ক
০৫| MS Word কোন মেনুতে থাকে?
ক. File
খ. Tools
গ. Edid
ঘ. View
উত্তরঃ খ
০৬| নিচের কোন প্রটোকলটি ইমেল এ ব্যবহার করা হয়?
ক. SMTP
খ. FTP
গ. SSH
ঘ. POP3
উত্তরঃ ক
০৭| কোনটি কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে করা অপরাধ?
ক. ই-টেন্ডারিং
খ. ই-বুক ডাউনলোড
গ. ফ্রি-ওয়েব হোস্টিং
ঘ. পাইরেসি
উত্তরঃ ঘ
০৮| "SWIFT"টার্মটি ব্যবহার করা হয়?
ক. ব্যাংকে
খ. শেয়ার মার্কেটে
গ. ক্যাপিটাল মার্কেটে
ঘ. সেনাবাহিনিতে
উত্তরঃ ক
০৯| রোবটিট এর সাধারণ বিষয়গুলো কী?
ক. কৃত্রিম বুদ্ধিমত্তা
খ. মনোবিদ্যা
গ. ইঞ্জিনিয়ারিং
ঘ. সবগুলোই
উত্তরঃ ঘ
১০| MS Word এ প্রিন্ট দেওয়ার কমান্ড কী?
ক. Alt+P
খ. Ctrl+P
গ. Fn+P
ঘ. Alt+Print
উত্তরঃ খ
১১| কি-বোর্ড ব্যবহার করে এম এস ওয়ার্ডে কোন ফাইল সেভ করতে হলে যে কমান্ড ব্যবহার করা হয়--
ক. Ctrl + V
খ. Ctrl + A
গ. Ctrl + S
ঘ. Ctrl + C
উত্তরঃ গ
১২| কোনটি অপারেটিং সিস্টেম নয়?
ক. C
খ. DOS
গ. CP/M
ঘ. XENIX
উত্তরঃ ক
১৩| ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
ক. ২৫৬টি
খ. ৪০৯৬টি
গ. ৬৫৫৩৬টি
ঘ. ৪২৯৪৯৬৭২৯৬টি
উত্তরঃ গ
১৪| অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ম্যাকাফি এর জনক কে?
ক. জন নিয়াম্বু
খ. জন ম্যাকাফি
গ. বিল গেটস
ঘ. মার্ক জাকারবার্গ
উত্তরঃ খ
১৫| কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
ক. কন্ট্রোল ইউনিট
খ. সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
গ. গাণিতিক ইউনিট
ঘ. যুক্তি বর্তনী ইউনিট
উত্তরঃ খ
১৬| ই-কমার্স সাইট amazon . com কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৮৮ সালে
গ. ১৯৯৪ সালে
ঘ. ১৯৯৮ সালে
উত্তরঃ গ
১৭| বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম কি?
ক. কম্পিউটার জগৎ
খ. আইটিকম
গ. কম্পিউটার বিচিত্রা
ঘ. কম্পিউটার নিউজ
উত্তরঃ ক
১৮| UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রটিষ্ঠান--
ক. আইবিএম
খ. বেল ল্যাব
গ. মাইক্রোসফট
ঘ. ইনটেল
উত্তরঃ খ
১৯| কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গঠিত-
ক. গ্রহণ মুখ ও নিয়ন্ত্রণ ও অংশের সমন্বয়ে
খ. স্মৃতি ও যুক্তি বর্তনী অংশের সমন্বয়ে
গ. অভ্যন্তরীণ স্মৃতি ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
ঘ. অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
উত্তরঃ ঘ
২০| Wi-Max এর একটি Standard (আদর্শ) রয়েছে যা হলো--
ক. ৮০২.২২
খ. ৮০২.১৬
গ. ৮০২.১১
ঘ. ৮০২.১২
উত্তরঃ খ
২১| বর্তমানে বাংলাদেশে যেটিতে MICR Technology ব্যবহৃত হচ্ছে--
ক. ব্যাংকের চেক বই
খ. বাসের টিকেটে
গ. বিভিন্ন সুপার সপে
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ক
২২| টুইটারকে ইন্টারনেটের কি হিসেবে অবিহিত করা হয়?
ক. এস এম এস
খ. মেইল
গ. ডিভাইস
ঘ. অপারেটিং সিস্টেম
উত্তরঃ ক
২৩| ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব?
ক. নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার
খ. একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার
গ. ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া
ঘ. উপরর কোনোটিই নয়
উত্তরঃ গ
২৪| বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী 'CIH' ভাইরাস কত তারিখে কম্পিউটারে আক্রমণ করে?
ক. ২৬ এপ্রিল, ১৯৯৮
খ. ২৬ মে, ১৯৯৮
গ. ২৬ এপ্রিল, ১৯৯৯
ঘ. ২৬ মে, ১৯৯৯
উত্তরঃ গ
২৫| প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন..
ক. উচ্চতর ভাষায়
খ. প্যাকেজের ভাষায়
গ. মেশিনের ভাষায়
ঘ. এসেম্বলি ভাষায়
উত্তরঃ গ
নোট রমজান
২৬| ফ্লপি ডিস্ক হচ্ছে-
ক. একটি পরিবাহী স্মৃতি
খ. একটি প্রধান স্মৃতি
গ. হার্ডডিস্কের চেয়ে ছোট
ঘ. একটি শুধু গঠন স্মৃতি
উত্তরঃ গ
২৭| ক্যাস্পারস্কি কি?
ক. এক ধরনের কম্পিউটার ভাইরাস
খ. এক ধরনের কম্পিউটার এন্টিভাইরাস
গ. এক ধরনের সিস্টেম সফটওয়্যার
ঘ. এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার
উত্তরঃ খ
২৮| এক কিলোবাইটে বিটের সংখ্যা-
ক. 512 byte
খ. 1000 byte
গ. 1024 byte
ঘ. 1048576 byte
উত্তরঃ গ
২৯| বাতাস থেকে গতিশক্তি উৎপাদনের যন্ত্রের নাম কি?
ক. স'মিল
খ. উইন্ডমিল
গ. উইন্ডমেকার
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ
৩০| 'হার্ডডিস্ক' মাপার একক হল-
ক. মেগাবাইট
খ. গিগাবাইট
গ. কিলোবাইট
ঘ. টেরাবাইট
উত্তরঃ খ
৩১| নিচের কোনটি বহুকার্য নির্বাহক অপারেটিং সিস্টেম নয়?
ক. UNIX
খ. Windows-98
গ. Linux
ঘ. DOS
উত্তরঃ ঘ
৩২| কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
ক. অলিভেট
খ. আইবিএম
গ. এ্যাপেল ম্যাকিনটোশ
ঘ. মাইক্রোসফট
উত্তরঃ ঘ
৩৩| বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার-
ক. ENIAC
খ. EDVAC
গ. UNIVAC
ঘ. IBM
ঙ. None of these
উত্তরঃ ঙ
৩৪| নেটওয়ার্ক সম্প্রসারণ করা ও দুটি ভিন্ন নেটওয়ার্ক এর মধ্যে সংযোগ ঘটাতে কি ব্যবহার করা হয়--
ক. রাউটার
খ. সিডি রোম
গ. ব্লুটুথ
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ক
৩৫| কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়-
ক. মাউস
খ. বাস
গ. স্ক্যানার
ঘ. ইনফরমেশন সুপার হাইওয়ে
উত্তরঃ খ
৩৬| আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে?
ক. বিল গেটস
খ. জন ভন নিউম্যান
গ. এইচ অলসেন
ঘ. ওপরের কেউ নয়
উত্তরঃ ঘ
৩৭| প্যারালাল প্রসেসিং কোথায় ব্যবহৃত হয়--
ক. দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে
খ. প্রথম প্রজন্মের কম্পিউটারে
গ. ক ও খ উভয়ই
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ
৩৮| EDSAC কম্পিউটার-এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরী ব্যবহার হতো?
ক. RAM
খ. ROM
গ. Mercury Delay Lines
ঘ. Registors
উত্তরঃ গ
৩৯| DPI এর পূর্ণরূপ কি?
ক. Dots Per Inch
খ. Docs Per Inch
গ. Dots Proper Inch
ঘ. Docs Proper Inch
উত্তরঃ ক
৪০| HTTP এর পূর্ণরূপ কি?
ক. Hyper Transfer Text Protocol
খ. Hyper Transfer Text Policy
গ. Hyper Text Transfer Protocol
ঘ. Hyper Text Transfer Process
উত্তরঃ গ
৪১| কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-
ক. কেন্দ্রিয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ
খ. হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম অংশ
গ. হার্ডওয়ার ও সফটওয়্যার অংশ
ঘ. সফটওয়্যার কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
উত্তরঃ গ
৪২| 3G বলতে বোঝায়--
ক. Three Group
খ. Third Generation
গ. Third Group
ঘ. None of these
উত্তরঃ খ
৪৩| ক্লাউড কম্পিউটিং এর সেবা দেওয়া হয় কখন থেকে?
ক. ২০০১
খ. ২০০৩
গ. ২০০৫
ঘ. ২০০৭
উত্তরঃ গ
৪৪| প্রথম কম্পিটার প্রোগ্রামার কে?
ক. চার্লস ব্যাবেজ
খ. অ্যাডা আগস্টা
গ. স্টিভ জবস
ঘ. ওপরের কেউ নয়
উত্তরঃ খ
৪৫| Boolean Algebra-এর নিচের কোনটি সঠিক?
ক. A + A¯ = 1
খ. A . A = 1
গ. A + A = 2A
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ ক
৪৬| Mobile Phone- এর কোনটি input device নয়?
ক. Keypad
খ. Touch Screen
গ. Camera
ঘ. Power Supply
উত্তরঃ ঘ
৪৭| সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয়--
ক. হোস্ট
খ. ওয়ার্কস্টেশন
গ. সার্ভার
ঘ. পিসি
উত্তরঃ খ
৪৮| উপাত্ত গ্রহণ ও নির্গমন বাসের নাম-
ক. ইনপুট
খ. আউটপুট
গ. পাওয়ার সাপ্লাই
ঘ. ডেটাবেস
উত্তরঃ ঘ
৪৯| CD পুরো লিখলে কি হয়?
ক. Control Disc
খ. Colour Disc
গ. Compact Disc
ঘ. Computer Disc
উত্তরঃ গ
৫০| কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
ক. ওয়াইম্যাক্স
খ. সি-মস
গ. ব্রডব্যান্ড
ঘ. ব্লু-ট্রুথ
উত্তরঃ ক

সংগৃহীত
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]