Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2498
প্রশ্ন: ঘানার নতুন প্রেসিডেন্ট কে?
উ: আকুফো এদো।
প্রশ্ন: ‘বঙ্গবন্ধু সিলিকন সিটি’ নামে হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছে?
উ: রাজশাহী মহানগরীতে
প্রশ্ন: সম্প্রতি ভ্যাটিকান সিটিতে দূতাবাস চালু করেছে কোন দেশ?
উ: ফিলিস্তিন
প্রশ্ন; ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৭তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উ: সুইজারল্যান্ডের দাভোসে
প্রশ্ন: স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভেঙ্গে কোন দুটি বিভাগ গঠন করা হয়েছে?
উ: জননিরাপত্তা ও সুরক্ষাসেবা
প্রশ্ন: কেপভার্দের রাজধানীর নাম কি?
উত্তর: প্রেইরা
প্রশ্ন: রিবন ইয়োসিমাইট (উচ্চতা ৪৯১ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তর: ক্যালিফোর্নিয়া ।
প্রশ্ন: আপার ইয়োসিমাইট (উচ্চতা ৪৩৫ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তর: ক্যালিফোর্নিয়া ।
প্রশ্ন: কিং জর্জ (উচ্চতা ৪৩৫ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তর: গায়ানা ।
প্রশ্ন: গ্যাভার্নি (উচ্চতা ৪২১ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তর: ফ্রান্স ।
প্রশ্ন: তুগেলা (উচ্চতা ৪১০ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তর: দক্ষিণ আফ্রিকা ।
প্রশ্ন: ভিটিসফোস (উচ্চতা ৩৬৬ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তর: নরওয়ে ।
প্রশ্ন: স্টবাক (উচ্চতা ৩০০মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তর: সুইজারল্যান্ড ।
প্রশ্ন: মিডল কাসকেড (উচ্চতা ২৭৭ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তর: ক্যালিফোনিয়া ।
প্রশ্ন: গারসোপা (উচ্চতা ২৫৩ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তর: ভারত ।
প্রশ্ন: নায়াগ্রা (উচ্চতা ১৬৭ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তর: যুক্তরাষ্ট্র ।
প্রশ্ন: বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি ?
উত্তর: অ্যাঞ্জেল ।
প্রশ্ন: আয়তনে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত কোনটি ?
উত্তর: নায়াগ্রা ।
প্রশ্ন: বিশ্বের গভীরতম খাল কোনটি ?
উত্তর: পানামা খাল ।
প্রশ্ন: ভিক্টোরিয়া জলপ্রপাতটি কোন দেশে ?
উত্তর: জাম্বিয়া ও জিম্বাবুয়ে ।
প্রশ্ন: অ্যাঞ্জেল কোন নদীর জলপ্রপাত ?
উত্তর: রিও কেরনি ।
প্রশ্ন: পানি পতনের দিক থেকে বিশ্বের প্রধান জলপ্রপাত কোনটি ?
উত্তর: গুয়রাইয়া, উচ্চতাঃ ১৩০ ফুট ।
প্রশ্ন: গুয়রাইয়া জলপ্রপাত থেকে গড়ে কি পরিমান পানি পতিত হয় ?
উত্তর: ৪,৭০,০০০ কিউসেক ।
প্রশ্ন: ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে?
উ: পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা
প্রশ্ন: জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কবে দায়িত্ব গ্রহণ করেন?
উ: ১ জানুয়ারি, ২০১৭
প্রশ্ন: হাইতির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে?
উ: জোভেনেল মাইজি।
প্রশ্ন: যুদ্ধাপরাধের দায়ে ফ্রান্সে গ্রেপ্তার কসোভোর সাবেক প্রধানমন্ত্রীর নাম?
উ: রামোস হারডিনাজ
প্রশ্ন: কত দশক পর যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর।
উ: প্রায় পাঁচ দশক
প্রশ্ন: সম্প্রতি জাপান কোন দেশ থেকে সাময়িকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়?
উ: দক্ষিণ কোরিয়া
প্রশ্ন: ‘হেরোরো’ ও ‘নামা’ কি?
উ: নামিবিয়ার আদি জনগোষ্ঠী

প্রশ্ন: যুক্তরাস্ট্র ও মেক্সিকোর মধ্যে সিমান্তরেখা কি?
উত্তর: সনোরা লাইন
প্রশ্ন: বন শহর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: রাইন
প্রশ্ন: জাতিসংঘে বাংলাদেশে চাঁদার হার কত?
উত্তর: ০.০১ শতাংশ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    388 Views
    by sajib
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    246 Views
    by shihab
    0 Replies 
    211 Views
    by shohag
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]