Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2497
প্রশ্ন: ইসরাইলের পার্লামেন্টের নাম কি?
উত্তর: নেসেট
প্রশ্ন: ভূমধ্যসাগরের প্রবেশ দ্বার হলো?
উত্তর: জিব্রাল্টার
প্রশ্ন: বিশ্বের দূর্নীতি বিরোধী দিবস কবে?
উত্তর: ৯ ডিসেম্বর
প্রশ্ন: বিশ্বের প্রস্থতম নদীর নাম কি?
উত্তর: আমাজান
প্রশ্ন: অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার দেয়া হয় কত সালে?
উত্তর: ১৯৫৯ সালে
প্রশ্ন: কোপা(COPA) কোন দেশের বিমান সংস্থা?
উত্তর: পানাম
প্রশ্ন: সম্প্রতি বিশ্বে ছরিয়ে পড়া ভাইরাস এর ভাইরাসের নাম কি?
উত্তর: কোভিড-১৯
প্রশ্ন: IPCC এর পূর্ণরূপ কি?
উত্তর: Inter Governmental on Climate Change
প্রশ্ন: প্যারিস শান্তি চুক্ত হয় কোন কোন দেশের মধ্যে?
উত্তর: মার্কিন যুক্তরাস্ট্র ও ভিয়েতনাম
প্রশ্ন: ভারতে লোকসভা নির্বাচনে রাষ্ট্রপতি কর্তৃত নির্বাচিত আসন কয়টি?
উত্তর: ২টি
প্রশ্ন: ৫১ তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে কবে স্বাক্ষর করে?
উত্তর: ১৫ অক্টোবর ১৯৪৫
প্রশ্নঃ চা পানে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন
প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয়-
উত্তর: ফ্রাঙ্কফুর্ট
প্রশ্নঃ ডুয়িং বিজনেস রিপোর্ট ২০১৬-এর সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি?
উত্তর: ইরিত্রিয়া
প্রশ্নঃ সবচেয়ে বেশি সময় মহাশূন্যে কাটানো নভোচারী কোন দেশের?
উত্তর: রাশিয়া
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) ক্রয় ক্ষমতার ভিত্তিতে জিডিপি’তে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি?
উত্তর: চীন
প্রশ্নঃ বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ কোনটি?
উত্তর: ভূটান
প্রশ্নঃ সবচেয়ে বেশি সময় মহাশূন্যে কাটানো নভোচারী কত সময় মহাশূন্যে অবস্থান করে?
উত্তর: ৮৭৯ দিন
প্রশ্নঃ বিশ্বে সবচেয়ে বেশি লোক বাস করে কোন দেশে?
উত্তর: চীন
প্রশ্ন: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল—
উত্তর: সিপাহী
প্রশ্ন: সনাতন ধর্মের ভিত্তি কী?
উত্তর: বেদ
প্রশ্ন: টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: মণিপুর
প্রশ্ন: স্পেনের জাতীয় নাম কী?
উত্তর: হিসপানিয়া
প্রশ্ন: ফিলিস্তিনে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তর: হিব্রু
প্রশ্ন: কোথায় দ্বীপের সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর: ইন্দোনেশিয়ায়
প্রশ্ন: ইন্টারপোল গঠিত হয় কবে?
উত্তর: ১৯২৩ সালে
প্রশ্ন: তাইওয়ান কত সালে চীনের কাছে জাতিসংঘের সদস্যপদ হারায়?
উত্তর: ১৯৭১ সালে
প্রশ্ন: ‘ভারত ছাড়’ আন্দোলন শুরু করেন কে?
উত্তর: মহাত্মা গান্ধী
প্রশ্ন: ‘The spirit of Islam’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: সৈয়দ আমীর আলী
প্রশ্ন: পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
উত্তর: বৈকাল হ্রদ
প্রশ্ন: সমাজবিজ্ঞান শব্দটির প্রবর্তক কে?
উত্তর: অগাস্ট কোঁৎ
প্রশ্ন: আইএসআই কোন দেশের সামরিক গোয়েন্দা সংস্থা?
উত্তর: পাকিস্তান
প্রশ্ন: ভিওআইপি কী?
উত্তর: ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল
প্রশ্ন: মানবদেহের প্রতিটি দেহকোষে কত জোড়া ক্রোমোজম থাকে?
উত্তর: ২৩ জোড়া
প্রশ্ন: পানির গভীরতা মাপার একক কী?
উত্তর: ফ্যাদম
প্রশ্ন: উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয়?
উত্তর: ফ্যাটি এসিড ও গ্লিসারল
প্রশ্ন: ডুরাল্ড লাইন কি ?
উত্তর: ১৮৯৬ সালে মোটিমার ডুরাল্ড কর্তৃক চিহ্নিত পাকিস্তান ও আফগানিস্তানে সীমা রেখা । পাকিস্তান এ রেখা স্বীকার করে না ।
প্রশ্ন: সুইজারল্যান্ডে ফিফার সভায় বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী দলের সংখ্যা কতটিতে করার প্রস্তাব অনুমোদিত হয়েছে?
উত্তর: ৪৮টিতে
প্রশ্ন: টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড কার?
উত্তর: সাকিব আল হাসানের। নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রান করেন তিনি।
প্রশ্ন: মেজর খালেদস ওয়ার তথ্যচিত্রটির পরিচালক কে?
উত্তর: ব্রিটিশ টিভি সাংবাদিকভানিয়া কেউলি।
প্রশ্ন: সহজে বাণিজ্য করা যায় এমন দেশের এ বছরের তালিকায় বাংলাদেশের অবস্থান?
উত্তর: ১২৩তম।
প্রশ্ন: এডেন শহর কোন দেশে?
উত্তর: ইয়েমেন
প্রশ্ন: ভিক্টোরিয়া ওকাম্পো কে?
উত্তর: আর্জেন্টাইন বুদ্ধিজীবী, লেখক ও সাহিত্য সমালোচক
প্রশ্ন: অভিবাসন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন?
উত্তর: গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)।
প্রশ্ন: নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী?
উত্তর: বিল ইংলিশ।
প্রশ্ন: ‘নোবেল পাওয়ার অনুভূতি চাঁদে দাঁড়ানোর মতো’কে বলেছেন?
উত্তর: বব ডিলান।
প্রশ্ন: বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন কে?
উত্তর: লিও মেসি।
প্রশ্ন: দেশের প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি?
উত্তর: ব্র্যাক অন্বেষা
প্রশ্ন: ভারতের একমাত্র আগ্নেয়গিরির নাম কি?
উত্তর: ব্যারন
প্রশ্ন: ম্যাকমোহন লাইন কী ?
উত্তর:স্যার ম্যাকমোহন কর্তৃক ভারত ও চীনের সীমা রেখা ।
প্রশ্ন: র‍্যাডফ্লিক লাইন কী ?
উত্তর: ১৯৪৭ সালে স্যার র‍্যাডফ্লিক কর্তিক নিরূপিত ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখা ।
প্রশ্ন: ম্যাজিনো লাইন কী ?
উত্তর: ফ্রান্স কর্তিক নির্মিত ফ্রান্স ও জার্মানির সীমান্ত রেখা ।
প্রশ্ন: জিগফ্রিড লাইন কী ?
উত্তর: জার্মান কর্তিক নির্মিত ফ্রান্স ও জার্মানির সীমান্ত রেখা
প্রশ্ন: অডেরসিন লাইন কী ?
উত্তর:দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান ও পোল্যান্ড নির্মিত সীমারেখা ।
প্রশ্ন: ম্যানারহেইম লাইন কী?
উত্তর:রাশিয়া ও ফিনল্যান্ড সীমারেখা ।
প্রশ্ন: ২৪ তম অক্ষরেখা কী?
উত্তর:ভারত ও পাকিস্তানের কাছের সীমারেখা | ভারত এ রেখা মানে না |
প্রশ্ন: ৩৮ তম অক্ষরেখা কী ?
উত্তর: উত্তর ও দক্ষিন কোরিয়ার সীমারেখা |
প্রশ্ন: ৪৯ তম অক্ষরেখা কী ?
উত্তর: যুক্তরাষ্ট ও কানাডার সীমারেখা |
প্রশ্ন: ৭৭ তম অক্ষরেখা কী ?
উত্তর: উত্তর ও দক্ষিন ভিয়েতনামের সীমারেখা | ভিয়েতনাম একত্রিত হওয়ায় এ রেখা এখন নেই |
প্রশ্ন: হিন্ডারবার্গ লাইন কী?
উত্তর: জার্মান ও পোল্যান্ড বিভক্তিকরণ রেখা | ১৯১৭ সালের ১ম বিশ্বযুদ্দের সময় জার্মানরা এ রেখা পর্যন্ত পশ্চাদপসরণ করেছিল |
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]