Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2334
১। বরিশাল জেলা কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
- বরিশাল জেলা প্রতিষ্ঠা লাভ করে ১৭৯৭ সালে।
২। বরিশাল জেলার পুরাতন নাম কী ছিল?
- বরিশাল জেলার পুরাতন নাম ‘চন্দ্রদ্বীপ’।
৩। বরিশাল জেলার মোট আয়তন কত?
- বরিশাল জেলার মোট আয়তন ২,৭৮৪.৫২ বর্গকিলোমিটার।
৪। আয়তনে বরিশাল বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে কততম?
- ২০ তম।
৫। বরিশাল জেলার মোট জনসংখ্যা কত?
- বরিশাল জেলার মোট জনসংখ্যা ২৪,১৪,৭৩০ জন [আদমশুমারি ২০১১]
৬। জনসংখ্যার দিক দিয়ে বরিশাল কততম জেলা?
- ২৩তম।
৭। বরিশাল জেলায় প্রতি বর্গকিলোমিটারে লোক বাস করে কত জন?
- ৮৩৫ জন [আদমশুমারি ২০১১]
৮। বরিশাল জেলায় উপজেলা কয়টি ও কি কি?
- বরিশার জেলায় উপজেলা ১০টি- সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, মেহেন্দিগঞ্জ, মুলাদী, উজিরপুর, হিজলা, আগৈলঝড়া, গৌরনদী ও বানারীপাড়া।
৯। বরিশাল জেলার সর্ববৃহৎ উপজেলা কোনটি?
- বরিশাল জেলার সর্ববৃহৎ উপজেলা হিজলা।
১০। হিজলা উপজেলার আয়তন কত?
- ৫১৫ বর্গকিলোমিটার।
১১। বরিশাল জেলার ক্ষুদ্রতম উপজেলার নাম কী?
- গৌরনদী উপজেলা।
১২। গৌরনদী উপজেলার আয়তন কত?
- ১৫০ বর্গকিলোমিটার।
১৩। বরিশাল জেলায় পৌরসভা কতটি?
- বরিশাল জেলায় পৌরসভা ৬টি।
১৪। বরিশাল জেলায় ইউনিয়ন ও গ্রাম কতটি?
- বরিশাল জেলায় ইউনিয়ন ৮৫টি ও গ্রাম ১,১১৬টি।
১৫। বরিশাল জেলায় সাক্ষরতার হার কত পার্সেন্ট?
- বরিশাল জেলায় স্বাক্ষরতার হার ৬১.২%
১৬। বরিশাল জেলার স্বাক্ষরতা আন্দোলনের নাম কী?
- বরিশার জেরার স্বাক্ষরতা আন্দোলনের নাম ‘প্রদীপ্ত’।
১৭। মুক্তিযুদ্ধের সময় বরিশাল জেলা কত নম্বর সেক্টরের অধীন ছিল?
- ৮ ও ৯নং সেক্টরের অধীনে।
১৮। বরিশাল জেলায় সংসদীয় আসন কতটি?
- ৬টি; আসন নং ১১৯-১২৪।
১৯। ভোলা জেলা প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
- ১৯৮৪ সালে।
২০। ভোলা জেলার পুরাতন নাম কী ছিল?
- শাহবাজপুর।
২১। ভোলা জেলার মোট আয়তন কত?
- ৩,৪০৩.৪৮ বর্গকিলোমিটার।
২২। আয়তনের দিক দিয়ে ভোলা বাংলাদেশের কততম জেলা?
- ১৪তম জেলা।
২৩। ভোলা জেলার মোট জনসংখ্যা কত জন?
- ভোলা জেলার মোট জনসংখ্যা ১৮,৪৬,৩৫২ জন [আদমশুমারি ২০১১]
২৪। জনসংখ্যার দিক থেকে ভোলা বাংলাদেশের কততম জেলা?
- ৩৬তম।
২৫। ভোলা জেলায় প্রতি বর্গকিলোমিটারে লোক বাস করে কতজন?
- ৫২২ জন [আদমশুমারি ২০১১]
২৬। ভোলা জেলায় উপজেলা কতটি ও কি কি?
- ৭টি। যথাঃ সদর, চরফ্যাশন, মনপুরা, লালমোহন, দৌলতখান, তজুমদ্দিন ও বোরহানউদ্দিন।
২৭। ভোলা জেলার সর্ববৃহৎ উপজেলার নাম কী?
- চরফ্যাশন।
২৮। চরফ্যাশন উপজেলার আয়তন কত বর্গকিলোমিটার?
- ১,১০৬ বর্গকিলোমিটার।
২৯। ভোলা জেলার ক্ষুদ্রতম উপজেলার নাম কী?
- বোরহানউদ্দিন।
৩০। বোরহানউদ্দিন উপজেলার আয়তন কত বর্গকিলোমিটার?
- ২৮৪ বর্গকিলোমিটার।
৩১। ভোলা জেলার পৌরসভা কতটি?
- ৫টি।
৩২। ভোলা জেলার ইউনিয়ন ও গ্রাম কতটি?
- ইউনিয়ন ৬৮টি ও গ্রাম ৪৩৮টি।
৩৩। ভোলা জেলায় সাক্ষরতার হার কত পার্সেন্ট?
- ৪৩.২%।
৩৪। ভোলা জেলার সাক্ষরতা আন্দোলনের নাম কী?
- ’পথিকৃৎ’
৩৫। মুক্তিযুদ্ধের সময় ভোলা জেলা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
- ৮ নং সেক্টরের অধীনে।
৩৬। ভোলা জেলার সংসদীয় আসন কতটি?
- ভোলা জেলার সংসদীয় আসন সংখ্যা ৪টি; আসন নং ১১৫-১১৮।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    1 Replies 
    150 Views
    by bdchakriDesk
    0 Replies 
    92 Views
    by bdchakriDesk
    0 Replies 
    629 Views
    by bdchakriDesk
    0 Replies 
    892 Views
    by bdchakriDesk
    0 Replies 
    57 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]