Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2266
জাতিসংঘের বিশেষ সংস্থা: পর্ব ১
বিশ্বব্যাংক (WB - World Bank)
পাঁচটি অঙ্গসংগঠনের সমন্বয়ে WB (World Bank) গঠিত হয় ১৯৪৫ সালে, যা ১৯৪৬ সাল থেকে কার্যক্রম শুরু করে। অঙ্গ সংগঠনগুলো হলো - ১. IBRD ২. IDA ৩. IFC ৪. ICSID ৫. MIGA.
IBRD (International Bank for Reconstruction and Development): সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। সদস্য সংখ্যা ১৮৯। সর্বশেষ সদস্য নাওরু। IBRD-কেই মূলত বিশ্বব্যাংক বলা হয়। বিশ্বব্যাংক তথা IBRD -এর বর্তমান প্রেসিডেন্ট ডেভিট রবার্ট ম্যালপ্যাস। IBRD মধ্য আয়ের দেশগুলোকে ঋণ প্রদান করে ও উপদেষ্টা হিসেবে কাজ করে থাকে।
IDA (International Development Association): সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। IDA বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোকে সহজ শর্তে বিনাসুদে দীর্ঘমেয়াদি ঋণ দিয়ে থাকে। এজন্য IDA - কে ‘Soft Loan Window’ বলা হয়।
IFC (International Finance Corporation): সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। ব্যাক্তিমালিকানাধীন খাতের উন্নয়ন সাধনে এটি ঋণ প্রদান করে।
MIGA (Multilateral Investment Guarantee Agency): সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে। বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে মধ্যস্থতাকারী এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে।
World Bank = IBRD + IDA
World Bank Group = IBRD+IDA+IFC+MIGA+ICSID
 বিশ্ব ডাক ইউনিয়ন (UPU)
পূর্ণ রূপ: Universal Postal Union.
প্রতিষ্ঠা: ৯ অক্টোবর ১৮৭৪।
সদস্য: ১৯২।
সদর দপ্তর: সুইজারল্যান্ডের বার্নে।
বিশ্ব ডাক দিবস: ৯ অক্টোবর।
বাংলাদেশ UPU -এর সদস্যপদ লাভ করে ১৯৭৩ সালে।
 আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (ITU)
পূর্ণরূপ: International Telecommunication Union.
প্রতিষ্ঠাকাল: ১৭ মে ১৮৬৫। ১৯৫০, পূর্বসূরি সংস্থা IMO (1863)।
সদস্য: ১৯৩।
সদর দপ্তর: জেনেভা।
মহাসচিব: চীনের হাওলিন ঝাও।
বিশ্ব টেলিযোগাযোগ দিবস- ১৭ মে।
বাংলাদেশ ITU - এর সদস্যপদ লাভ করে ১৯৭৩ সালে।
 আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)
পূর্ণরূপ: International Civil Aviation Organization.
প্রতিষ্ঠা: ১৯৪৭।
সদস্য: ১৯৩।
সদর দপ্তর: মনট্রিল, কানাডা।
বাংলাদেশ ICAO- এর সদস্যপদ লাভ করে ১৯৭৩ সালে।
 আন্তর্জাতিক নৌচলাচল সংস্থা (IMO)
পূর্ণরূপ: International Maritime Organization.
প্রতিষ্ঠা: ১৯৪৮।
সদস্য: ১৭৪।
সদর দপ্তর: লন্ডন।
 আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা (IFAD)
পূর্ণরূপ: International Fund for Agricultural Development.
প্রতিষ্ঠা: ১৯৭৭।
সদস্য: ১৭৬।
সদর দপ্তর: রোম, ইতালি।
 বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)
পূর্ণরূপ: World Meteorological Organization.
সদস্য: ১৯১।
সদর দপ্তর: জেনেভা।
প্রতিষ্ঠাকাল: ১৯৫০, পূর্বসূরি সংস্থা IMO (1873)।
 আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি (IAEA)
পূর্ণরূপ: International Atomic Energy Agency.
প্রতিষ্ঠা: ১৯৫৭।
সদস্য: ১৭১।
সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়।
 জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO)
পূর্ণরূপ: United Nations Industrial Development Organization.
প্রতিষ্ঠা: ১৯৬৬।
সদস্য: ১৭০।
সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
 বিশ্ব মেধা সংক্রান্ত সম্পদ সংস্থা (WIPO)
পূর্ণরূপ: World Intellectual Property Organization.
প্রতিষ্ঠা: ১৯৬৭।
সদস্য: ১৯২।
সদর দপ্তর: জেনেভা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]