Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#2260
৪১তম বিসিএস প্রিলিমিনারি মডেল টেস্ট - ০2: পার্ট ০2

আন্তর্জাাতিক বিষয়াবলি--------২০
১০১. দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থার নাম কী?
- ইয়োনহ্যাপ
১০২. কোন ঘটনাটি আগে ঘটেছিল?
- রাশিয়ার বলশেভিক বিপ্লব
১০৩. চীনের মুসলিম অধ্যুষিত প্রদেশটি হচ্ছে-
- জিনজিয়াং
১০৪. জাতিসংঘ ঘোষিত ‘শান্তি দিবস’ পালিত হয়-
- ২১ সেপ্টেম্বর
১০৫. ভারত ন্যাটোর ছায়ায় চলে আসে যে চুক্তির মাধ্যমে-
- COMCOSA
১০৬. লিবিয়ায় যৌথবাহিনী পরিচালিত সামরিক অভিযানের নাম কী?
- অপারেশন ওডেসি ডন
১০৭. গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF)-এর সদরদপ্তর-
- দক্ষিণ কোরিয়া
১০৮. সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক-
- মালদ্বীপ
১০৯. বিশ্বে ইলিশ আছে এমন দেশের সংখ্যা -
- ১১টি
১১০. কোন মার্কিন প্রেসিডেন্ট সর্বাধিকবার বিলে ভেটো দেন?
- ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
১১১. জাতিসংঘের কোন মহাসচিব শান্তিতে (মরণোত্তর) নোবেল পুরস্কার পেয়েছেন?
- দ্যাগ হ্যামারশোল্ড
১১২. ‘কুবে প্যালেস’ কোন দেশের সরকারের সচিবালয়?
- মিসর
১১৩. 21st Century Maritime Silk Route Economic Belt- এর সাথে জড়িত সিল্ক রোডের ইতিহাস -
- ২০০০ বছরের
১১৪. ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ‘ইউরো’ চালু করতে বাধ্য নয়?
- ডেনমার্ক ও যুক্তরাজ্য
১১৫. বিশ্বের শীর্ষ বিজ্ঞান জার্নাল -
- নেচার প্লান্ট
১১৬. কোন দেশ সবচেয়ে বেশিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়?
- জাপান
১১৭. যে শহরটি আফগানিস্তানের মধ্যে অবস্থিত নয় -
- কোয়েটা
১১৮. দক্ষিণ এশিয়ায় শিক্ষার হার ও মাথাপিছু আয় সবচেয়ে বেশি -
- মালদ্বীপ
১১৯. ইরিত্রিয়ার রাজধানীর নাম -
- আসমারা
১২০. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী বাহিনী প্রেরণে ১ম, ২য় ও ৩য় দেশ যথাক্রমে -
- ইথিওপিয়া, বাংলাদেশ, রুয়ান্ডা

ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ----------- ১০

১২১. দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের নিচে তলিয়ে থাকা সদ্য আবিষ্কৃত অষ্টম মহাদেশ -
- নিউজিল্যান্ডিয়া
১২২. নিচের কোনটি জলবায়ুর নিয়ামক নয়?
- উচ্চতা
১২৩. প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে?
- কমিউনিটি পর্যায়ে
১২৪. ভূমিধ্বস সবচেয়ে বেশি সংঘটিত হয় -
- বান্দরবান ও রাঙ্গামাটি জেলায়
১২৫. সর্বপ্রথম নির্বাচিত প্রতিনিধিগণ পরিবেশ নিয়ে আলোচনার জন্য মিলিত হয়েছিল -
- জার্মানিতে
১২৬. দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ অনুযায়ী নদী ও সমুদ্রবন্দরের জন্য সতর্কতা সংকেত যথাক্রমে -
- ৪টি ও ১১টি
১২৭. আফ্রিকার নিরক্ষীয় নিবিড় অরণ্যে বাস করে -
- গরিলা
১২৮. নেপালে তীব্র ভূমিকম্পের জোরে বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ ‘মাউন্ট এভারেস্ট’ পূর্বের অবস্থান থেকে দক্ষিণ-পশ্চিমে সরে গিয়েছে -
- ৩ সেন্টিমিটার
১২৯. ইতালি ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটি -
- উপদ্বীপ
১৩০. রুপালি ইলিশ ডিম ছাড়ার জন্য পানিতে লবণাক্ততার মাত্রা কত শতাংশের মধ্যে সীমাবদ্ধ?
- ১-২৬%

সাধারণ বিজ্ঞান -------১৫

১৩১. উদ্ভিদকোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে -
- প্রস্বেদন
১৩২. জলভাগের পরিমাণ বেশি-
- দক্ষিণ গোলার্ধে
১৩৩. কৃষিজমিতে চুন ব্যবহার করা হয় কেন?
- মাটির অম্লতা হ্রাসের জন্য
১৩৪. কোনটি জৈব অম্ল?
- এসিটিক এসিড
১৩৫. ভিটামিন বি১-এর অপর নাম-
- থায়ামিন
১৩৬. ‘স্যাফির সিম্পসনের স্কেল’ কী পরিমাপের জন্য ব্যবহার করা হয়?
- ঘূর্ণিঝড়ের তীব্রতা
১৩৭. মোবাইল টেলিফোনের মধ্য দিয়ে প্রবাহিত হয় -
- চৌম্বক শক্তি
১৩৮. IUCN-এর কাজ হলো বিশ্বব্যাপী-
- প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
১৩৯. বেতার ও টিভির মধ্যে সিগন্যাল ডিটেক্টর হিসেবে ব্যবহৃত হয় -
- ডায়োড
১৪০. শব্দের উৎপত্তির কারণ -
- বস্তুর কম্পন
১৪১. ‘Sylyiculture’ হলো -
- পুষ্পবিদ্যা
১৪২. ‘বাসন্তী’ হলো একটি উন্নত জাতের -
- চীনাবাদাম
১৪৩. পারস্পরিক আবেশ নীতির ভিত্তিতে কাজ করে -
- ট্রান্সফর্মার
১৪৪. সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে কী অনুসরণ করতে হবে?
- সমুদ্রস্রোত
১৪৫. সূর্যের দক্ষিণ অয়নান্ত ঘটে -
- ২২ ডিসেম্বর

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ------ ১৫

১৪৬. কম্পিউটারের সর্বোচ্চ ক্ষমতা ক?
- প্রোগ্রামিং করা
১৪৭. কোন যন্ত্রটি দিয়ে ২০ জন মানুষের একসাথে ডেস্ক ক্যালকুলেটর দিয়ে কাজ করার সমান গতিতে কাজ করা যেত?
- মার্ক-১
১৪৮. যে কম্পিউটারের অপর নাম ‘ওয়ার্কস্টেশন’ -
- সুপার কম্পিউটার
১৪৯. মাদারবোর্ডের অত্যাবশ্যকীয় অংশ -
- সহায়ক চিপসেট
১৫০. OMR -এর কাজের ধরন কোনটির মতো?
- প্রিন্টারের মতো
১৫১. Ok এবং Cancel অথবা Close বোতাম কোথায় থাকে?
- ডায়ালগ বক্সে
১৫২. কোনটি অপারেটিং সেস্টেম নয়?
- C
১৫৩. এন্টার ব্যবহৃত হয় -
- কার্সরকে এক লাইন নিচে নামাতে
১৫৪. জটিল হিসাবের জন্য কোনটির ওপর নির্ভর করা যায় না?
- ক্যালকুলেটর
১৫৫. ডাটাবেজ ম্যানেজমেন্ট বলতে বোঝায় -
- ডাটা এন্ট্রি করা
১৫৬. নিচের কোনটি ইনপুট ডিভাইস?
- OMR
১৫৭. অনলাইনভিত্তিক বিক্রয়ের সাইটকে কী বলে?
- ই-কমার্স
১৫৮. ইন্টারনেটভিত্তিক অপরাধকে কী বলে?
- সাইবার অপরাধ
১৫৯. এক জীবের কোষ থেকে DNA অংশ অন্য জীবে স্থানান্তর করাকে বলা হয় -
- রিকম্বিনেট DNA প্রযুক্তি
১৬০. ৩০ সেপ্টেম্বর, ২০১২ তারিখে রামুতে সংঘটিত ঘটনার দায়ী ছিল -
- সাইবার অপরাধী

গাণিতিক যুক্তি -----------------১৫

১৬১. ৩, ৫, ৯, ১৭, ৩৩, ৬৫, ……….. ধারাটির পরবর্তী সংখ্যা কত?
- ১২৯
১৬২. ৬৩ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭:২। ঐ মিশ্রণে এসিড ও পানির পরিমাণ কত?
- ৪৯ লিটার : ১৪ লিটার
১৬৩. log2√5 400=x -এর মান কত?
- 4
১৬৪. x - y = 3 হলে, x³ - y³ - 9x = কত?
- 27
১৬৫. x² - 5x + 6 > 0 অসমতাটির সমাধান কর।
- ( - æ, 2) U (3, + æ)
১৬৬. x² - y² - 2x + 1 এর একটি উৎপাদক-
- x - y - 1
১৬৭. একটি বৃত্তের ব্যাসার্থ শতকরা ৫০% বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে -
- ১২৫%
১৬৮. O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে OD, AB জ্যায়ের ওপর লম্ব। AD=3 সেন্টিমিটার হলে, AB কত?
- ৬ সেন্টিমিটার
১৬৯. যে বৃত্তের ব্যাস ১৪ মিটার তার ক্ষেত্রের ক্ষেত্রফল আসন্ন বর্গমিটারে -
- ১৫৪ বর্গমিটার
১৭০. বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে আসলের দ্বিগুণ হবে?
- ১০ বছর
১৭১. যদি x>0, y>0 এবং x/1 > 1/x হয়, তবে x এবং y-এর মধ্যে কী সম্পর্ক?
- x>y, x<y, x=y
১৭২. একটি সরলরেখার ওপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের ওপর অঙ্কিত বর্গের কত গুণ?
- চারগুণ
১৭৩. বার্ষিক ৫ ১/২% হার সুদে কত সময়ে ৭০০ টাকার সুদ ৩০৮ টাকা হবে?
- ৮ বছরে
১৭৪. ‘AMERICA’ শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবারে ৩টি বর্ণ নিয়ে গঠিত ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে?
- ১০৫
১৭৫. দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে দুইটি ছক্কায়ই ছয় ওঠার সম্ভাবনা কত?
- ১/৩৬

মানসিক দক্ষতা ------------১৫
১৭৬. চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা -
- ১৫
১৭৭. কোনটি বেমানান?
- ইনানী
১৭৮. আয়নার মধ্যে একটি এনালগ ঘড়ির সময় ৭ : ২৫ দেখাচ্ছে। প্রকৃতপক্ষে কয়টা বাজে?
- ৪:৩৫
১৭৯. যদি ax + by = 12ay হয় এবং ay#0 হয় তবে x/y + b/a=?
- 12
১৮০. ইংরেজি শব্দ Elephannt এ এমন দুটি অক্ষর আছে যে এই শব্দে অক্ষর দুটির মাঝখানে যতগুলো অক্ষর রয়েছে, ইংরেজি বর্ণমালায় ঐ দুটি অক্ষরের মধ্যেও ঠিক ততগুলো অক্ষর আছে। ইংরেজি বর্ণমালার ক্রমানুযায়ী অক্ষর দুটির প্রথমটি কোনটি?
- P
১৮১. একটি বৃত্তস্থ চতুর্ভুজের ভেতরের চারটি বৃত্তাংশস্থিত কোণের মোট পরিমাণ -
- ৪ সমকোণ
১৮২. .০১ কোন সংখ্যার ২ ১/২%?
- ২/৫
১৮৩. ২০/২১ এর মধ্যে ২/৭ কত বার আছে?
- ৩ ১/৩ বার
১৮৫. Baby : Mother: :Symphony :
- Composer
১৮৬. কোনটি শুদ্ধ বানান?
- দধীচি
১৮৭. The correct spelling is:
- Surveillance
১৮৮. ক্যান্সার সম্পর্কিত অধ্যয়নকে বলা হয় -
- Oncology
১৮৯. 4x + 2y = 20 সমীকরণটির কতটি সমাধান আছে?
- অসীম সংখ্যক
১৯০. ১২ বাহুবিশিষ্ট একটি সুষম বহুভুজে মোট কর্ণ আছে-
- ৫৪টি
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ------১০
১৯১. আইনের অনুশাসন বলতে প্রধানত দুটি ধারাকে বুঝায়। একটি হলো - আইনের প্রাধান্য। অপরটি কী?
- আইনের দৃষ্টিতে সাম্য
১৯২. নাগরিকের কর্তব্যের মধ্যে পড়ে না -
- স্বাধীনভাবে চলাফেরা করা
১৯৩. ‘মার্কিন যুক্তরাষ্ট্রে কোন রাষ্ট্রপতি দুই মেয়াদের বেশি নির্বাচিত হতে পারেন না।’ - এর ফলে মার্কিন সমাজে কোনটি গড়ে ওঠবে না?
- কর্তৃত্বমূলক ক্ষমতা কাঠামো
১৯৪. বর্তমান যুব সমাজ ধ্বংসের মূল হাতিয়ার কী?
- অপসংস্কৃতি
১৯৫. অপরাধ তত্ত্ব মতে, অপরাধ ঘটার ক্ষেত্রে কারণ নয়-
- রাষ্ট্রযন্ত্রের সঠিক ব্যবস্থাপনা
১৯৬. কোনটি মূল্যবোধের চালিকাশক্তি?
- সংস্কৃতি
১৯৭. নাগরিকদের জন্য আশা-আকাঙ্ক্ষার প্রতীক কোনটি?
- সংবিধান
১৯৮. মূল্যবোধ শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান নয় কোনটি?
- জাতীয় সংসদ
১৯৯. যে দেশে সুশাসন কাঠামো যত মজবুত, সেখানে-
- সমৃদ্ধি তত বেশি
২০০. বর্তমানে মানুষের বিবেক ও সৃজনশীল মানসিকতায় কী লক্ষ করা যাচ্ছে?
- বিপ্লবমুখী প্রবণতা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5766 Views
    by bdchakriDesk
    0 Replies 
    37 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1448 Views
    by sajib
    0 Replies 
    1017 Views
    by kajol
    0 Replies 
    1069 Views
    by tamim

    শিংলাব বালিকা দাখিল মাদরাসা, ডাকঘর: কলাপাটুয়া, উপ[…]

    রহমত আলী মিয়াজী উচ্চ বিদ্যালয়, গ্রাম: হলদিয়া, প[…]

    প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়, পোঃ ধানুয়া, […]

    উচ্চ বেতনে প্রাইভেট কোম্পানীর অফিসিয়াল কাজে সহযোগ[…]