Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#2158
💠৪১ তম বিসিএস প্রস্তুতি
🎯বাংলা সাহিত্য

1। 'চোখের বালি' উপন্যাসটি কোন ধরনের উপন্যাস?
ক. ইতিহাস আশ্রয়ী
👉 খ. দ্বন্দ্বমূলক
গ. রাজনৈতিক
ঘ. সমস্যামূলক
2। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন?
ক. এজরা পাউন্ড
খ. টি এস ইলিয়ট
👉গ. ডবলিউ. বি. ইয়েটস
ঘ. কীটস
3। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
ক. সোনার তরী
খ. সেঁজুতি
গ. ক্ষণিকা
👉ঘ. ফাল্গুনী
4। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-
👉 ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বিষ্ণু দে
গ. সুধীন্দ্রনাথ দত্ত
ঘ. বুদ্ধদেব বসু
5। ‘শেষের কবিতা’ কোন ধরনের সাহিত্যকর্ম?
ক. কবিতার নাম
খ. গল্প সংকলনের নাম
👉গ. উপন্যাসের নাম
ঘ. কাব্য সংকলনের নাম
6। খেয়া রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
👉 ক. কাব্য
খ. ছোটগল্প
গ. প্রহসন
ঘ. নাটক
7। পদাবলী’ লিখেছেন-
👉ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. কায়কোবাদ
8। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?
ক. খুলনা দক্ষিণ ডিহি
খ. যশোরের কেশবপুর
গ. ছোটনাগপুর মালভূমি
👉ঘ. খুলনার পিঠাভোগ গ্রাম
9। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি?
👉ক. ২২ শে শ্রাবণ
খ. ২৩ শে শ্রাবণ
গ. ২৪ শে শ্রাবণ
ঘ. ২৫ শে শ্রাবণ
10। পারিবারিকভাবে ঐতিহ্যসূত্রে রবীন্দ্রনাথ কোন ধর্মের অনুসারী ছিলেন?
ক. হিন্দু ধর্ম
👉খ. ব্রাহ্ম ধর্ম
গ. সনাতন ধর্ম
ঘ. বৈষ্ণব ধর্ম
11। রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাসরে প্রধান দুটি চরিত্রের নাম-
ক. নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
👉খ. মহেন্দ্র ও বিনোদিনী
গ. সুরেশ ও অচলা
ঘ. মধুসূদন ও কুমুদিনী
12। ‘সবুজের অভিযান’ রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত?
ক. ক্ষণিকা
👉খ. বলাকা
গ. কণিকা
ঘ. বীথিকা
13। আমি এ কথা, এ ব্যাথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।' -রবীন্দ্রনাথের এ গানে "নিছনি" কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অপনোদন অর্থে
👉খ. পূজা অর্থে
গ. বিলানো অর্থে
ঘ. উপহার অর্থে
14। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘শেষের কবিতা’ হচ্ছে-
ক. একটি বিয়োগান্তক কবিতা
খ. একটি মিলাত্বক উপন্যাস
👉 গ. একটি রোমান্টিক উপন্যাস
ঘ. একটি রম্য রচনা
15। কোন আধুনিক কবি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেন?
ক. মাইকেল মধুসূদন দত্ত
👉খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. অতুল প্রসাদ সেন
ঘ. জীবনানন্দ দাশ
16। কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
ক. সোনার তরী
খ. রক্তকরবী
👉 গ. রাজবন্দীর জবানবন্দী
ঘ. চোখের বালি
17। 'আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর'- কোন কবিতার চরণ?
ক. হিং টিং ছট
খ. প্রিয়তমাষু
👉 গ. নির্ঝরের স্বপ্নভঙ্গ
ঘ. আজি সৃষ্টি সুখের উল্লাসে
18। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি
ক. গীতাঞ্জলি
খ. বলাকা
👉 গ. বনফুল
ঘ. পূরবী
19। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
👉 ক. অগ্নিবীণা
খ. সোনার তরী
গ. চিত্রা
ঘ. বলাকা
20। কোনটি রবীন্দ্রনাথের সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ?
ক. সাহিত্য
খ. সাহিত্যের স্বরূপ
গ. সাহিত্যের পথে
👉ঘ. তিনটিই
21। 'নৌকাডুবি' রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
ক. কাব্য
খ. নাটক
গ. ছোটগল্প
👉 ঘ. উপন্যাস
22। রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেন-
ক. ১৯১৩
খ. ১৯১৫
গ. ১৯১৭
👉ঘ. ১৯১৯
23। ‘দুর্দিনের যাত্রী’ গ্রন্থের রচয়িতা কে?
👉 ক. কাজী নজরুল ইসলাম
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. আবুল ফজল
ঘ. আবুল মনসুর আহমদে
24। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছেন-
👉 ক. সঞ্চিতা
খ. ব্যাথার দান
গ. বিষের বাঁশি
ঘ. রাজবন্দীর জবানবন্দী
25। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা কনোটি?
👉 ক. ব্যথার দান
খ. বসন্ত প্রয়াণ
গ. ধান কন্যা
ঘ. শেষ খেলা
26। নিচের কোনটি কাজী নজরুলের কাব্যানুবাদ?
ক. রুবাইয়াৎ-ই-মজলিস
খ. রুবাইয়াৎ-ই-জাকির
👉গ. রুবাইয়াৎ-ই-হাফিজ
ঘ. রুবাইয়াৎ-ই-মোসলেম
27। কোনটি নজরুলের রচনা?
ক. শিশু ভোলানাথ
খ. লীলাবতী
👉 গ. চোখের ছাতক
ঘ. বালুচর
28। “বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কতযামিনী” এই কবিতাংশটুকুর কবি কে?
ক. বেনজীর আহমেদ
👉 খ. কাজী নজরুল ইসলাম
গ. জীবনান্দ দাস
ঘ. শামসুর রহমান
29। ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রী প্রদান করে-
ক. ১৯৭৫ সালে
👉খ. ১৯৭৪ সালে
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৭৬ সালে
30। কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালে সেনাবাহিনীর কোন পল্টনে যোগদান করেন?
ক. ৪৮ নং বাঙালি পল্টন
👉খ. ৪৯ নং বাঙালি পল্টন
গ. ৪৮ নং পূর্বাঞ্চল পল্টন
ঘ. ৪৯ নং উর্দু পল্টন
31। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়?
ক. অগ্নিবীণা
খ. বিষের বাঁশী
গ. সাম্যবাদী
👉 ঘ. মৃত্যুক্ষুধা
32। কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
ক. বিদ্রোহী
👉 খ. আনন্দময়ীর আগমনে
গ. কাণ্ডারী হুশিয়ার
ঘ. অগ্রপথিক
33। কাজী নজরুল ইসলামের 'মহররম' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
👉 ক. অগ্নিবীণা
খ. ছায়ানট
গ. মালঞ্চ
ঘ. বুলবুল
34। কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?
ক. আজিমপুরের কবরস্থানে
খ. মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
গ. বনানীতে
👉ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে
35। কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়?
ক. যুক্তরাজ্য
👉খ. কানাডা
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ভারত
36। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
ক. রাজবন্দীর জবানবন্দী
👉 খ. ব্যথার দান
গ. অগ্নিবীণা
ঘ. নবযুগ
37। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়?
ক. অগ্নিবীণা
খ. দোলচাঁপা
গ. চক্রবাক
👉 ঘ. বলাকা
38। নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্য
ক. শেষের কবিতা
খ. দিবারাত্রির কাব্য
👉 গ. দোলনচাঁপা
ঘ. বাংলার কাব্য
39। 'সঞ্চিতা' কাব্যগ্রন্থ কোন কবি লিখেছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
👉খ. কাজী নজরুল ইসলাম
গ. জীবনান্দ দাস
ঘ. শামসুর রহমান
40। নজরুলের 'ব্যথার দান' কবে প্রকাশিত হয়?
👉 ক. ১৯২২ সালে
খ. ১৯২৫ সালে
গ. ১৯৩০ সালে
ঘ. ১৯৩২ সালে
41। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের বই কোনটি?
ক. অগ্নিবীণা
খ. মৃত্যুক্ষুধা
👉 গ. বুলবুল
ঘ. ঝিঙেফুল
42। কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
ক. অগ্নিবীণা
খ. ফণিমনসা
👉 গ. সর্বহারা
ঘ. ছায়ানট
43। কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
ক. বিদ্রোহী
খ. প্রলয়োল্লাস
👉 গ. আনন্দময়ীর আগমনে
ঘ. নারী
44। বাঁধনহারা পত্রোপন্যাসটিতে কয়টি পত্র অন্তর্ভুক্ত করা হয়েছে।
ক.১২টি
খ.১৩টি
গ. ১৫টি
👉 ঘ.১৮টি
45। ’সব্যসাচী’ নিচের কোনটির অন্তর্ভুক্ত?
ক. বিষের বাঁশি
খ. সর্বহারা
👉 গ. ফণিমনসা
ঘ. জিঞ্জির
46। ’জীবন বন্দনা’ নিচের কোনটির অন্তর্ভুক্ত?
ক. সাম্যবাদী
খ. বিষের বাঁশি
গ. জিঞ্জির
👉ঘ. সন্ধ্যা
47। মরুভাস্কর’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ?
👉 ক. জীবনীগ্রন্থ
খ. কাব্যগ্রন্থ
গ. গল্পগ্রন্থ
ঘ. কোনোটিই নয়
48। বাংলাদেশের বর্তমান রণ সংগীত কত সালে মন্ত্রিসভায় রণ সংগীত হিসেবে নির্বাচিত হয়?
ক.১৯৭১
খ. ১৯৭২
গ.১৯৭৩
👉ঘ.‘৯৯৭৪
49। ’ধূমকেতু’ কোন ধরনের গ্রন্থ?
ক. গল্পগ্রন্থ
👉 খ. প্রবন্ধ গ্রন্থ
গ. জীবনীগ্রন্থ
ঘ. প্রহসন
50। কাজী নজরুল ইসলাম’ সর্বহারা’ কাকে উৎসর্গ করেছিলেন?
ক. বারীন্দ্রকুমার ঘোষকে
👉 খ. বিরজা সুন্দরী দেবীকে
গ. চিত্তরঞ্জন দাসকে
ঘ. বীর বাদলকে
51। ’বিষের বাঁশি’ গ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেছিলেন?
ক. বারীন্দ্রকুমার ঘোষ
খ. বিরজা সুন্দরী দেবী
গ. চিত্তরঞ্জন দাস
👉 ঘ. মোসাম্মদ মাসুদা খাতুন
52। পাত্র-পাত্রী’ কোন ধরনের গ্রন্থ?
ক. ছোট গল্প
👉খ. প্রেমের গল্প
গ. সামাজিক গল্প
ঘ. অতিপ্রাকৃত গল্প
53। কর্মফল’ কোন ধরনের গ্রন্থ?
ক. ছোট গল্প
খ. প্রেমের গল্প
👉 গ. সামাজিক গল্প
ঘ. অতিপ্রাকৃত গল্প
54। রবীন্দ্রনাথ ঠাকুরের’ মুক্তধারা’ কোন ধরনের নাটক?
ক. কাব্যনাট্য
খ. গীতিনাট্য
গ. সামাজিক নাটক
👉ঘ. সাংকেতিক নাটক
55। ’বসন্ত’ কোন ধরনের নাটক?
ক. কাব্যনাট্য
👉 খ. গীতিনাট্য
গ. সামাজিক নাটক
ঘ. সাংকেতিক নাটক
56। ’বসন্ত’ কোন ধরনের নাটক?
ক. কাব্যনাট্য
খ. গীতিনাট্য
👉গ. সামাজিক নাটক
ঘ. সাংকেতিক নাটক
57। বিসর্জন নাটকটি কোন ছন্দে রচিত?
ক. মাত্রাবৃত্ত
খ. অক্ষরবৃত্ত
👉 গ. অমিত্রাক্ষর
ঘ. গদ্যছন্দ
58। গোরা’ রচনা করা হয়-
👉 ক. বঙ্গভঙ্গ নিয়ে
খ. স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে
গ. ব্রিটিশ ভারতের রাজনীতিতে ধীরে
ঘ. কোনোটিই নয়
59। ঘরে বাইরে’ রচিত হয়-
ক. বঙ্গভঙ্গ নিয়ে
খ. স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে
👉গ. ব্রিটিশ ভারতের রাজনীতিতে ধীরে
ঘ. কোনোটিই নয়
60। চোখের বালি’ কোন ধরনের উপন্যাস?
ক. রাজনৈতিক উপন্যাস
খ. বিশ্লেষণধর্মী উপন্যাস
গ. ঐতিহাসিক উপন্যাস
👉 ঘ. মনস্তাত্ত্বিক উপন্যাস
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    501 Views
    by mousumi
    0 Replies 
    2022 Views
    by romen
    0 Replies 
    318 Views
    by raihan
    0 Replies 
    1326 Views
    by mousumi
    0 Replies 
    1266 Views
    by sajib

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]