Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#2098
১০ম বি. সি. এস এর প্রশ্নোত্তর ও ব্যাখ্য

১. নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদহরণ হলো--
- সূর্য
ব্যাখ্যাঃ যে শক্তি ব্যবহারের ফলে স্বল্প সময়ের নিঃশেষ হয়ে যায় কিন্তু দীর্ঘ মেয়াদী পরিসরে প্রাকৃতিকভাবে তা প্রতিস্থাপিত হয়, তাকে নবায়নযোগ্য জ্বালানি বলে, যেমনঃ সৌর শক্তি।
২. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ-
- উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
৩. যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায়, সেগুলো হলো--
- লাল, নীল, সবুজ
ব্যাখ্যাঃ তিনটি রঙ আছে যাদেরকে পরিমাণ মতো মিশিয়ে অপর যে কোন রঙ তৈরি করা যেতে পারে। এই তিনটি রঙ হচ্ছে; লাল, সবুজ, ও নীল(আসমানী)। এদেরকে মৌলিক বর্ণ বলে।
৪. মাছ অক্সিজেন নেয়-
- পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে
ব্যাখ্যাঃ পানিতে অক্সিজেন দ্রবীভূত থাকে। মাছ ফুলকার সাহায্যে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায়।
৫. কঁচুশাক মূল্যবান যে উপাদানের জন্য তা হলো-
- লৌহ
৬. সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসাবে থাকে---
- কার্বন দণ্ড ও দস্তার কৌটা
ব্যাখ্যাঃ সাধারণ ড্রাইসেলে কার্বন দণ্ড ধনাত্বক পাত এবং দস্তার কৌটা ঋনাত্বক পাত হিসাবে ব্যবহৃত হয়। কার্বন দণ্ডের চারপাশে থাকে কার্বন গুড়ো এবং ম্যাঙ্গানিজ অক্সাইড। ম্যাঙ্গানিজ অক্সাইড ছদন নিবারক হিসাবে কাজ করে। দস্তার কৌটা এবং কার্বন গুড়ো ও ম্যাঙ্গানিজ অক্সাইডের মাঝে অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘন পেস্ট থাকে যা বিদ্যুৎ উত্তেজক হিসাবে কাজ করে।
৭. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইভোল্টেজ ব্যবহার করার কারণ--
- এতে বিদ্যুৎ-এর অপচয় কম হয়
ব্যাখ্যাঃ বিদ্যুৎ পরিবহনে যে তার ব্যবহৃত হয় তার রোধ আছে। রোধের কারণে তড়িৎ প্রবাহের সময় তড়িৎ শক্তি বাপ শক্তি হিসেবে অপচয় হয়। দূরত্ব যত বেশি হয়, অপচয়ও তত বেশি হয়। সেজন্য অধিক দূরত্বে তড়িৎ প্রেরণে তড়িৎ প্রবাহ কমিয়ে ভোল্টেজ বাড়ানো হয় যাতে অপচয় কম হয়।
৮. সংকর ধাতু পিতলের উপাদান হল--
- তামা ও দস্তা
ব্যাখ্যাঃ পিতল বা ব্রাস একটি সংকর ধাতু। উপাদানঃ তামা ৮০%, দস্তা (জিঙ্ক)-২০%।
৯. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে---
- অক্সিজেন ও গ্লুকোজ
ব্যাখ্যাঃ আমাদের দেহকোষ রক্ত হতে অক্সিজেন ও খাদ্যসার (গ্লুকোজ, অ্যামাইনো এসিড, ফ্যাটিএসিড) গ্রহণ করে। পক্ষান্তরে রক্ত দেহকোষ থেকে বিপাকের ফলে উৎপন্ন পদার্থ ও CO² গ্রহণ করে।
১০. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না-
- মধ্যাকর্ষণ বলের জন্য
ব্যাখ্যাঃ কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে মধ্যাকর্ষণ বল বলে। পৃথিবীর আহ্নিক গতির ফলে কেন্দ্রবিমুখী বলের সৃষ্টি হয়। কিন্তু এ কেন্দ্রবিমুখী বলের মান মধ্যাকর্ষণ বলের চেয়ে অনেক কম। এজন্য পৃথিবীর আবর্তন সত্ত্বেও আমরা ছিটকে পড়ি না।
১১. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয়?
- বায়োগ্যাস
ব্যাখ্যাঃ জীবদেহ (প্রাণী ও উদ্ভিদ উভয়ই) মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর পর তা রূপান্তরিত হয় কয়লা, তেল বা প্রাকৃতিক গ্যাসে। এজন্য এদের বলা হয় জীবাশ্ম জ্বালানি। গরু, মহিষ প্রভৃতি গবাদিপশুর মলমূত্র কাজে লাগিয়ে ফারমেনটেশন বা গাঁজন প্রক্রিয়ায় যে গ্যাস তৈরি করা হয়, তাকে বায়োগ্যাস বলে।
১২. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় -
- নিয়ত বায়ু
১৩. বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল যা---
- তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
ব্যাখ্যাঃ বৈদ্যুতিক মটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। বৈদ্যুতিক জেনারেটর বা ডায়নামো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। তাপীয় ইঞ্জিন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।
১৪. জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ-
- এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]