Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#2084
৭০১। রাত্রির শেষভাগ এক কথায় —
- পররাত্র
৭০২। সমাসের রীতি ও নিয়ম এসেছে কোন ভাষা থেকে?
- সংস্কৃত
৭০৩। জগতে কীর্তিমান হও সাধনায় — বাক্যে 'সাধনায়' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- করণে ৭মী
৭০৪। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
- ১০টি
৭০৫। "ক" বর্গের ধ্বনিসমুহের উচ্চারণ স্থান
- জিহ্বামুল
৭০৬। আহ্বান এর প্রকৃত উচ্চারণ কোনটি?
- আওভান
৭০৭। কোন বর্গীয় বর্গের সঙ্গে যুক্ত “ন কখনও “ণ” হয়না
- চ-বর্গ
৭০৮। খাটি বাংলা উপসর্গ কয়টি?
- ২১টি
৭০৯। হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে? বাক্যে ব্যবহৃত “হের” কোন ধাতু
- অজ্ঞাতমূল
৭১০। কবি কবি ভাব ,কিন্তু ছন্দের অভাব- -এ বাক্যে “কবি কবি” কি অর্থে ব্যবহৃত হয়েছে
- উপহাস অর্থে
৭১১। সূর্য উঠলে আঁধার দূরীভূত হয় “উঠলে” কোন ক্রিয়াপদ
- অসমাপিকা
৭১২। সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে কার লেখা
- জীবনানন্দ দাশের
৭১৩। হস্তি শব্দটির পর কোন বহুবচন বোধক শোব্দটি বসে
- যূথ
৭১৪। “রোহিণী” চরিত্রটি কোন উপন্যাসের?
- কৃষ্ণকান্তের উইল
৭১৫। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
- ১২০১-১৩৫০ খ্রিষ্টাব্দ
৭১৬। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
- পাল
৭১৭। ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
- ১৮০০ সাল
৭১৮৷ কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কোনটি?
- যাযাবর
৭১৯। “পঞ্চতন্ত্র” গ্রন্থটি কার রচনা?
- সৈয়দ মুজতবা আলী
৭২০। “অন্যপুষ্ট” কোন পাখিকে বলা হয়?
- কোকিল
৭২১৷ বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কতটি?
- ২০
৭২২। সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ — বাক্যটির বর্ণনাকারী?
- অপু
৭২৩। যতীন্দ্রমোহন বাগচী রচিত বিখ্যাত কবিতা—
- কাজলাদিদি
৭২৪। নয়নচারা গল্পটি কার লিখা?
- সৈয়দ ওয়ালী উল্লাহ
৭২৫। "শান্তির পরশ লাগি নত হয় মন
পরিপূর্ণ শুচিতায় আকাশ ভুবন'
— লাইন দুটি কোন কবিতার অংশ?
- সন্ধ্যা
৭২৬। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে বিশেষণে অধিক পরিচিত—
- অপরাজেয় কথাশিল্পী
৭২৭। একসূত্রে গল্পটির লেখক কে?
- শওকত ওসমান
৭২৮। চাঁদ সওদাগর কোন মঙ্গলকাব্যের নায়ক?
- মনসামঙ্গল
৭২৯। আমরা সবাই রাজা — এ পঙক্তিটির রচিয়তা কে?
- রবীন্দ্রনাথ ঠাকুর
৭৩০। জন্মেছি এই দেশে — কবিতাটিতে প্রকাশ পেয়েছে?
- দেশের মাটির প্রতি সুগভীর মমত্ব
৭৩১। জৈনক বঙ্গ মহিলা কার ছদ্মনাম?
- কামিনী রায়
৭৩২। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম সার্থক গদ্যশিল্পী —
- মীর মশাররফ হোসেন
৭৩৩। জীবন বিনিময় করিতার বিষয় কি?
- পিতৃস্নেহের জয়
৭৩৪। ভালো করে পড়লে সফল হবে— এখানে ক্রিয়ার কোন ভাব প্রকাশ পেয়েছে?
- সাপেক্ষ
৭৩৫। আপন ভালো পাগলেও বুঝে। এখানে " ভাল" কোন পদ?
- বিশেষ্য
৭৩৬। সন্দেশ শব্দটির প্রকৃত ও প্রত্যয়জাত অর্থ কি?
- সংবাদ
৭৩৭। দাখিলা শব্দের অর্থ কি?
- খাজনা আদায়ের রশিদ
৭৩৮। এই বিষয়ে আপনি মাথা ঘামাবেন না। এখানে মথা শব্দের অর্থ কি?
- ভাবনা করা
৭৩৯। উচ্চারণের দিক থেকে 'ল' হচ্ছে—
- দন্তবর্ণ
৭৪০। থেকে থেকে শিশুটি কাঁদছে। বাক্যে থেকে থেকে কি অর্থ প্রকাশ করেছে?
- কালের বিস্তার
৭৪১। কোথায় যাওয়া হচ্ছে?—এটা কোন বাচ্যের উদাহরণ?
- ভাববাচ্য
৭৪২। আবু ইসহাক বাংলা একাডেমি পুরস্কার কবে লাভ করেন?
- ১৯৬০ সালে
৭৪৩। কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য্য ও আভিজাত্য প্রকাশ পায়?
- সাধু ভাষায়
৭৪৪। রবীন্দ্রনাথের কাব্যে গতিতত্ত্বের প্রকাশ পেয়েছে ?
- 'বলাকা
৭৪৫। চর্যাপদে কয়জন মহিলা কবি রয়েছে.?
- ১জন ।
৭৪৬। "স্বাধীনতা আমার স্বাধীনতা"গল্পের লেখক কে?
- মমতাজউদদীন আহমদ
৭৪৭। রাইচরণ রবীন্দ্রনাথের কোনগল্পের চরিত্র ?
- খোকাবাবুর প্রত্যাবর্তন
৭৪৮। পতঙ্গ পিঞ্জর' গ্রন্থটির রচিতা কে?
- শওকত ওসমান
৭৪৯। চর্যাপদ কোন সময়ে রচিত হয় ?
- সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে।
৭৫০। কৃত্রিম ভাষা ব্রজবুলি ভাষার বিখ্যাত সাহিত্যিকের/ শ্রেষ্ঠ কবি নাম কী?
- বিদ্যাপতি (জয়দেব ও ব্রজবুলি ভাষার বিখ্যাত কবি)
৭৫১। আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত কিসের মাধ্যমে?
- টপ্পাগান।
৭৫২। ‘গাজিকালু ও চম্পাবতী’ কোন ধরনের সাহিত্য?
- পুঁথি সাহিত্য।
৭৫৩। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন কে?
- মুনি ব্রহ্মবান্ধব উপাধ্যায়
৭৫৪। অসম্পূর্ণ বা পঙ্গু ধাতুর দৃষ্টান্ত কোনটি?
- √আ
৭৫৫। ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না, তাকে বলে?
- ধাতু
৭৫৬। পাঠক শব্দটি কোন শ্রেণির ধাতু হতে গঠিত?
- সংস্কৃত
৭৫৭। ভাইয়ে’ ভাইয়ে বেশ মিল’ বাক্যে ভাইয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- কর্তায় ৭মী
৭৫৮৷ ‘তাকে দিয়ে কিছু হবে না’- বাক্যে তাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- কর্তৃকারকে দ্বিতীয়া
৭৫৯। পরস্পর অম্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম?
- সমাস
৭৬০। বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল?
- সাধুরীতি
৭৬১। বাংলা সাধু ভাষা বলতে বোঝায়-
- তৎসম শব্দবহুল ভাষার রীতি
৭৬২। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?
- অর্থতত্ব
৭৬৩। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
- ব্রাসি হ্যালহেড
৭৬৪। চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে কেন্দ্র করে?
- কোলকাতা
৭৬৫। বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে?
- প্রমথ চৌধুরী
৭৬৬। 'পেট' (উদর) দেশী শব্দ হিসেবে পরিচিত হলেও এর মূলে রয়েছে কোন ভাষা?
- তামিল
৭৬৭। বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়?
- ৩ ভাগে
৭৬৮। 'ব্যাকরণ' শব্দটির সঠিক বিন্যাস কোনটি?
- বি+আ+কৃ+অন
৭৬৯। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?
- অর্থতত্ত্ব
৭৭০। 'বৃক্ষমালা' যে কারণে অশুদ্ধ?
- বচনজনিত
৭৭১। 'অত্র অফিসের সবাই আজ উপস্থিত' বাক্যে 'অত্র' শব্দটি যে কারণে অশুদ্ধ
- শব্দ প্রয়োগজনিত
৭৭২। সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়?
- অব্যয়
৭৭৩। পরের ই-কার ও উ-কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে?
- অপনিহিতি
৭৭৪। নিন্দাসূচক বিষয়কে ভদ্র ভাষায় আবৃত করাকে কি বলে?
- ব্যাজ-স্তুতি
৭৭৫। সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?
- ২
৭৭৬। যে কাজ এখনও চলছে তাকে কি বলে?
- ঘটমান বর্তমান
৭৭৭। ‘বাঙালিরা ভাত খায়্” কোন কালের উদাহরণ?
- সাধারণ বর্তমান
৭৭৮। গঠনরীতি ও অর্থের দিক থেকে সাধিত ধাতু কয় প্রকার ?
- ৩ প্রকার
৭৭৯। অনুজ্ঞা কোন কোন কালে ব্যবহৃত হয় ?
- বর্তমান ও ভবিষ্যৎ কালে
৭৮০। নির্দেশক ভাবের সাধারণ বর্তমান কালের সম্ভ্রমাত্নক মধ্যম পুরুষের বিভক্তি কি ?
- এন
৭৮১। ঋ, র, ষ এর পরে কি হয় ?
- ণ
৭৮২। ট ও ঠ-এর আগে কোন বিধান হয়?
- ষ-ত্ব বিধানের /ণ-ত্ব বিধান
৭৮৩। মূর্ধন্য ষ হয় না কোন প্রত্যয়ে ?
- সাৎ
৭৮৪। ‘আজীবন’ শব্দের ‘আ’-এর অর্থ কি?
- পর্যন্ত
৭৮৫। নিখুঁত শব্দটির 'নি' উপসর্গটি কোন প্রকার ?
- অর্ধতৎসম
৭৮৬। ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
- বিপরীত
৭৮৭। যত বড় মুখ নয় তত বড় কথা - এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে ?
- শক্তি
৭৮৮। ডাক্তার বাবুর হাতে যশ আছে - এখানে 'হাত' কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- নিপুণূতা
৭৮৯। কেমন করে রেঁধেছ, একেবারে কাঁচাই রয়েছে - কাঁচার অর্থ কি ?
- অসিদ্ধ
৭৯০। তালে তালে দোদুল, দোলে নাচের নেশারচুর' এখানে 'তাল' কোন অর্থ প্রকাশ করেছে ?
- নৃত্যের একক
৭৯১। এতো অল্প টাকায় মাস চলবে না - এই 'চলা' কোন অর্থ প্রকাশ করেছ ?
- সংকুলান হওয়া
৭৯২। টি, টা, খানা, খানি - কোন বচনে ব্যবহৃত হয় ?
- একবচন
৭৯৩। ন্যাকামিটা এখন রাখ, বাক্যে ন্যাকামি শব্দের সাথে টা যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করে ?
- নিরর্থকতা
৭৯৪। জসীম উদ্দীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ কোনটি?
- চলে মুসাফির
৭৯৫।এস ওয়াজেদ আলী রচিত গ্রন্থ কোনটি?
- ভবিষ্যতের বাঙালি
৭৯৬। কাব্যমালঞ্চ' সংকলিত গ্রন্থটি কার দ্বারা সংকলিত?
- আবদুল কাদির
৭৯৭। ‘স্বরূপের সন্ধানে’- প্রবন্ধ গ্রন্থের রচয়িতা হলেন-
- ড. আনিসুজ্জামান
৭৯৮। ড. মুহম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি?
- দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে
৭৯৯। কোন গ্রন্থটি টলস্টয়ের রচনা?
- আনা কারেনিনা
৮০০। বাংলা সাহিত্যের পুরাবৃত্ত গ্রন্থটির রচয়িতা কে?
- ড. ওয়াকিল আহমেদ

Raisul Islam Hridoy
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    1840 Views
    by romen
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    930 Views
    by mousumi
    0 Replies 
    356 Views
    by sajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]