Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#2028
আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদিঃ

- প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয় - ২৪ অক্টোবর।
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মেয়াদ - দুই বছর।
- জাতিসংঘের পতাকায় যে দুটি রঙ রয়েছে - নীল ও সাদা।
- আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয় - ২১ সেপ্টেম্বর।
- আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ - ৩ বছর।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রতিষ্ঠিত হয় - ৭ এপ্রিল ১৯৪৮।
- Food and Agricultural Organization (FAO) এর সদর দপ্তর - রোম, ইতালি।
- International Atomic Energy Agency (IAEA) প্রতিষ্ঠিত হয় - ১৪ নভেম্বর ১৯৫৭।
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট - WTO
- CEDAW সনদের ধারা রয়েছে - ৩০ টি।
- বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে - UNCTAD
- UNHCR-এর প্রধানের পদবী - হাইকমিশনার।
- যে চুক্তির মাধ্যমে EU প্রতিষ্ঠিত হয় - রোম চুক্তি।
- বিশ্বব্যাংকের যে সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে সহায়তা ও উপদেশ দেয় - IFC
- New Development Bank (NDB) কার্যক্রম শুরু করে - ২১ জুলাই ২০১৫।

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]