Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#1968
পরীক্ষাঃ ১ নভেম্বর ২০১৯

সাধারণ জ্ঞান
১. সিয়াচেন হিমবাহ কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত? -ভারত ও পাকিস্তান
২. দূষণ ও দখলের হাত থেকে রক্ষা করতে আদালত সম্প্রতি কোন নদীটিকে “জীবন্ত সত্তা' ঘোষণা করে রায় দিয়েছে? - তুরাগ
৩. পদ্মা সেতু নিচের কোন দুইটি জেলাকে যুক্ত করে?- মুন্সিগঞ্জ - শরীয়তপুর।
৪. নিচের কোন ক্ষুদ্র নৃ-তান্তিক গোষ্ঠীর লোকজন 'মার্মাগ্রী' বা “মগ' নামে পরিচিত ছিল?- মারমা-
৫. নিচের কোন প্রতিষ্ঠানটি “ভৌগোলিক নিদের্শক পণ্য' এর স্বীকৃতি দেয়?- আন্তর্জাতিক মেধাস্বত সংস্থা
৬. নিচের কোন দেশটি থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে? প্রথম- সৌদি আরব , দ্বিতীয়- সংযুক্ত আরব আমিরাত (August 2019)
৭. নিচের কোন দেশটি কফি উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে শীর্ষে আছে? ব্রাজিল
৮. কাসাব্রাঙ্কা সমুদ্ধ বন্দরটি কোন দেশে অবস্থিত? -মরক্কো
৯. বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ কোন দেশের নাগরিক? - দক্ষিণ আফ্রিকা
১০. মেক্সিকো কোন মহাদেশের অন্তর্ভূক্ত? উত্তর আমেরিকা
১১. এশিয়া ও ইউরোপকে নিচের কোন প্রণালী পৃথক করেছে? কোনটিই নয়( বসফরাস )
১২. আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের র ঘোষণাপত্র কবে জারি করা হয়? - ১০ এপ্রিল ১৯৭১
১৩.বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি? -ভারত (প্রধান মন্ত্রী শেখ হাসিনা)
১৪. বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়? ১৬ ডিসেম্বর ১৯৭২
১৫. বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? বাংলার প্রকৃতির কথা
১৬.আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙামাটি
১৭. নিচের কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে? -কর্কটক্রান্তি রেখা
১৮. বলিশিরা ভ্যালি কোথায় অবস্থিত? - মৌলভীবাজার
১৯. মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত আছে? -তিনটি
২০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? - তাজউদ্দিন আহমেদ

বাংলা
১. মহৌষধি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? - মহা + ওষধি (Cass 9-10 Book)
২. অনেক অভিজ্ঞতা আছে যার এক কথায় প্রকাশ। -
৩. চোখ পাকানো বাগধারাটির অর্থ?- ক্রোধ দেখানো
৪. Code এর পারিভাষিক শব্দ? বিধি, সংকেত
৫. সুলতানার স্বপ্ন গ্রন্থটি কোন সাহিত্যিকের রচনা? রোকেয়া সাখাওয়াত হোসেন
৬. কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্ত
৭. নিচের কোন যতি বা ছেদ চিহ্কের বিরামের প্রয়োজন নাই? বন্ধনী চিহ্
৮. তুরুপ শব্দটি কোন ভাষা থেকে আগত? ওলন্দাজ শব্দ
৯. দেখিয়া শব্দের চলিত রূপ কোনটি? - দেখে
১০. হা- ঘরে বাগধারাটির অর্থ? - গৃহহীন
১১. পরাভব শব্দের পরা উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? - বিপরীত
১২. 'ষে নারীর হাসি সুন্দর' - সুস্মিতা (যে নারীর হাসি কুটিলতা বর্জিত=শুচিস্মিতা)
১৩. কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন? - ধূমকেতু
১৪. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? - ধ্বনিতত্ত্ব
১৫. ভাষার কোন রীতি নাটক ও বল্তৃতায় অনুপযোগী? সাধু রীতি
১৬. নিদিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কি?
১৭. বাংলা ভাষায় পরাশ্রয়ী ধবনি কয়টি? ৩টি
১৮. কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থটির জন্য কারাভোগ করেন? - আনন্দময়ীর আগমনে
১৯. নিচের কোনগুলো কণ্ঠধবনি? -ক খ গ ঘ ঙ
২০. নানান দেশের নানান ভাষা. বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা? এ পুঙটি কার রচনা- রামনিধি গুপ্ত

Collected
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    114 Views
    by bdchakriDesk
    0 Replies 
    420 Views
    by bdchakriDesk
    0 Replies 
    83 Views
    by zahangir
    0 Replies 
    4480 Views
    by bdchakriDesk
    0 Replies 
    948 Views
    by bdchakriDesk

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]