Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#190
1. সম্প্রতি কে বাংলাদেশের নাগরিকত্ব
পেয়েছেন--- লুসি হল্ট।
2. পেরুর নতুন প্রেসিডেন্ট--- মার্টিন ভিজকারা।
3. current per capita income =1752 & GDP=7.65
4. ফেরদৌসী প্রিয়ভাসীনি মারা যায়--- ৬ মার্চ ২০১৮।
5. স্টিফেন হকিং মৃত্যুবরন করেন--- ১৪ মার্চ ২০১৮।
6. বাংলাদেশ LDC থেকে উন্নয়নশীল দেশে
উর্ত্তীণ হয়--- ১৬ মার্চ ২০১৮।
7. পুলিশের নতুন আইজিপি--- ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
8. ২০১৮ সালে স্বাধীনতা পুরস্কার
পেয়েছেন--- ১৮ জন।
9. 12march us bangla air crush.
10. 16 march CDP declaration of development country.
11. 4g started in BD--- 19 February 2018.
12. Jute polybag made by--- Mobarak ahmad khan.
13. President of Maldives--- Abdulla Yamin.
14. Russian president elected for Six
years--- Putin.
15. বাংলা চ্যানেল জয়ী প্রথম বাংলাদেশি নারী--- Mitu Aktar.
16. Formar president of Brazil--- Lula da silava in Prison.
17. Space station Tiangong-1 made by--- China crushed in north Pacific ocean.
18. The name "East Gouta" & "Duma" is located--- Syria.
19. দ্বাদশ সিটি করপোরেশন ময়মনসিংহ।
20. CRR 5.5%.
21. ২০১৭-১৮ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে--- ৭.৬৫%।
22. ২০১৭-১৮ অর্থবছর শেষে মাথাপিছু আয় দাঁড়াবে--- $১,৭৫২।
23. জাতীয় ভোটার দিবস--- ১ মার্চ।
24. দেশের প্রথম নারী প্রোগ্রামার--- শাহেদা
মুস্তাফিজ।
25. সুখি দেশের তালিকায় বাংলাদেশ--- ১১৫ তম (ফিনল্যান্ড ১ম & বুরুন্ডি শেষ)।
26. বিশ্বে ইন্টারনেট সূচকে বাংলাদেশের অবস্থান--- ৬২ তম।
27. সম্প্রতি মঙ্গলগ্রহে পৌছানো ''মঙ্গলযান''
প্রেরনকারী দেশ--- ভারত।
28. নিদাহাস ট্রপি চ্যাম্পিয়ন--- ভারত।
29. রানার্সআপ---- বাংলাদেশ।
30. প্লেয়ার অফ দ্য সিরিজ--- ওয়াসিংটন সান্দার।
31. বাংলাদেশকে হারায় ফাইনালে--- ৪ উইকেটে।
32. স্টিফেন হকিং মারা যান কবে, কত বছর বয়সে--- ১৪মার্চ, ২০১৮ (৭৬ বছর)।
33. নেপালে বিদ্ধস্ত বিমানটি কোন মডেলের, বিমানের কোড নম্বর কত--- US Bangla Airline, Model 211.
34. সর্বশেষ ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের নাম--- নেপাল।
35. দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্টের নাম--- সিরিল রামাফোসা।
36. শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ--- সোমালিয়া।
37. ২০১৮ কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কোথায়--- গোলকোষ্ট, অস্ট্রেলিয়া।
38. স্টিফেন হকিং কোন রোগে আক্রান্ত
ছিলেন--- Motor neuron disease.
39. বর্তমান প্রধান বিচারপতি কে এবং কত তম--- সৈয়দ মাহমুদ হাসান, ২২ তম।
40. শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত--- লেবুখালী, পটুয়াখালী।
41. প্রস্তাবিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হবে--- নেত্রকোনা।
42. আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক কে--- রাশিদ খান (আফগানিস্তান)।
43. প্রথম কোন শহর শীতকালীন ও
গরমকালীন অলিম্পিক আয়োজন করবে--- বেজিং।
44. সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প
কোন জিনিসকে ব্যান করলেন--- bumb-stock devices.
45. সম্প্রতি কোন মুসলিম দেশ মহিলাদের
মিলিটারিতে নিয়োগের সম্মতি দিলো--- সৌদি আরব।
46. চতুর্থ প্রজন্মের (ফোর-জি)
টেলিযোগাযোগ সেবা চালু হয় কবে--- ১৯ ফেব্রুয়ারি ২০১৮।
47. সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ---
নিউজিল্যান্ড।
48. অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন--- সুসান কাইফেল।
49. দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা--- ২.৬ ডিগ্রী, পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
50. বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের
product of the year ঘোষণা করা হয়--- ওষুধ।
51. বাংলাদেশ পুলিশের নতুন আইজিপির নাম--- ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। (২৯তম আইজিপি)।
52. বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম কি--- জ্যাকব টাওয়ার, এর উচ্চতা ২২৫ ফুট। এটি ভোলা জেলার চরফ্যাশনে অবস্থিত।
53. বাংলাদেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার কোথায় অবস্থিত--- ফেনীর মহিপালে। এর মুল দৈর্ঘ্য ৬৯০ মিটার। উদ্বোধন করা হয় ৪ জানুয়ারি ২০১৮।
54. বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম---South Sdanese Pound(SSP)।
55. বর্তমানে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত প্রচলিত মুদ্রার সংখ্যা :-- # ১৮০টি ।
56. বিশ্বের বৃহত্তম উভচর উড়োজাহাজ,এটি
চীনের তৈরি। তার নাম কি?-- # AG600
57. 2022 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?--বেজিং, চীন
58. বর্তমানে বাংলাদেশের মন্ত্রিসভায়
টেকনোক্র্যাট মন্ত্রী কতজন?-৪জন
59. মহাগ্রন্থ আল কুরআনের আদলে দেশের প্রথম কুরআন ভাস্কর্য কোথায় তৈরি করা হয়?-- কসবা,ব্রাহ্মণবাড়িয়া। ভাস্কর্যটির উচ্চতা ১৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট। ঢাবির কামরুল হাসান শিপন এটির ডিজাইন করেন।
60. SpaceX এর প্রতিষ্ঠাতার নাম কি?--এলন মাস্ক
61. 2018 বিশ্ব ধর্ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? # বিহার
62. বাংলাদেশে কোন তারিখে প্রথম মুদ্রার প্রচলন হয়?---২৩মার্চ, ১৯৭২
63. বাংলাদেশের Smart Card কোন দেশে তৈরি হয়?--ফ্রান্স
64. বিশ্বের প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিলো--- মিসরের আলেকজান্দ্রিয়াতে
65. বর্তমান অর্থ সচিব---মোহাম্মদ মুসলিম চৌধুরী
66. দেশের ১ম ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম –
কক্সবাজারে
67. 4G network চালুর তারিখ--19 February 2018
68. Facebook scandal related with: Cambridge Analytica
69. Name of the founder of the spaceX- Elon Reeve Musk
70. Chakma’s biggest festival- বিজু
71. Winnie Mandela died- April 2, 2018
72. kakon bibi died-March 21, 2018
73. কাঁকন বিবি কে কোন সালে "বীর প্রতীক" উপাধি দেয়া হয়?--উঃ১৯৯৬।
74. কাঁকন বিবি কোন সম্প্রদায়ের ছিলেন?-উঃখাঁসিয়া।
75. কোন দেশটি বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক মালবাহী জাহাজ চালু করেছে?--চীন
76. কোন দেশ ১০ম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সামিট (এসএইএস -017) আয়োজন করছে? --নেপাল
77. ইউনেস্কোর নতুন প্রধান নিয়োগ করা
হয়েছে অড্রে আজলাইকে । তিনি কোন
দেশের নাগরিক? -- ফ্রান্স
78. East Asia Summit (EAS-2017) এর ১২ তম সংস্করণ আয়োজন করবে কোন দেশ ?-- ফিলিপাইন
79. জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম)
মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত
হয়েছে?'—আজারবাইজান
80. সুন্দরবনের হাতবাড়িয়া এলাকায় পশুর চ্যানেলে ১৪ এপ্রিল রাতে ডুবে যাওয়া কয়লা বোঝাই করা জাহাজের নাম - "এমভি বিলাস"
81. ১৮ মার্চ থেকে ২৩ টি দেশের অংশগ্রহনে সৌদি আরবে চলা যৌথ সামরিক মহড়ার নাম - "গালফ শিল্ড ১" ( বাংলাদেশও আছে)।
82. ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকায় - ৫-৭ সেপ্টেম্বর, ২০১৮
83. এই FEMBOSA গঠিত হয়েছিল ২০১০ সালে - বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে
84. যুক্তরাষ্ট্রের পররাষ্টমন্ত্রী - বরিস জনসন
85. কমনওয়েলথ এর সদস্য দেশ - ৫৩ টি
86. হিথরো বিমানবন্দর - লন্ডনে
87. ওয়েস্ট মিনিস্টার- লন্ডনে
88. কমনওয়েলথ এর মহাসচিব - প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি
89. সিরিয়ার সরকার দেশটির দুমায় রাসায়নিক হামলা করেছিল - ৭ এপ্রিল
90. এই হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে সিরিয়ায় হামলা করে - ১৩ এপ্রিল রাতে
91. এই ক্ষেপনাস্ত্র হামলায় সিরিয়ার - ৩ টি সরকারি স্থাপনা ধ্বংস হয়
92. ইদলিব প্রদেশ - সিরিয়ায়
93. খান শেখুইন শহর - সিরিয়ায়
94. সিরিয়ার রাজধানী - দামেস্ক
95. হোমস প্রদেশটি - সিরিয়ায়
96. জাতিসংঘে রাশিয়ার দূত - ভ্যাসিলি নেবেনজিয়া
97. জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত - নিকি হ্যালি
98. রাসায়নিক অস্ত্রের ব্যবহার প্রতিরোধে গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম - OPCW
99. এর সদর দপ্তর - নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে--উ. কোরিয়ার রাজধানী - পিয়ংইয়ং
100. ২৯তম আরব লীগ শীর্ষ সম্মেলন ২০১৮ কোথায় অনুষ্ঠিত হয়?--- সৌদি আরব
101. ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার নাম -
সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন
102. ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন হবে-- ২০ মে ২০১৮
103. সামিট অব দ্য আমেরিকাস অনুষ্ঠিত হয়েছে --- পেরুতে
104. জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত আইনজীবী ---ডেভিড বাকেল
105. ২০১৬ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হতেন হিলারি ক্লিনটন-- জেমস কোমি
106. ইসরায়েলের প্রধানমন্ত্রী - বেনিয়ামিন
নেতানিহাহু
107. ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট -
ডোনাল্ড টাস্ক
108. আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী - আহমেদ
ওয়াহিয়া
109. ইরানের সর্বোচ্চ নেতা - আয়াতুল্লাহ আলী খামেনী
110. আলেপ্পা শহরটি – সিরিয়ায় & রাকা শহরটি - সিরিয়ায়
111. সিরিয়ার স্বৈরশাসক - বাশার আল আসাদ
112. সিরিয়ায় বাশারের বিরুদ্ধে গণ অভ্যুথান হয়েছিল - ২০১১ সালে
113. মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা বলবৎ করে পরিপত্র দেয়া হয়েছিল - ১৯৯৭ সালে
114. ৬৪ জেলার কোটার শতকরা হার সংশোধন করা হয় - ২০০৯ সালে
115. মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য নির্ধারিত
কোটা পূরণ না হলে তা খালি রাখার নির্দেশ দেয়া হয় - ২০১০ সালে
116. মুক্তিযোদ্ধাদের নাতি পুতি কোটার নির্দেশ দেয়া হয় - ২০১১ সালে
117. মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী পাওয়া না
গেলে মেধাতালিকায় নিয়োগের নির্দেশ দেয়া হয় - ২০১৮ সালে
118. সর্বশেষ কোটা বাতিলে প্রধানমন্ত্রীর
নির্দেশ দেয়া হয় - ১১ এপ্রিল ২০১৮
119. বাংলাদেশের বর্তমান জিডিপি প্রবৃদ্ধি হার --- ৭.৬৫%
120. বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট কবে উৎক্ষেপন
হবে ?---১২মে ,২০১৮ ( যুক্তরাষ্ট্র টাইম)
121. বাংলাদেশকে কবে উন্নয়ন শীল দেশের ক্যাটাগরির শর্ত পূরণ করে ?--১৬ মার্চ ,২০১৮।
122. ডাক বিভাগের অার্থিক লেনদেনের জন্য চালু টাকার নাম কী ?=ডাকটাকা।
123. পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষে
প্রথম হিন্দু দলিত নারী সিনেটর -কৃষ্ণা কুমারি কোহলি
124. পাটের তৈরি পলি ব্যাগ / সোনালী ব্যাগ তৈরীর আবিষ্কিরক কে?= ডঃ মুবারক আহমদ খান।
125. মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম
কী ?=Abdulla Yamin.
126. গৌতা ও ডুমা শহরটি অবস্থিত কোথায় ?= সিরিয়া
127. কমনওয়েলথ এর বর্তমান সদস্য কত?= ৫৩ (নতুন গাম্বিয়া )।
128. বিশ্ব অটিজম দিবস কবে ?=২রা এপ্রিল
129. একুশে পদক কত জনকে দেওয়া হয়?= ১৮জনকে
130. বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের product of the year ঘোষণা করা হয়?=ওষুধ
131. বাংলাদেশ কে কখন প্রাথমিকভাবে
উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা দেয়া হয়?--১৭ মার্চ ২০১৮।
132. বাংলাদেশের বর্তমান FIFA Ranking?--উঃ১৯৭।
133. World's biggest flag unveils by?--উঃবলিভিয়া।
134. International Earth Hour was observed on?--উঃ২৪ মার্চ ২০১৮
135. স্টিফেন হকিন্স কত বছর বয়সে 'মটর নিউরন' রোগে আক্রান্ত হন?--উঃ২২ বছর।
136. ৯০ তম আস্কারে সেরা অভিনেএীর পুরষ্কার কে পান?--উঃFrances McDormand.
(সংগৃহীত)।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    498 Views
    by masum
    0 Replies 
    210 Views
    by tamim
    0 Replies 
    177 Views
    by raja
    0 Replies 
    104 Views
    by rajib
    0 Replies 
    152 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]