Get on Google Play

বিভিন্ন নিয়োগ পরীক্ষার পরীক্ষা পদ্ধতি, সিলেবাস এবং মানবন্টন ইত্যাদি
#1824
এই পোস্টটি শুধু তাদের জন্য যারা কেবল একজন প্রথম শ্রেণীর সরকারী কর্মকর্তা হতে চান এবং বিলাসী নয় বরং আয়েশি চাকুরী চান ,তাহলে সামনে বাড়ুন ..... ( লিখাটি পড়ে যদি একজন ও উপকৃত হন, সেখানেই আমার সার্থকতা)
যথাযত্থ নিয়ম মেনে আবেদন করতে পেরেছেন,সেটা আমি ধরে নিয়েই কথা বাড়ালাম। সচরাচর বিসিক এর পরীক্ষা আইবিএ নিয়ে থাকে ( সেটা ২০১৫, ২০১৭,২০১৯ থেকে ধারণা করা যেতে পারে), তবে পরিবর্তন হলে নিজ দায়িত্বে আমাকে মাফ করবেন,আমি কেবল বিগত বছরের ধারণা থেকে বলছি । প্রথমে ৮০ নম্বরের এমসিকিউ স্টাইলে লিখিত ,তারপরে ২০ নম্বরের মৌখিক পরীক্ষা হয়ে থাকে, মোট ১০০ নম্বর, যার লিখিত এবং মৌখিক পরীক্ষায় বেশি নম্বর থাকবে, সেই ই চূড়ান্ত ভাবে মেধাক্রমে নির্বাচিত হবেন, সেটা আপনি সম গ্রেডের যে পদেই আবেদন করুন না কেন!
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গনিত ও সাধারণ নামে অসাধারণ জ্ঞান,এই চারটি বিষয়ে প্রশ্ন থাকে। মান বণ্টন প্রতি বিষয়ে ২০ নম্বর করে ৮০ নম্বর, তবে সেটা বিষয় ভিত্তিক কম বেশি হতে পারে।

কোন বিষয়ের জন্য কোন বই পড়বেন??

বাংলাঃ ৯-১০ এর বাংলা ব্যাকরণ, সাথে অন্য যে কোনো একটা বই দেখতে পারেন, আমি সৌমিত্র শেখর এর সাহিত্য জিজ্ঞাসা দেখতাম, অবশ্যই অধ্যায় ভিত্তিক পড়বেন , বিগত বছরের প্রশ্ন দেখে,সব পড়ার দরকার নাই।

ইংরেজিঃ যেকোনো গ্রামার বই দেখতে পারেন, আমি সাইফুর্স এর নিউওয়েস্ট গ্রামার বইটা দেখতাম, সাথে সিনোনিম এর জন্য GRE Barrons Vocabulary দেখতাম।

গনিতঃ ব্যাংক প্রিলির ম্যাথ গুলো দেখতাম, সহায়ক হিসেবে সাইফুর্স এর আইবিএ এমবিএ গাইড, প্রফেসর্স ব্যাংক ম্যাথ দেখতাম।

সাধারন জ্ঞানঃ বাজারে প্রচলিত যেকোন বই দেখতে পারেন, আমি mp3, প্রফেসর ‘স দেখতাম।

(বিঃ দ্রঃ আপনি যে কোন বই কিনতে পারেন, আমি শুধু আমার চাকুরী পাওয়ার সহায়ক মাধ্যম টা আপানাদের সাথে ভাগাভাগি করলাম)

আর হ্যাঁ ,স্বপ্ন পূরণে কোনো আপোষ নয়, পরিশ্রম করুন,ফলাফল আপনার অনুকূলে আসবেই। আজকে এখানেই থাকুক, সুবিধা অসুবিধা নিয়ে না হয় পরে একদিন লিখবো! সেই পর্যন্ত ভালো থাকুন,সুস্থ থাকুন।

নূর মোহাম্মদ
প্রমোশন অফিসার ( ৯ম গ্রেড)
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    4296 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4484 Views
    by bdchakriDesk
    0 Replies 
    332 Views
    by bdchakriDesk
    0 Replies 
    347 Views
    by tamim
    0 Replies 
    135 Views
    by bdchakriDesk

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]