Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#1683
০১) কোন বানানটি সঠিক?
®__ক্ষণ

০২) "ক্ষুধার্ত"এর সন্ধি বিচ্ছেদ কী?
®__ক্ষুধা+ঋত

০৩) "হস্তী"শব্দের প্রতিশব্দ কোনটি?
®__হাতি

০৪) "নন্দিত-নিন্দীত"কিসের উদাহরণ?
®__বিপরীত শব্দের।

০৫) কৃতঘ্ন শব্দের অর্থ কী?(রিপিট সহকারী পরিচালক)
®__যে উপকারীর অপকার করে

০৬) কোনটি শুদ্ধবাক্য?
®__এ বিদ্যালয়ের সকল ছাত্রই মনোযোগী

০৭) "বিষাদসিন্ধু"কাব্যের(উপন্যাস হবে) রচয়িতা কে?
®__মীর মশাররফ হোসেন

০৮) "চঞ্চল" এর স্ত্রী লিঙ্গ কী?
®__চঞ্চলা

০৯) বাংলা ভাষায় ব্যবহৃত কোনটি ফারসি শব্দ?
®__রোজা

১০) নিচের কোনটি বহুব্রীহি সমাস?
®__হাতাহাতি(ব্যতিহার বহুব্রীহি)

১১) "সূর্য"এর সমার্থক শব্দ কোনটি?
®__অর্ক

১২) "কবর"নাটকের রচয়িতা কে?
®__মুনীর চৌধুরী

১৩) "জলে চড়ে যে "এক কথায় হবে?
®__জলচর

১৪) "তামার বিষ"বাগধারাটির অর্থ কী?
®__অর্থের কু-প্রভাব

১৫) কোনটি দ্বন্দ্ব সমাস?
®__ভালো-মন্দ
®__নোট রমজান

(এই ১৫টি প্রশ্ন ২০১৭ সালে অফিস অ্যাসিসটেন্ট পরীক্ষায় এসেছিল)

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বাংলা প্রশ্ন নিম্নরূপ

১৬) "চঞ্চল"এর স্ত্রী লিঙ্গ কী?(অফিস অ্যাসিসটেন্ট)
®__চঞ্চলা

১৭) কোনটি দ্বিগু সমাস?
®__সপ্তাহ(সপ্ত অহ্নের সমাহার)

১৮) বাংলা ভাষায় ব্যবহৃত কোনটি ফারসি শব্দ?(অফিস অ্যাসিসটেন্ট)
®__রোজা

১৯) "একাদশে বৃহস্পতি"এর অর্থ কী?
®__প্রভূত সৌভাগ্য

২০) "শিবরাত্রির সলতে"বাগধারাটির অর্থ কী?
®__একমাত্র সন্তান

২১) কোনটি শুদ্ধ বানান?
®__আকাঙ্ক্ষা

২২) কোন বানানটি সঠিক?(অফিস অ্যাসিসটেন্ট)
®__ক্ষণ

২৩) "ক্ষুধার্ত"এর সন্ধি বিচ্ছেদ কী?(অফিস অ্যাসিসটেন্ট)
®__ক্ষুধা+ঋত

২৪) কৃতঘ্ন শব্দের অর্থ কী?(রিপিট সহকারী পরিচালক)
®__যে উপকারীর অপকার করে

২৫) "পাছে লোকে কিছু বলে"এখানে "লোক"কোন কারক?
®__কর্তৃকারক

২৬) "হস্তী"শব্দের প্রতিশব্দ কোনটি?(অফিস অ্যাসিসটেন্ট)
®__হাতি

২৭) "নন্দিত-নিন্দীত"কিসের উদাহরণ?(অফিস অ্যাসিসটেন্ট)
®__বিপরীত শব্দের।

২৮) "কবর"নাটকের রচয়িতা কে?(অফিস অ্যাসিসটেন্ট)
®__মুনীর চৌধুরী

২৯) কোনটি শুদ্ধ বানান?
®__দরিদ্রতা

৩০) বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
®__শব্দ

নোট Md. Ramjan
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    725 Views
    by rafique
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]