Get on Google Play

বিভিন্ন নিয়োগ পরীক্ষার পরীক্ষা পদ্ধতি, সিলেবাস এবং মানবন্টন ইত্যাদি
#1585
(১) হাতে গুনে সময় আছে ২৫ দিন, পরীক্ষা-৬ই সেপ্টেম্বর ২০১৯, সকাল ১০টা-১২টা
(২) পরীক্ষা হবে ২০০ মার্কসের, নিবে পি এস সি, হবে এম সি কিউ টাইপ।
(৩) যেহেতু এটা বিশেষ নিয়োগ তাই এম সি কিউ পরীক্ষাই লিখিত হিসেবে গণ্য হবে।
(৪) ২০০ মার্কসের লিখিত যারা পাশ করবেন তারাই ভাইভা দিবেন ৫০ মার্কসের । লিখিত ২০০মার্কসের মধ্যে বাংলা=৫০, ইংরেজি=৫০, গণিত ও মানুসিক দক্ষতা=৬০ এবং সাধারন জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক=৪০ এই হলো মোট ২০০।
********************************
পরীক্ষার জন্য কোন কোন বই পড়বেনঃ
------------------------------------------
সময় ২৫ দিন মাথায় রেখে ঠান্ডা মাথায় শূন্য থেকে শুরু করলেও কিছু করা সম্ভব। এই ২৫ দিনে কোন ধরনের ডিটেইলস বই পড়তে যাওয়া হবে আপনার জন্য বিপদজনক।
1. ৩৫তম বিসিএসের পর থেকে এখন পর্যন্ত পি এস সির অধীনে যতগুলো প্রিলি হয়েছে আপনার প্রথম কাজ সেগুলোর ময়না তদন্ত করা! সেটা বাজারের যেকোন বই থেকেই পড়তে পারেন।
2. নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বোর্ড বই
3. নবম-দশম শ্রেণির বাংলা বোর্ড ব্যাকরণ
4. ৮-৯-১০ এর গণিত বোর্ড বই
5. ফ্যাকাল্টি বেজড জব স্যলিউশন বইটা বেশ উপকারে আসবে
6. অ্যাসিউরেন্স ৪০তম বিসিএস ডাইজেস্ট
7. প্রফেসরস জব স্যলিউশন
8. মফিজুল স্যারের অগ্রদূত সিরিজ
9. গত ৩-৪ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স
সবার জন্য শুভকামনা।
©মোস্তফা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1300 Views
    by bdchakriDesk
    0 Replies 
    254 Views
    by bdchakriDesk
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    14 Views
    by bdchakriDesk

    সরকারী বিধিমোতাবেক হাজী আব্দুল আওয়াল কলেজ, কামরা[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিধি মোতাবেক উপজে[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ০১.পদের নাম[…]

    ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও সরকারী বিধি মোতাবেক শ[…]