Get on Google Play

ইংরেজি সাহিত্য বিষয়ক আলোচনা
#1543
Topic: The Old English Period

The Old English Period (450-1066) আবার The Anglo-Saxon Period নামেও পরিচিত। Angles, Saxon এবং Jutes এই তিনটি জার্মান উপজাতি ইংল্যান্ড দখল করার পর থেকে এ যুগের সূচনা হয়। অ্যাংলো-স্যাক্সন উপদল গুলো প্রথমে অত্যন্ত দুর্ধর্ষ, হিংস্র এবং যাযাবর প্রকৃতির ছিল। আয়ারল্যান্ড এবং রোম থেকে আগত ধর্মপ্রচারকগণ এ উপজাতি গুলোকে খ্রীষ্টান ধর্মে দীক্ষিত করতে থাকেন। তাই শুরু থেকে ইংরেজি সাহিত্যে Latin এবং খ্রীষ্টান ধর্মের প্রভাব বিদ্যমান। বলা যায়, Latin এবং Anglo-Saxon ভাষার ব্যবধান খুবই অল্প। এ যুগের সাহিত্যে খ্রীষ্টান ধর্মের পাশাপাশি Paganism এর প্রভাবও অনেক।

এছাড়া এ যুগের সাহিত্যের আরো কিছু বৈশিষ্ট্য পাওয়া যায় সেগুলো হলঃ

Sea Adventures
Heroic Activities
Love of Glory
Savagery etc.

এ যুগের বেশিরভাগ সাহিত্য কর্মের লেখকের নাম খুঁজে পাওয়া যায় না। তার মধ্যে উল্লেখযোগ্য হলঃ

A. Beowulf- এটি ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য (Epic) (Characters: Beowulf, Hrothgar, Grandel etc)

B. The Wonderer
C. The Seafarer
D. The Wife’s Lament
E. Deor’s Lament
F. Widsith
G. The Husband’s Message
H. The Ruined Burg

এ যুগের কিছু উল্লেখযোগ্য সাহিত্যিক এবং তাদের সাহিত্যকর্মঃ

Caedmon (635-735)

A. The first poet of English Literature
B. তার বিখ্যাত কাব্য Paraphrase এর আলোচ্যবিষয়ের সাথে John Milton এর Paradise Lost এর মিল অনেক।
তাকে The Anglo-Saxon Milton ও বলা হয়।

Caedmon এর সাহিত্যকর্মঃ

A. Hymn of Caedmon
B. Paraphrase
C. Genesis
D. Judith
E. Exodus etc.

Vede (673-735)

A. তাকে The Father of English Learning বলা হয়।
B. 1st Historian in English language
C. Doctor of the Church নামেও পরিচিত

Vede-এর সাহিত্যকর্মঃ

A. The Ecclesiastical History of the English (ইংরেজদের ধর্মীয় ইতিহাস)

Cynewulf (8th Century)

A. তাকে The Author of the Christ নামে অভিহিত করা হত।

Cynewulf এ সাহিত্যকর্মঃ

A. Juliana (Poem)
B. The Christ
C. Elene
D. The Fates of the Apostles (যিশু খ্রীষ্টের শিষ্য)

King Alfred the great (849-899)

A. Wessex এর রাজা ছিলেন।
B. শিক্ষা প্রসারে ব্যপক অবদান রাখেন।
C. Great Translator নামে পরিচিত।
D. Latin থেকে বহু বই অনুবাদ করেন।
E. Founder of English Prose বলা হয়। (কিন্তু The Father of English Prose বলা হয় John Wycliffe কে।)

King Alfred-এর সাহিত্যকর্মঃ

A. The Anglo-Saxon Chronicle (ঘটনাপুঞ্জি) সম্পাদনা করেন।
B. The Consolation of Philosophy

Collected

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]