Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#1452
#. কোন দেশের ভূগোলবিদ সর্বপ্রথম Geography শব্দটি ব্যবহার করে?
উত্তর : গ্রিস।

#. তার নাম কি?
উত্তর : ইরাটসলেনিস।

#. ‘পারসেপটিকস অন দ্য নেচার অবজিওগ্রাফি’ কত সালে প্রকাশিত?
উত্তর : ১৯৫৯ সালে।

#. ভূগোলের শাখা কয়টি?
উত্তর : ৯টি।

# .মাধ্যমিক স্তরে কোন কোন শাখাপড়ানো হয়?
উত্তর : এ ধরনের।

#. মহাকাশে অসংখ্য কি রয়েছে?
উত্তর : জ্যোতিষ্ক।

#. সূর্য কি?
উত্তর : নক্ষত্র।

#. চাঁদ কি?
উত্তর : উপগ্রহ।

#. নক্ষত্রগুলো প্রকৃতপক্ষে কি?
উত্তর : জ্বলন্ত বাষ্পপিণ্ড।

# .নিজস্ব আলো ও উত্তপ আছে কার?
উত্তর : নক্ষত্রের।

#. পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি?
উত্তর : সূর্য।

#. সূর্য লেকে পৃথিবীর দূরত্ব কত?
উত্তর : ১৫ কোটি কি. মি.।

#. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতেকত সময় লাগে?
উত্তর : ৮মি. ১৯ সেকেন্ড/৮.৩২ মি.।

#. চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতেকত সময় লাগে?
উত্তর : ১ মি. ২০/৩০ সে.।

# .সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
উত্তর : প্রঙ্মিা সেন্টারাই।১

#. পৃথিবী থেকে তার দূরত্ব কত?
উত্তর : ৩৮ লাখ কোটি কি. মি.।

#. গ্যালাক্সি ক্ষুদ্র অংশকে কি বলে?
উত্তর : ছায়াপথ।

#. ছায়াপথ কোন আকাশে দেখা যায়?
উত্তর : উত্তর-দক্ষিণ।

#. উল্কার অপর নাম কি?
উত্তর : ছুটন্ত তারা।

#. ইংরেজিতে একে কি বলে?
উত্তর : Meteor.

#. হ্যালির ধূমকেতু কে আবিষ্কারকরেন?
উত্তর : এডমন্ড হ্যালি।

#. কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখাযায়?
উত্তর : ৭৬ বছর।

#. সর্বশেষ কবে দেখা গেল?
উত্তর : ১৯৮৬ সালে।

#. পরবর্তীতে কবে দেখা যাবে?
উত্তর : ২০৬২ সালে

# ধূমকেতুর ইংরেজি নাম কি?
উত্তর : Comet

#. কোন শব্দ থেকে ধূমকেতু শব্দটিএসেছে?
উত্তর : গ্রিক শব্দ komet থেকে

# . Komet অর্থ কি?
উত্তর : এলোকেশী

#. গ্রহের নিজস্ব কি নেই?
উত্তর : আলো ও তাপ।

#. গ্রহ আলো ও তাপ পায় কার কাছথেকে?
উত্তর : সূর্য থেকে।

# সৌরজগতের কয়টি গ্রহ আছে?
উত্তর : ৮টি।

# .পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?
উত্তর : চাঁদ।

#. কোন কোন গ্রহের উপগ্রহ নেই?
উত্তর : বুধ ও শুক্র।

#. কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়েবেশি?
কয়টি?
উত্তর : শনি। ২২টি।

#. সূর্য কোন বর্ণের?
উত্তর : হলুদ।

#. সূর্যের ব্যাস কত?
উত্তর : ১৩ লাখ ৮৪ হাজার কি. মি.।

# সূর্যের ভর কত?
উত্তর : ১.৯৯*১০১৩ কিলোগ্রাম।

#. সূর্যের কেন্দ্রভাগ ও পৃষ্ঠভাগেরউত্তাপ কত?
উত্তর : ১৫০,০০০,০০০ ও ৬০০০ সেলসিয়াস।

# কোনটি সবচেয়ে বড় গ্রহ?
উত্তর : বৃহস্পতি

#. সবচেয়ে ছোট গ্রহ কোনটি?
উত্তর : বুধ।

# কোন গ্রহ সূর্যের সবচেয়ে নিকটেঅবস্থিত?
উত্তর : বুধ।

#. সূর্য থেকে বুধের দূরত্ব কত?
উত্তর : ৫.৮ কোটি কি.মি.

# .সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধেরসময় লাগে?
উত্তর : ৮৮ দিন।

# .নিজ অক্ষে আবর্তন করতে বুধের সময়লাগে?
উত্তর : ৫৮ দিন, ১৭ ঘণ্টা।

#. কোন গ্রহে বায়ুমণ্ডল নেই?
উত্তর : বুধ।

#. আমেরিকা ১৯৭৪ সালে বুধে কোনযানটি পাঠায়?
উত্তর : মেরিনার-১০ ।

#. শুক্র গ্রহের অপর নাম কি?
উত্তর : শুকতারা বা সন্ধ্যাতারা।

# সূর্য থেকে শুক্রের দূরত্ব কত?
উত্তর : ১০.৮ কোটি কি.মি.।

#. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
উত্তর : শুক্র।

#. ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে?
উত্তর : Delta

Md. Abdullah Al-Ahad
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    739 Views
    by rafique
    0 Replies 
    83 Views
    by rafique
    0 Replies 
    90 Views
    by raihan
    0 Replies 
    387 Views
    by sajib
    0 Replies 
    823 Views
    by rajib
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]