Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#1234
Aryan ahmed
Assistant Commissioner of taxes

১- নাম,নামের অর্থ,আপনার নাম ও জন্ম তারিখের সাথে জড়িত কোন বিখ্যাত ঘটনা ও ব্যক্তি ।

২- বাবা,মা এর পেশার সাথে সম্পর্কিত কোন বিখ্যাত ব্যক্তি ।

৩- নিজের শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস ।

৪- মেডিকেল এর প্রতিটি বিষয়ের একদম বেসিক টপিকগুলো ।

৫-ডায়াবেটিস,হাইপারটেনশন,অ্যাজমা,আর্থ্রাইটিস,পেপটিক আলসার,লিভার ডিজিজ,স্ট্রোক,হার্ট অ্যাটাক,এসটিডি,ভ্যাক্সিন ডোজ,কনজাংকটিভাইটিস,ক্যাটারাক্ট,শরীরের কমন ইনফেকশনগুলো এভাবে সাধারণ রোগ নিয়ে ভালোমতো স্টাডি করে যান ।

৬- মুক্তিযুদ্ধ,ভাষা আন্দোলন,এগুলোর ওপর বই,মুভি,প্রামাণ্য চিত্রের নাম,কবিতা, উপন্যাস ও গল্পের নাম।

৭- বঙ্গবন্ধু।

৮- মাননীয় প্রধানমন্ত্রীর লিখা বই।

৯- আপনার নিজের জেলার বিখ্যাত ব্যক্তি, স্থাপনা,সাহিত্যিক,সাম্প্রতিক স্থাপিত বিখ্যাত কিছু ।

১০- দেশের স্বাস্থ্য বিষয়ক কিছু পরিসংখ্যান ও ডাটা ।

১১- বিভিন্ন বিষয়ের বিখ্যাত দেশ ও বিদেশের ডাক্তারের নাম ।

১২- আপনার মেডিকেল কলেজের সাম্প্রতিক তথ্য ।

১৩- স্বাস্থ্যসেবা সকল পর্যায়ে নিশ্চিত করার জন্য কি করা যেতে পারে?

১৪- স্বাস্থ্যখাতে আমাদের সফলতা ও অর্জন কি কি?

১৫- ভ্যাক্সিনেশন নিয়ে ।

১৬- স্বাস্থ্য এর প্রাচীন ইতিহাস ।

১৭- স্বাস্থ্যখাতের দুর্বল দিক এবং তা হতে উত্তরণের উপায় ।

১৮- আপনার পড়া বিখ্যাত বই,গল্প,উপন্যাস,আপনার পড়া স্বাস্থ্য বিষয়ক বই ।

১৯- আপনার প্রিয় খেলা এবং সেই খেলার বিখ্যাত খেলোয়াড় ।

২০- আপনি যে মাসের যে তারিখে ভাইভা দিচ্ছেন সে মাসেরএবং তারিখের কোন স্মরণীয় ঘটনা ।

২১- আপনার ক্যারিয়ার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ।

২২- আপনার প্রিয় ব্যক্তিত্ব ।

২৩- ডাব্লিউ এইচ ও নিয়ে কিছু ।

২৪- স্বাস্থ্য নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক দিবস ।

ভাইভাতে নার্ভাস হওয়া যাবেনা । দুএকট প্রশ্ন পারা না পারাতে কোন সমস্যা নেই। কনফিডেন্ট থাকার চেষ্টা করতে হবে । যা বলবেন স্পষ্টভাবে বলবেন । ভাইভাতে যাওয়ার সময় সাথে একটা কলম নিয়ে যাবেন । পোশাক পরিপাটি ও মার্জিত হতে হবে । ভালো কিছুই হবে,সবার প্রতি শুভ কামনা,Good luck guys.

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]