Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#109
রবীন্দ্রনাথ ঠাকুরের সব সৃষ্টিকর্ম মনে রাখার কৌশলগুলো একাধারে নিচে দেওয়া হলোঃ

উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক:

“গোরা শেষের কবিতার চার অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হল।
দুইবোন মালঞ্চ ও রার্জষিকে ঘরের বাইরে যোগাযোগ করে পেলনা বলে বৌ ঠাকুররানীর হাটে খুঁজতে গিয়ে
নৌকাডুবি হল।”

টেকনিক ব্যাখ্যা:

১.গোরা ২.শেষের কবিতা ৩.চার অধ্যায় ৪.চতুরঙ্গ ৫.চোখের বালি ৬.দুই বোন ৭.মালঞ্চ
৮.রার্জষি ৯.ঘরের বাইরে ১০.যোগাযোগ ১১.বৌঠাকুররানীর হাট ১২.নৌকাডুবি

বিকল্প টেকনিক

বৌয়ের চোখে চার নৌকাডুবি দেখে দুইবোন করুনার শেষে চতুর রাজর্ষি গোরাকে নিয়ে ঘরে বাইরে
যোগাযোগ করল।

টেকনিক ব্যাখ্যা:

১. বৌয়ের— বৌঠাকুরানীর হাট ২. চোখের— চোখের বালি

৩. চার— চার অধ্যায় ৪. নৌকাডুবি— নৌকাডুবি

৫. দুই বোন— দুই বোন ৬. করুনা— করুনা

৭. শেষে— শেষের কবিতা ৮. চতুর— চতুরঙ্গ

৯. রাজর্ষি— রাজর্ষি ১০. গোরা— গোরা

১১. ঘরেবাইরে— ঘরেবাইরে ১২. যোগাযোগ-যোগাযোগ

ছোট গল্প সহজে মনে রাখার শর্ট টেকনিক:

পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনার কর্মফলে হৈমন্তির দিদির পত্র রক্ষা করতে পারল না।

টেকনিক ব্যাখ্যা:

১. পোস্টমাস্টার

২. কাবুলিওয়ালা

৩. দেনা পাওনা

৪. কর্মফল

৬. হৈমন্তি

৭. দিদি

৮. পত্র রক্ষা

প্রেমের গল্প সহজে মনে রাখার শর্ট টেকনিক:

দূর আশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরীর অধ্যাপক তার নষ্টনীড় জীবনের শেষের রাত্রির শেষ কথার সমাপ্তি
টেনে স্ত্রীর কাছে পত্র লেখেন

টেকনিক ব্যাখ্যা:

১. ল্যাবরেটরী

২. অধ্যাপক

৩. নষ্টনীড়

৪. শেষ রাত্রি

৫. সমাপ্তি

৬. স্ত্রীর পত্র

৭. একরাত্রি

৮. দূর আশা

৯. দৃষ্টিদান

বিখ্যাত নাটকগুলি মনে রাখার শর্ট টেকনিকঃ

“রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্তকরবী মুক্ত মুকুট নিয়ে অরুনাচল অরুপরতনকে সঙ্গে নিয়ে
কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেলেন ।”

টেকনিক ব্যাখ্যা:

১. রাজা-রাজা

২. অচলায়তন-অচলায়তন

৩. চিরকুমার-চিরকুমার সভা ৪. ডেকে –ডাকঘর

৫. রক্তকরবী-রক্তকরবী ৬. মুক্ত —- মুক্তধারা

৭. মুকুট—- মুকুট ৮. অরুণাচল— অরুণাচল

৯. অরুপরতন— অরুপরতন

১০. কালের যাত্রায়—- কালের যাত্রা

১১. বিসর্জন— বিসর্জন

১২. তাসের দেশে—- তাসের দেশ

সংগৃহিত: মো: রাজু

    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক […]

    প্রতিষ্ঠাকাল থেকে শতভাগ পাশ ও ৭০% জিপিএ-৫ প্রাপ্তি[…]

    আবশ্যক: জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    আটঘর উচ্চ বিদ্যালয়, পোষ্ট: চাঁদপুর, উপজেলা: সালথা[…]