Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#772
➢ Healthcare is beyond reach for most
অধিকাংশেরই স্বাস্থ্যসেবা ধরা ছোঁয়ার বাইরে।/
বেশির ভাগই স্বাস্থ্যসেবার নাগালের বাইরে।

➢ Expand the capacity of public hospitals
সরকারী হাসপাতালগুলোর ধারণ ক্ষমতা সম্প্রসারণ করূন।

➢ Access to healthcare is a basic right for every citizen.
প্রতিটি নাগরিকেরই স্বাস্থ্যসেবা পাওয়া একটি মৌলিক অধিকার।

➢ But for the poor it is a luxury they can ill afford.
কিন্তু, তা গরিবের জন্য নাগালের বাইরে এক বিলাসিতা'ই।
→can ill afford= unable to do or have something.

→in terms of sth=কোন কিছুর ক্ষেত্রে/বিবেচনায়/তুলনায়/হিসেবে/দিক দিয়ে/পরিপ্রেক্ষিতে/মাধ্যমে
→meet the growing demand=ক্রমবর্ধমান দাবী পূরণ করা

➢ Public hospitals, while providing health care at subsidised rates, are not enough to meet the growing demand of poor patients.
যদিও সরকারি হাসপাতাল ভর্তুকি হিসেবে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে তবুও অস্বচ্ছল এসব রুগীদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে তা যথেষ্ট নয়।

ব্যাখ্যাঃ বাক্যটি যেভাবে ছিল,
While Public hospitals is providing health care at subsidised rates, these are not enough to meet the growing demand of poor patients.

➢ Not only do public hospitals lack adequate resources in terms of medical personnel, beds and equipment, in many cases corrupt practices in these institutions deprive even those patients that could have received proper care.
বাক্যটির দুটি অংশ,
১মম অংশঃ
Not only do public hospitals lack adequate resources in terms of medical personnel, beds and equipment,
সরকারি হাসপাতালে শুধুই যে সমুচিত দক্ষ কর্মী, বিছানা, যন্ত্রপাতির অভাব হয় তাই নয়,
২য় অংশঃ
in many cases corrupt practices in these institutions deprive even those patients that could have received proper care.
অনেক ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানে যে দূর্নীতি চলে তা এমন কি যেসব রোগীরা সঠিক সেবা পেতে পারতো তাদের সেই সেবাও কেড়ে নেয়।

→resort to+sth=কোন কিছুতে আশ্রয় নেয়া

➢ Thus for many poor people the only option is to resort to private health care which is both expensive and sometimes unreliable.
এভাবে অসংখ্য অস্বচ্ছল মানুষের বেসরকারী স্বাস্থ্যসেবার আশ্রয় নেয়া একমাত্র উপায় হয়ে দাঁড়ায় , যা একাধারে অত্যন্ত ব্যয়বহুল এবং অনেকসময় অনির্ভর‍যোগ্য।

➢ The situation is especially grave when it comes to patients with chronic, serious diseases such as cancer, heart and respiratory disease.
বিশেষ করে পরিস্থিতি তখনি মারাত্মক রূপ নেয় যখন রোগীরা ক্যান্সার, হৃৎপিন্ড ও শ্বাসপ্রশ্বাস জনিত রোগের ন্যায় দীর্ঘস্থায়ী ও মারাত্মক রোগ নিয়ে হাজির হয়।

➢ The cost of prolonged health care that may involve expensive treatment such as chemotherapy, regular diagnostic tests or continued medication, results in further impoverishment of poor patients.

দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সেবা খরচের পাশাপাশি কেমোথেরাপি, নিয়মিত ডায়াগনিস্টিক পরীক্ষা বা ক্রমাগত ঔষধ প্রয়োগ এর মত অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা অন্তর্ভূক্ত হতে পারে, ফলে অস্বচ্ছল এ রোগীরা আরো বেশি অস্বচ্ছল হয়ে পরে।

➢ According to Bangladesh Health Accounts report, out-of-pocket expenditure (OOP) in Bangladesh is 67 percent of the total medical costs, the highest in South Asia.

বাংলাদেশের স্বাস্থ্যসেবা প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তি পর্যায়ে বা আউট-অব-পকেট (ওওপি) ব্যয় মোট চিকিৎসা ব্যয়ের ৬৭% যা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি।

➢ This is because the cases of chronic diseases continue to increase every year according to a study by icddr,b.

আইসিডিডিআর, বি কর্তৃক এক গবেষণায় দেখা যায়, এসব কারনে দীর্ঘকালস্থায়ী/পুরনো রোগগুলি প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে।

➢ Thus the cost of treating these diseases is also increasing, casting a heavy burden on the majority of Bangladeshis.
এইভাবে, এসব রোগের চিকিৎসা খরচও বৃদ্ধি পাচ্ছে এবং অধিকাংশ বাংলাদেশীদের উপর বোঝা চাপাচ্ছে।

➢ A major reform in the healthcare system is mandatory.
স্বাস্থ্যসেবা পদ্ধতিতে একটি গুরত্বর পরিবর্তন আনা বাধ্যতামূলক।

➢ Public hospitals have to be better equipped and their capacity expanded so that they can properly treat the rising number of patients.

সরকারি হাসপাতালকে আরো ভালভাবে সুসজ্জিত করতে হবে এবং এর ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে যাতে করে তারা বাড়তি রোগীদের যথাযথ/মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে পারে।

➢ This will require a more diligent monitoring system to make them accountable, to stop unethical practices such as asking patients to buy medicine when it is supposed to be free.

ব্রেকিং মেথডঃ
→ This will require a more diligent monitoring system
আরো পরিশ্রমী নিয়ন্ত্রণ/পর্যবেক্ষণ পদ্ধতির প্রয়োজন
→to make them accountable,
তাদেরকে জবাবদিহী করতে
→to stop unethical practices
অনৈতিক চর্চা/চলন রুখতে
→such as asking patients to buy medicine
যেমন ঔষধ ক্রয় করতে বলা
→ when it is supposed to be free.
যদিও এসব ঔষধ বিনামূল্যে পাওয়ার কথা

অনুবাদঃ বিনামূল্যে পাওয়ার কথা এসব ঔষধ ক্রয়করতে বলার মত অনৈতিক চর্চা রুখতে, তাদেরকে জবাবদিহী করতে আরো পরিশ্রমী নিয়ন্ত্রণ/পর্যবেক্ষণ পদ্ধতির প্রয়োজন।

➢ Private medical care also has to be regulated so that patients are not duped into paying unnecessarily high medical bills.
বেসরকারি চিকিৎসা সেবাকেও নিয়ন্ত্রণ করতে হবে যাতে করে অকারণে উচ্চ চিকিৎসা বিল পরিশোধে রোগীরা প্রতারিত না হয়।

____By Razibul Hoq Raz
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]