Get on Google Play

পরীক্ষার সুচি, ফলাফল, প্রবেশপত্র বিতরণ ইত্যাদি
#8174
ঢাকা বিশ্ববিদ্যালয়
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ
(প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট)

বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে স্ব-খরচে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ৬ষ্ঠ ব্যাচে (জানুয়ারি-জুন, ২০২৫সেমিস্টার) ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

কোর্সের মেয়াদ ০২ বছর।

শিক্ষাগত যোগ্যতা:
১। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রী।
২।সনাতন পদ্ধতির ক্ষেত্রে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি এবং গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে সিজিপিএ ২.৫-এর নিচে আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রন্থাগার ও তথ্যপ্রতিষঠানে কর্মরত পেশাজীবিদের অগ্রাধিকার দেয়া হবে।

আবেদন ফর্ম সংগ্রহ ও জমাদান আগামী ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার পর্যন্ত নিম্নোক্ত ঠিকানায় অথবা বিভাগের ওয়েবসাইট (https://shorturl.at/zQW57) থেকে আবেদন ফরম পাওয়া যাবে। যথাযথভাবে পূরণকৃত ফরম, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ ১৫০০/- টাকা ফি বর্নিত সময়ের মধ্যে বিভাগীয় অফিসে জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

ভর্তি পরীক্ষা আগামী ২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার সকাল ১০:০০টায়। তথ্যবিজ্ঞান ওগ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে অনুষ্ঠিত হবে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন
তারিখ: ২০/১২/২৪ইং
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    301 Views
    by tumpa
    0 Replies 
    347 Views
    by afsara
    0 Replies 
    1825 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1228 Views
    by bdchakriDesk
    0 Replies 
    614 Views
    by bdchakriDesk

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]