- Mon Mar 25, 2024 8:32 am#7742
৯টি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সাল ভিত্তিক ‘অফিসার (জেনারেল)' ১০ম গ্রেড (Job 1D: 10147)-এর ১৭৬৩ টি শূন্য পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা।
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যতুক্ত ৯টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সাল ডিত্তিক ‘অফিসার (জেনারেল)! ১০ম গ্রেড (Job 1D: 10147)-এর সর্বমোট ১৭৬৩টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে এ সচিবালয়ের বিগত ২১/১২/২০২১ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর- ১৮৫/২০২১ এর প্রেক্ষিতে অনুষ্ঠিত লিখিত ও মৌধিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল হতে নিয়োগ সংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক নির্বাচিত ১৭৬৩ (এক হাজার সাতশত তেষটি) জন প্রার্থীর রোল নঘর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এ আপলোড করা হয়েছে।
নিয়োগ সংক্রান্ত পরবর্তী সকল কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত হবে।
সুত্রঃ দৈনিক বাংলাদেশ প্রতিদিন, তাং ২৫/০৩/২০২৪ ইং
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যতুক্ত ৯টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সাল ডিত্তিক ‘অফিসার (জেনারেল)! ১০ম গ্রেড (Job 1D: 10147)-এর সর্বমোট ১৭৬৩টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে এ সচিবালয়ের বিগত ২১/১২/২০২১ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর- ১৮৫/২০২১ এর প্রেক্ষিতে অনুষ্ঠিত লিখিত ও মৌধিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল হতে নিয়োগ সংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক নির্বাচিত ১৭৬৩ (এক হাজার সাতশত তেষটি) জন প্রার্থীর রোল নঘর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এ আপলোড করা হয়েছে।
নিয়োগ সংক্রান্ত পরবর্তী সকল কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত হবে।
সুত্রঃ দৈনিক বাংলাদেশ প্রতিদিন, তাং ২৫/০৩/২০২৪ ইং
You do not have the required permissions to view the files attached to this post.