- Wed Oct 13, 2021 1:09 pm#7379
ভূমি সংস্কার বোর্ডের ০১টি কম্পিউটার অপারেটর ও ৪টি অফিস সহায়ক পদে জনবল নিয়োগের নিমিত্ত গত ০১/১০/২০২১ খ্রি: তারিখ লিখিত পরীক্ষা এবং এর ধারাবাহিকতায় ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভূমি সংস্কার বোর্ড বিভাগীয় নিয়োগ/পদোন্নতি কমিটি ১০/১০/২০২১ খ্রি: তারিখের সভায় নিম্নোক্ত রোল নম্বরধারী আবেদনকারীকে পার্শ্বে বর্ণিত পদে নিয়োগ প্রদানের জন্য চূড়ান্ত সুপারিশ করেছে।
You do not have the required permissions to view the files attached to this post.