- Fri Oct 30, 2020 6:49 pm#4024
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২৪ এবং ২৫ অক্টোবর ২০২০ শিল্প মন্ত্রণালয়াধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য মনোনিত প্রার্থীদের পদ অনুযায়ী রোল নং নিম্নে প্রদত্ত হল।
আগামী ৪ নভেম্বর ১ থেকে ৪নং পদের ব্যবহারিক ও মৌখিক এবং ৫ থেকে ৬নং পদের মৌখিক পরীক্ষা পেটেন্ট, ডিজাইন ও ট্রডমার্কস অধিদপ্তরে সকাল ১০.০০ টা থেকে শুরু হবে। সকলকে মূল কাগজ পত্র সঙ্গে আনার জন্য অনুরোধ করা হল।
আগামী ৪ নভেম্বর ১ থেকে ৪নং পদের ব্যবহারিক ও মৌখিক এবং ৫ থেকে ৬নং পদের মৌখিক পরীক্ষা পেটেন্ট, ডিজাইন ও ট্রডমার্কস অধিদপ্তরে সকাল ১০.০০ টা থেকে শুরু হবে। সকলকে মূল কাগজ পত্র সঙ্গে আনার জন্য অনুরোধ করা হল।
You do not have the required permissions to view the files attached to this post.