- Mon Jun 10, 2024 11:54 pm#8043
সরকারি বিধি মোতাবেক বাড়াইর হাজী চেরাগ আলী উচ্চ বিদ্যালয়, ডাকঘরঃ কাবিলা বাজার, উপজেলাঃ বুড়িচং, জেলাঃ কুমিল্লার জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী এমপিওভুক্ত শূন্য পদে জনবল আবশ্যক।
০১পদের নাম ও পদের সংখ্যা:সহকারী প্রধান শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়) শূন্য পদ ০১ (এক) জন
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম):স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান ও বি.এড ডিগ্রী/সমমান। সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক)টির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি/ সমমান গ্রহণযোগ্য হবে না।
অভিজ্ঞতা ও চাকুরিতে প্রবেশের সময়সীমা:মাধ্যমিক/নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এই নীতিমালায় ১১.২৪ এ বর্ণিত ইনডেক্সধারী শিক্ষক হিসাবে এমপিওভুক্ত পদে সর্বমোট ১০ (দশ) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
জাতীয় বেতন স্কেল ও গ্রেড:গ্রেড-০৮ -২৩,০০০- ৫৫,৪৭০/-
০২পদের নাম ও পদের সংখ্যা:নৈশপ্রহরী ০১ (এক) জন
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম):জেএসসি/জেডিসি/সমমান।
অভিজ্ঞতা ও চাকুরিতে প্রবেশের সময়সীমা:অনূর্ধ্ব ৩৫ বছর।
জাতীয় বেতন স্কেল ও গ্রেড:গ্রেড-২০- ৮,২৫০- ২০,০১০/-
আগ্রহী প্রার্থীগণ ০২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের রঙিন কপি, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি, যে কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে প্রধান শিক্ষকের অনুকূলে সহকারী প্রধান শিক্ষক ১০০০/- ও নৈশপ্রহরী পদের জন্য ৫০০/- অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, কর্মরত প্রার্থীদের প্রথম ও আবেদনকালীন সর্বশেষ এম.পি.ও শিটের ফটোকপি, প্রার্থী শিক্ষকের পূর্বতন ও বর্তমান প্রতিষ্ঠানে চাকুরীকালে তার বিরুদ্ধে যৌন হয়রানি/নির্যাতন, আর্থিক ও শৃংখলা সংক্রান্ত কোন অভিযোগ নেই মর্মে নিজের হলফনামায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক প্রতিস্বাক্ষরিত হলফনামা এবং আবেদনপত্রে প্রার্থীর সচল মোবাইল নম্বরসহ সভাপতি মহোদয়ের বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে আবেদন করতে হবে।
পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদন নিষ্প্রয়োজন।
মোবাইল নং-সভাপতি, ০১৭১১-৭১৩৪৪৫, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), ০১৫৫৭-৭০৮৩২৩
সূত্র: ই-যুগান্তর
০১পদের নাম ও পদের সংখ্যা:সহকারী প্রধান শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়) শূন্য পদ ০১ (এক) জন
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম):স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান ও বি.এড ডিগ্রী/সমমান। সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক)টির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি/ সমমান গ্রহণযোগ্য হবে না।
অভিজ্ঞতা ও চাকুরিতে প্রবেশের সময়সীমা:মাধ্যমিক/নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এই নীতিমালায় ১১.২৪ এ বর্ণিত ইনডেক্সধারী শিক্ষক হিসাবে এমপিওভুক্ত পদে সর্বমোট ১০ (দশ) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
জাতীয় বেতন স্কেল ও গ্রেড:গ্রেড-০৮ -২৩,০০০- ৫৫,৪৭০/-
০২পদের নাম ও পদের সংখ্যা:নৈশপ্রহরী ০১ (এক) জন
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম):জেএসসি/জেডিসি/সমমান।
অভিজ্ঞতা ও চাকুরিতে প্রবেশের সময়সীমা:অনূর্ধ্ব ৩৫ বছর।
জাতীয় বেতন স্কেল ও গ্রেড:গ্রেড-২০- ৮,২৫০- ২০,০১০/-
আগ্রহী প্রার্থীগণ ০২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের রঙিন কপি, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি, যে কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে প্রধান শিক্ষকের অনুকূলে সহকারী প্রধান শিক্ষক ১০০০/- ও নৈশপ্রহরী পদের জন্য ৫০০/- অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, কর্মরত প্রার্থীদের প্রথম ও আবেদনকালীন সর্বশেষ এম.পি.ও শিটের ফটোকপি, প্রার্থী শিক্ষকের পূর্বতন ও বর্তমান প্রতিষ্ঠানে চাকুরীকালে তার বিরুদ্ধে যৌন হয়রানি/নির্যাতন, আর্থিক ও শৃংখলা সংক্রান্ত কোন অভিযোগ নেই মর্মে নিজের হলফনামায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক প্রতিস্বাক্ষরিত হলফনামা এবং আবেদনপত্রে প্রার্থীর সচল মোবাইল নম্বরসহ সভাপতি মহোদয়ের বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে আবেদন করতে হবে।
পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদন নিষ্প্রয়োজন।
মোবাইল নং-সভাপতি, ০১৭১১-৭১৩৪৪৫, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), ০১৫৫৭-৭০৮৩২৩
সূত্র: ই-যুগান্তর
You do not have the required permissions to view the files attached to this post.