Get on Google Play

স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়
#8039
সরকারি নিয়োগ বিধি মোতাবেক বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়, ডাকঘর: বাজার হাসনাবাদ, উপজেলা: রায়পুরা, জেলা: নরসিংদীর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী নিম্নে বর্ণিত পদে একজন করে জনবল আবশ্যক। বয়স (প্রযোজ্য ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর)।

১.পদের নাম:সহকারি প্রধান শিক্ষক
পদের ধরণ:এমপিও পদ
বেতন কোড ও স্কেল:০৮ (২৩০০০- ৫৫৪৭০)
অভিজ্ঞতা / বয়স:মাধ্যমিক/নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের/এ নীতিমালার- ১১,২৪ এ বর্ণিত ইনডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে সর্বমোট ১০ (দশ) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
নূন্যতম শিক্ষাগত :স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক, বিএড ডিগ্রী সমুমান সমগ্র শিক্ষা জীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/ সমমান গ্রহণযোগ্য হবে না।

২.পদের নাম:অফিস সহায়ক
পদের ধরণ:এমপিও পদ
বেতন কোড ও স্কেল:২০ (৮২৫০- ২০০১০)
অভিজ্ঞতা / বয়স:------------
নূন্যতম শিক্ষাগত :জে.এস.সি./জে.ডি.সি/ সমমান

৩.পদের নাম:নৈশ প্রহরী
পদের ধরণ:এমপিও পদ
বেতন কোড ও স্কেল:২০ (৮২৫০- ২০০১০)
অভিজ্ঞতা / বয়স:----------------------
নূন্যতম শিক্ষাগত :জে.এস.সি./জে.ডি.সি/ সমমান

৪.পদের নাম:পরিচ্ছন্নতা
পদের ধরণ:এমপিও পদ
বেতন কোড ও স্কেল:২০ (৮২৫০- ২০০১০)
অভিজ্ঞতা / বয়স:------------
নূন্যতম শিক্ষাগত :জে.এস.সি./জে.ডি.সি/ সমমান



আগ্রহী প্রার্থীকে মোবাইল নম্বর, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের সনদপত্র, ৩কপি ছবি, অভিজ্ঞতার প্রমাণপত্রসহ সহকারি প্রধান শিক্ষকের জন্য (অগ্রণী ব্যাংক হাসনাবাদ শাখা) রায়পুরা, নরসিংদী এর অনুকূলে ১০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) খামে হাতে হাতে অথবা ডাকযোগে আগামী ০৮-০৭-২০২৪ইং তারিখ বিকাল ৫ঘটিকার মধ্যে বিদ্যালয়ের অফিস কক্ষে পৌঁছাতে হবে। ১০
জানুয়ারী ২০২৪ইং প্রজ্ঞাপনে নতুন শর্ত সংযোজনের কারণে পূর্বের আবেদনকারীদের পুণরায় আবেদন করতে হবে। -প্রধান শিক্ষক, মোবাইল: ০১৭২৪-২৯২৬৪২

সূত্র: দৈনিক ই-ইত্তেফাক
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1955 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1698 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1257 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1039 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1100 Views
    by bdchakriDesk

    প্রবীর মিত্র (১৮ আগস্ট ১৯৪৪১ -৫ জানুয়ারি ২০২৫): র[…]

    এক্সটারনাল-২: বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা […]

    1. Double Fault associated with – Lawn Tenni[…]