- Mon Jun 10, 2024 12:43 am#8038
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩শে নভেম্বর-২০ পর্যন্ত সংশোধিত) ও সর্বশেষ পরিমার্জন অনুযায়ী বাগেরহাট কামিল মাদ্রাসা, ডাকঘর-বাগেরহাট, উপজেলা-সদর, জেলা-বাগেরহাট এর সৃষ্টপদে ০২ জন ফকিহ ও একজন কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ করা হবে। '
ফকিহ' পদে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড/ইসলামি বিশ্ববিদ্যালয়/ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসাসমূহ হতে কামিল ডিগ্রিধারী অথবা সমমান, কামিল/ফাজিল মাদ্রাসায় প্রভাষক হিসেবে আরবি বিষয়ে এমপিওভুক্ত পদে ০৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন, বেতন গ্রেড-৬। 'কম্পিউটার ল্যাব অপারেটর পদে কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিজ্ঞান বিভাগে আলিম/এইচএসসসি/সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ০৩ বছর মেয়াদী ডিপ্লোমা/সমমান ও কম্পিউটার অপারেটিংয়ে দক্ষতাসম্পন্ন, বয়স অনূর্ধ্ব-৩৫ বছর। তবে সমপদে ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য, বেতন গ্রেড-১৬।
মাদ্রাসা অনুকূলে 'ফকিহ' পদে ১০০০/- ও 'কম্পিউটার ল্যাব অপারেটর' পদে ৫০০/- ব্যাংক ড্রাফট/পোস্টাল অর্ডার, ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি কার্ডের ফটোকপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবর আবেদন প্রেরণের শেষ তারিখ ০৭/০৭/২০২৪ইং বিকেল ৫টা পর্যন্ত। -অধ্যক্ষ।
সূত্র: দৈনিক ইনকিলাব
ফকিহ' পদে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড/ইসলামি বিশ্ববিদ্যালয়/ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসাসমূহ হতে কামিল ডিগ্রিধারী অথবা সমমান, কামিল/ফাজিল মাদ্রাসায় প্রভাষক হিসেবে আরবি বিষয়ে এমপিওভুক্ত পদে ০৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন, বেতন গ্রেড-৬। 'কম্পিউটার ল্যাব অপারেটর পদে কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিজ্ঞান বিভাগে আলিম/এইচএসসসি/সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ০৩ বছর মেয়াদী ডিপ্লোমা/সমমান ও কম্পিউটার অপারেটিংয়ে দক্ষতাসম্পন্ন, বয়স অনূর্ধ্ব-৩৫ বছর। তবে সমপদে ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য, বেতন গ্রেড-১৬।
মাদ্রাসা অনুকূলে 'ফকিহ' পদে ১০০০/- ও 'কম্পিউটার ল্যাব অপারেটর' পদে ৫০০/- ব্যাংক ড্রাফট/পোস্টাল অর্ডার, ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি কার্ডের ফটোকপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবর আবেদন প্রেরণের শেষ তারিখ ০৭/০৭/২০২৪ইং বিকেল ৫টা পর্যন্ত। -অধ্যক্ষ।
সূত্র: দৈনিক ইনকিলাব
You do not have the required permissions to view the files attached to this post.