Get on Google Play

স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়
#8036
জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস
JBFCPHS
ই-মেইল-jbfcphs@gmail.com,
মোবাইল-০১৭৬৯ ১১ ০৫ ৭৮


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক অধিভুক্ত স্বনামধন্য জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস এ নিম্নেবর্ণিত পদে জরুরী ভিত্তিতে নিয়োগ দানের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।


০১পদবী:অধ্যক্ষ
বিষয়:---------------
পদের সংখ্যা:
যোগ্যতা:পোস্ট গ্র্যাজুয়েশনসহ MBBS ডিগ্রিধারী ও ন্যূনতম ১০ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধি মোতাবেক অন্যান্য যোগ্যতা থাকতে হবে।

০২পদবী:সহযোগী অধ্যাপক
বিষয়:হেমাটোলজী, মাইক্রোবায়োলজী, ক্লিনিক্যাল প্যাথলজী, বায়োকেমিস্ট্রি ও ফিজিওথেরাপি।
পদের সংখ্যা:
যোগ্যতা:MBBS/MPT/MSc/MPhil ডিগ্রিধারী ও ন্যূনতম ০৭ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধি মোতাবেক অন্যান্য যোগ্যতা থাকতে হবে।

০৩পদবী:সহকারী অধ্যাপক
বিষয়:ফিজিওলজী, এনাটমি, হেমাটোলজী, মাইক্রোবায়োলজী, ক্লিনিক্যাল প্যাথলজী, বায়োকেমিস্ট্রি ও ফিজিওথেরাপি।
পদের সংখ্যা:
যোগ্যতা:MBBS/MPT/MSc/MPhil ডিগ্রিধারী ও ন্যূনতম ০৫ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধি মোতাবেক অন্যান্য যোগ্যতা থাকতে হবে।

০৪পদবী:প্রভাষক
বিষয়:ফিজিওলজী, এনাটমি, হেমাটোলজী, মাইক্রোবায়োলজী, ক্লিনিক্যাল প্যাথলজী, বায়োকেমিস্ট্রি ও ফিজিওথেরাপি।
পদের সংখ্যা:
যোগ্যতা:MBBS/MPT/MSC (MLT) ডিগ্রিধারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধি মোতাবেক অন্যান্য যোগ্যতা থাকতে হবে।










আগ্রহী প্রার্থীকে পূর্ণ জীবন বৃত্তান্ত ও সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও সকল সনদের সত্যায়িত ফটোকপি আগামী ০৮ জুলাই ২০২৪ইং তারিখের মধ্যে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস, ৫৮৬/১ বেগম রোকেয়া স্বরণী, শেওড়াপাড়া (মেট্রোরেল স্টেশন সংলগ্ন), মিরপুর, ঢাকা-১২১৬ অথবা jbfcphs@gmail.com এ পাঠাতে হবে।

সভাপতি
নিয়োগ কমিটি
জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস


সূত্র: প্রথম আলো
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1720 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1186 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1188 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1480 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1445 Views
    by bdchakriDesk

    প্রবীর মিত্র (১৮ আগস্ট ১৯৪৪১ -৫ জানুয়ারি ২০২৫): র[…]

    এক্সটারনাল-২: বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা […]

    1. Double Fault associated with – Lawn Tenni[…]