- Sun Jun 09, 2024 2:45 pm#8033
সরকারি বিধি মোতাবেক ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী বলিয়াদী বহুমুখী উচ্চ বিদ্যালয়, কালিয়াকৈর, গাজীপুর এর জন্য শূন্য পদে
সহকারী প্রধান শিক্ষক ০১ জন (গ্রেড: ০৮)।
সহকারী প্রধান শিক্ষক পদে বি.এডসহ স্নাতক এবং ইনডেক্সসহ সহকারী শিক্ষক পদে ১০ বছরের অভিজ্ঞতা।
শিক্ষা মন্ত্রণালয়ের সেসিপ কর্তৃক অনুমোদিত ভোকেশনাল শাখায় ০২ জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট (গ্রেড: ১৬)
(জেনারেল ইলেকট্রনিক্স-০১ জন, কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে-০১ জন।
উভয় ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ভোকেশনাল অথবা এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় ২য় বিভাগ), নিরাপত্তকর্মী ০১ জন (গ্রেড: ২০), আয়া ০১ জন (গ্রেড: ২০) ও অফিস সহায়ক ০১ জন (গ্রেড: ২০) আবশ্যক।
নিরাপত্তাকর্মী, আয়া ও অফিস সহায়ক পদে জে.এস.সি/জে.ডি.সি/সমমান পাশ হতে হবে। সকল পদের জন্য পাসপোর্ট সাইজের ০২ কপি রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সকল প্রকার প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে সহকারী প্রধান শিক্ষক পদে ১০০০/- টাকা এবং অন্যান্য পদের জন্য ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।
বি.দ্র. প্রথম বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থী আবেদন করেছেন দ্বিতীয় বিজ্ঞপ্তিতে তাদের আবেদন করার প্রয়োজন নেই। -প্রধান শিক্ষক
সূত্র: ই-যুগান্তর
সহকারী প্রধান শিক্ষক ০১ জন (গ্রেড: ০৮)।
সহকারী প্রধান শিক্ষক পদে বি.এডসহ স্নাতক এবং ইনডেক্সসহ সহকারী শিক্ষক পদে ১০ বছরের অভিজ্ঞতা।
শিক্ষা মন্ত্রণালয়ের সেসিপ কর্তৃক অনুমোদিত ভোকেশনাল শাখায় ০২ জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট (গ্রেড: ১৬)
(জেনারেল ইলেকট্রনিক্স-০১ জন, কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে-০১ জন।
উভয় ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ভোকেশনাল অথবা এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় ২য় বিভাগ), নিরাপত্তকর্মী ০১ জন (গ্রেড: ২০), আয়া ০১ জন (গ্রেড: ২০) ও অফিস সহায়ক ০১ জন (গ্রেড: ২০) আবশ্যক।
নিরাপত্তাকর্মী, আয়া ও অফিস সহায়ক পদে জে.এস.সি/জে.ডি.সি/সমমান পাশ হতে হবে। সকল পদের জন্য পাসপোর্ট সাইজের ০২ কপি রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সকল প্রকার প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে সহকারী প্রধান শিক্ষক পদে ১০০০/- টাকা এবং অন্যান্য পদের জন্য ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।
বি.দ্র. প্রথম বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থী আবেদন করেছেন দ্বিতীয় বিজ্ঞপ্তিতে তাদের আবেদন করার প্রয়োজন নেই। -প্রধান শিক্ষক
সূত্র: ই-যুগান্তর
You do not have the required permissions to view the files attached to this post.