- Sun Jun 09, 2024 2:27 pm#8032
চরগোয়াডাংগা ফাজিল (ডিগ্রি) মাদরাসা, ডাকঘর: গোয়াডাংগা, উপজেলা: ফুলপুর, জেলা: ময়মনসিংহ এর জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) মোতাবেক শূন্য পদে আলিম ও ফাযিল শ্রেণীতে মূল কিতাবসমূহ পাঠদানে সক্ষম ও প্রশাসনিক কাজে দক্ষ একজন অভিজ্ঞ উপাধ্যক্ষ এবং সৃষ্টপদে একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেয়া হবে।
আগ্রহী প্রার্থীদেরকে দুই কপি পাসপোর্ট সইজের রঙ্গিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতার সনদপত্রসহ সকল সনদপত্রের সত্যায়িত কপি বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী ১৫ দিনের মধ্যে সভাপতি, চরগোয়াডাংঙ্গা ফাযিল (ডিগ্রি) মাদরাসা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ময়মনসিংহ এর বরাবরে নিয়োগ নীতিমালা মোতাবেক আবেদনপত্র মাদরাসা চলাকালীন সময়ে মাদরাসার অফিস কক্ষে হাতে হাতে/ডাকযোগে জমা দেওয়ার অনুরোধ করা হলো।
১.পদের নাম:উপাধ্যক্ষ
শিক্ষাগত যোগ্যতা:কামিল/সমমান
অভিজ্ঞতা:মুহাদ্দিস/সুফাসসির/ফকিহ/আদিব/সহকা
রী অধ্যাপক পদে (আরবি/ইসলামিক
স্টাডিজ-এর বিষয়সমূহে) ০৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ মোট ১২ (বার)
বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
অথবা
আলিম মাদরাসার অধ্যক্ষ ০৩ (তিন)
বছরের অভিজ্ঞতাসহ সহকারী অধ্যাপক পদে (আরবি/ইসলামিক স্টাডিজ এর বিষয় সমূহ) মোট ১২ (বার) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
তবে এমফিল ডিগ্রিধারীর ক্ষেত্রে ০২ বছর এবং পিএইচডি ডিগ্রিধারীর ক্ষেত্রে ০৪ বছর শিক্ষকতার অভিজ্ঞতা শিথিল যোগ্য।
বেতন স্কেল:গ্রেড-৫-৪৩০০০-৬৯৮৫০/-
২.পদের নাম:অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
শিক্ষাগত যোগ্যতা:আলিম/এইচএসসি/সমমান, আরবি কম্পিউটার
অপারেটিং এ আবশ্যিকভাবে নির্ধারিত দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা:অনুর্ধ্ব ৩৫ বছর (তবে সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিল যোগ্য)
বেতন স্কেল:গ্রেড-১৬-৯৩০০-১২৪৯০/-
অগ্রণী ব্যাংক পিএলসি, ফুলপুর শাখার অনুকূলে হিসাব নং ০২০০০০৭৮৯৪৯৭০ এ উপাধ্যক্ষ পদে এক হাজার পাঁচশত টাকা এবং কম্পিউটার অপারেটর পদে এক হাজার টাকা (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট করে আবেদন করতে হবে।
অধ্যক্ষ- মোবাইল: ০১৭১৮-৭১৩৫২১
সূত্র: ই-যুগান্তর
আগ্রহী প্রার্থীদেরকে দুই কপি পাসপোর্ট সইজের রঙ্গিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতার সনদপত্রসহ সকল সনদপত্রের সত্যায়িত কপি বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী ১৫ দিনের মধ্যে সভাপতি, চরগোয়াডাংঙ্গা ফাযিল (ডিগ্রি) মাদরাসা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ময়মনসিংহ এর বরাবরে নিয়োগ নীতিমালা মোতাবেক আবেদনপত্র মাদরাসা চলাকালীন সময়ে মাদরাসার অফিস কক্ষে হাতে হাতে/ডাকযোগে জমা দেওয়ার অনুরোধ করা হলো।
১.পদের নাম:উপাধ্যক্ষ
শিক্ষাগত যোগ্যতা:কামিল/সমমান
অভিজ্ঞতা:মুহাদ্দিস/সুফাসসির/ফকিহ/আদিব/সহকা
রী অধ্যাপক পদে (আরবি/ইসলামিক
স্টাডিজ-এর বিষয়সমূহে) ০৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ মোট ১২ (বার)
বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
অথবা
আলিম মাদরাসার অধ্যক্ষ ০৩ (তিন)
বছরের অভিজ্ঞতাসহ সহকারী অধ্যাপক পদে (আরবি/ইসলামিক স্টাডিজ এর বিষয় সমূহ) মোট ১২ (বার) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
তবে এমফিল ডিগ্রিধারীর ক্ষেত্রে ০২ বছর এবং পিএইচডি ডিগ্রিধারীর ক্ষেত্রে ০৪ বছর শিক্ষকতার অভিজ্ঞতা শিথিল যোগ্য।
বেতন স্কেল:গ্রেড-৫-৪৩০০০-৬৯৮৫০/-
২.পদের নাম:অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
শিক্ষাগত যোগ্যতা:আলিম/এইচএসসি/সমমান, আরবি কম্পিউটার
অপারেটিং এ আবশ্যিকভাবে নির্ধারিত দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা:অনুর্ধ্ব ৩৫ বছর (তবে সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিল যোগ্য)
বেতন স্কেল:গ্রেড-১৬-৯৩০০-১২৪৯০/-
অগ্রণী ব্যাংক পিএলসি, ফুলপুর শাখার অনুকূলে হিসাব নং ০২০০০০৭৮৯৪৯৭০ এ উপাধ্যক্ষ পদে এক হাজার পাঁচশত টাকা এবং কম্পিউটার অপারেটর পদে এক হাজার টাকা (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট করে আবেদন করতে হবে।
অধ্যক্ষ- মোবাইল: ০১৭১৮-৭১৩৫২১
সূত্র: ই-যুগান্তর
You do not have the required permissions to view the files attached to this post.