Get on Google Play

স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়
#8024
সেনা পাবলিক স্কুল ও কলেজ সাভার সেনানিবাস, ঢাকা
সেনানিবাস,
Web: www.spscsdohs.edu.bd

সেনা পাবলিক স্কুল ও কলেজ এর স্কুল ও কলেজ শাখায় নিম্নবর্ণিত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

১.পদের নাম, বিষয়, সংখ্যা ও বেতন গ্রেড:প্রভাষক: ইংরেজি-১
* বেতন গ্রেড-৯ম
শিক্ষাগত যোগ্যতা:স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম ৩.৩০ সিজিপিএ/দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।

২.পদের নাম, বিষয়, সংখ্যা ও বেতন গ্রেড:প্রদর্শক:
পদার্থবিজ্ঞান-১, রসায়ন-১, জীববিজ্ঞান-১
* বেতন গ্রেড-১০ম
শিক্ষাগত যোগ্যতা:স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৩.৩০ সিজিপিএ/দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।

৩.পদের নাম, বিষয়, সংখ্যা ও বেতন গ্রেড:সহকারী শিক্ষক-ইংরেজি ভার্সন:
বাংলা-১, ইংরেজি-১, গণিত-১, বিজ্ঞান-১, ইসলাম ও নৈতিক শিক্ষা-২* নৃত্যকলা-১, চারু ও কারুকলা-১
* বেতন গ্রেড-১০ম
শিক্ষাগত যোগ্যতা:* বাংলা ও ইংরেজি বিষয়ের জন্য স্নাতক পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে ৩০০ নম্বর থাকতে হবে।
নৃত্যকলা বিষয়ের জন্য যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ নৃত্য বিষয়ে পারদর্শী ও নৃত্যকলায় ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।

মন্তব্য:** সকল পদের জন্য প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী ভাতাদি যেমন-বাড়িভাড়া, চিকিৎসা, উৎসব, উৎসাহ ভাতা, পিএফ, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে

নোট:
* উপর্যুক্ত সকল পদের জন্য আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২৭ জুন ২০২৪ তারিখে ৩৫ বছর।
* সমগ্র শিক্ষা জীবনের কোনো স্তরে ৩য় শ্রেণি/বিভাগ/সমমান গ্রহণযোগ্য হবে না।

ক। আবেদনের নিয়মাবলি: আবেদনকারীকে আবেদনপত্রের সাথে CV (ওয়েবসাইট হতে ডাউনলোড করত), পাসপোর্ট সাইজের ২(দুই) কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করত প্রার্থীর ২(দুই)টি মোবাইল নম্বর ও ই-মেইল অ্যাড্রেসসহ অধ্যক্ষ, সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার সেনানিবাস বরাবর প্রভাষক পদের জন্য ৭০০/-টাকা ও প্রদর্শক এবং সহকারী শিক্ষক পদের জন্য ৬০০/- টাকার ব্যাংক ড্রাফট/পেঅর্ডারসহ খামের উপর পদের নাম এবং বিষয় উল্লেখ করে হাতেহাতে/ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২৭ জুন ২০২৪ তারিখের মধ্যে অধ্যক্ষ, সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার সেনানিবাস বরাবর আবেদন পৌঁছাতে হবে।
অনলাইনেও আবেদন করা যাবে। এক্ষেত্রে সকল নিয়মাবলি কলেজের ওয়েবসাইট থেকে জানা যাবে। ওয়েবসাইটের ঠিকানা:
www.spscsdohs.edu.bd অথবা http://spscsdohsjobs.apply.ac এ লিংক এর মাধ্যমে ০৭ জুন ২০২৪ তারিখ হতে ২৭ জুন ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে Money Receipt প্রিন্ট
করে অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং পরবর্তীতে এডমিট কার্ড ওয়েবসাইট হতে ডাউনলোড করতে হবে। খ। লিখিত, মৌখিক ও ডেমোনেস্ট্রেশন পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীদের মোবাইল ফোন/এসএমএস/ই-মেইল এর মাধ্যমে
যথাসময়ে জানানো হবে।
গ। প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে যে-কোনো আবেদনপত্র বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন

সূত্র: দৈনিক ই-ইত্তেফাক
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1478 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1104 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1444 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1391 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1166 Views
    by bdchakriDesk

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]