Get on Google Play

স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়
#8012
গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ইআইআইএন-১১১৬৭৪, ডাকঘর ও উপজেলা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহ এ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ ও সর্বশেষ পরিমার্জন অনুযায়ী নিম্নোক্ত শূন্যপদসমূহে জনবল নিয়োগ করা হবে।


১.পদের নাম, বেতন স্কেল ও গ্রেড:প্রধান শিক্ষক ২৯০০০-৫৩০৬০/- গ্রেড-৭
সংখ্যা ও পদের ধরন:০১ এমপিও
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স:স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ও বিএড ডিগ্রী/সমমান। শিক্ষাজীবনে একাধিক ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
মাধ্যমিক বিদ্যালয়ে ইনডেক্সধারী প্রধান শিক্ষক অথবা মাধ্যমিক বিদ্যালয়ে ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক/নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ইনডেক্সধারী প্রধান শিক্ষক হিসাবে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ এমপিওভুক্ত পদে সর্বমোট ১৫ (পনের) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

২.পদের নাম, বেতন স্কেল ও গ্রেড:কম্পিউটার ল্যাব অপারেটর গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/-
সংখ্যা ও পদের ধরন:০১ এমপিও
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স:বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ০৩ (তিন) বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা/সমমান অথবা
শিক্ষা বোর্ড হতে কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি/সমমান। এইচ.এস.সি/সমমানসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ০৬ (ছয়) মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে। শিক্ষাজীবনে একাধিক ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়।
অনূর্ধ্ব ৩৫ বছর

১.পদের নাম, বেতন স্কেল ও গ্রেড:নিরাপত্তা কর্মী ৮২৫০-২০০১০/- গ্রেড-২০
সংখ্যা ও পদের ধরন:০১ এমপিও
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স:জে.এস.সি/জে.ডি.সি/সমমান। অনূর্ধ্ব ৩৫ বছর



জনতা ব্যাংক পিএলসি, গৌরীপুর এসি শাখার অনুকূলে প্রধান শিক্ষক পদে দুই হাজার টাকা (অফেরতযোগ্য), কম্পিউটার ল্যাব অপারেটর ও নিরাপত্তা কর্মী পদে এক হাজার টাকার (অফেরতযোগ্য) ব্যাংকড্রাফট/পে অর্ডার, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করতে হবে। পূর্বে আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেই। উল্লেখ্য,
নিয়োগ বিজ্ঞপ্তিটি বিদ্যালয়ের ওয়েবসাইটে (www.gouripurpghs.edu.bd) পাওয়া যাবে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। মোবাইল- ০১৭১২-৫৬৫৬১০

সূত্র: ‍সমকাল
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    938 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1620 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1771 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1188 Views
    by bdchakriDesk
    0 Replies 
    975 Views
    by bdchakriDesk

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]