Get on Google Play

স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়
#8004
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর সর্বশেষ পরিমার্জন ও ১০/০১/২০২৪ খ্রিঃ এর পরিপত্রের স্মারক নং ৩৭.০০.০০০০.০৭৪.০০২, ০০২, ২০১৬.০৬ অনুযায়ী গোয়ালমারী হযরত আব্দুল কাদির জিলানী (রঃ) উচ্চ বিদ্যালয় (ইআইআইএন ১০৫৫৩৮), গোয়ালমারী, দাউদকান্দি, কুমিল্লা এর জন্য নিম্নে বর্ণিত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।


পদের নাম:প্রধান শিক্ষক
গ্রেড ও বেতন স্কেল:গ্রেড ০৭ ২৯০০০-৬৩৪১০
শুন্য পদের ধরণ।:স্থানান্তর
শিক্ষাগত যোগ্যতা:বিএডসহ স্নাতক/সমমান। শিক্ষাজীবনে ১টির বেশি ৩য় বিভাগ/শ্রেনি গ্রহন যোগ্য নহে।


আবেদনের শর্তাবলী:
১. সহকারী প্রধান শিক্ষক হিসেবে নূন্যতম তিন বছরের অভিজ্ঞতাসহ এমপিও ভুক্ত পদে মোট ১৫ বছরের অভিজ্ঞতা।
২. সকল একাডেমিক সনদ, জাতীয় পরিচয়পত্র ও দুই কপি রঙ্গিন ছবি (সত্যায়িত)।
৩. জনতা ব্যাংক দাউদকান্দি শাখায় ০১০০০৩০৯৪১৯৪৭ হিসাব নম্বরে ১০০০/- (এক হাজার) টাকার অফেরৎ যোগ্য ব্যাংক ড্রাফটসহ সভাপতির বরাবর ২০/০৬/২০২৪ইং এর মধ্যে আবেদন করতে হবে।
৪. একাধিক প্রতিষ্ঠানে চাকুরি করে থাকলে প্রত্যেক প্রতিষ্ঠানের প্রথম ও শেষ এমপিও কপির ফটোকপি। ৫. বর্তমান প্রতিষ্ঠানে চাকুরিকালে আপনার বিরুদ্ধে কোন প্রকার যৌন হয়রানি, নির্যাতন বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নেই মর্মে নিজের হলফনামা দিতে হবে।
৬. পূর্বে যারা আবেদন করেছে তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই।

সূত্র: ই-যুগান্তর
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    906 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1955 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1698 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1257 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1039 Views
    by bdchakriDesk

    প্রবীর মিত্র (১৮ আগস্ট ১৯৪৪১ -৫ জানুয়ারি ২০২৫): র[…]

    এক্সটারনাল-২: বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা […]

    1. Double Fault associated with – Lawn Tenni[…]