- Tue Jun 04, 2024 2:08 am#7985
সর্বশেষ জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা এবং বিধি মোতাবেক চৌমোহনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ডাকঘর: বিশারকান্দি, উপজেলা : বানারীপাড়া, জেলা: বরিশাল এর শূন্য পদে (এম.পি.ও ভুক্ত) ৮ম শ্রেণী/সমমান পাশ (বেতন গ্রেড-২০, স্কেল ৮২৫০- ২০০১৫ টাকা) ০১ জন অফিস সহায়ক আবশ্যক।
১০০০/= টাকার ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য), ০২ কপি ছবি, সনদপত্রের কপি (সত্যায়িত), নাগরিক সনদ, NID কপিসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন জমা দেয়ার শেষ তারিখ ২৭/০৬/২০২৪ খ্রিঃ বৃহস্পতিবার বিকাল ৪টা (বিদ্যালয়ের অফিস কক্ষে)।
০১৭১১০১১৮৯৮।
প্রধান শিক্ষক- সিকে-৫৪২
সূত্র: দৈনিক ই-ইত্তেফাক
১০০০/= টাকার ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য), ০২ কপি ছবি, সনদপত্রের কপি (সত্যায়িত), নাগরিক সনদ, NID কপিসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন জমা দেয়ার শেষ তারিখ ২৭/০৬/২০২৪ খ্রিঃ বৃহস্পতিবার বিকাল ৪টা (বিদ্যালয়ের অফিস কক্ষে)।
০১৭১১০১১৮৯৮।
প্রধান শিক্ষক- সিকে-৫৪২
সূত্র: দৈনিক ই-ইত্তেফাক
You do not have the required permissions to view the files attached to this post.