- Mon Jun 03, 2024 1:51 am#7979
সরকারী নিয়োগ বিধি অনুযায়ী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এবং সর্বশেষ পরিমার্জন অনুযায়ী শূন্য/নবসৃষ্ট পদে প্রাপ্যতা থাকায় দুলালপুর রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়, গ্রাম + পোঃ- দুলালপুর, উপজেলা- শিবপুর, জেলা-নরসিংদী এর জন্য একজন নৈশপ্রহরী, একজন নিরাপত্তাকর্মী ও একজন পরিচ্ছন্নতাকর্মী আবশ্যক।
পদের ধরন: এমপিও পদ, বেতন গ্রেড: ২০, (৮,২৫০/--২০,০১০/-), বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী/জেএসসি/জেডিসি/সমমান উত্তীর্ণ।
আগ্রহী প্রার্থীগণকে ০২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও ১০০০/- (এক হাজার টাকা মাত্র অফেরতযোগ্য), অনলাইন সঞ্চয়ী হিসাব নং- ১৭১৭১০০০০৯১০৮, সোনালী ব্যাংক, শিবপুর শাখা, নরসিংদী এর অনুকূলে জমা করে জমা রশিদসহ আগামী ২৭/০৬/২০২৪ খ্রিঃ তারিখ বিকাল ৪-০০ ঘটিকার মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।
-প্রধান শিক্ষক। মোবাইল: ০১৭১৮৫৩১১৮৮।
পদের ধরন: এমপিও পদ, বেতন গ্রেড: ২০, (৮,২৫০/--২০,০১০/-), বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী/জেএসসি/জেডিসি/সমমান উত্তীর্ণ।
আগ্রহী প্রার্থীগণকে ০২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও ১০০০/- (এক হাজার টাকা মাত্র অফেরতযোগ্য), অনলাইন সঞ্চয়ী হিসাব নং- ১৭১৭১০০০০৯১০৮, সোনালী ব্যাংক, শিবপুর শাখা, নরসিংদী এর অনুকূলে জমা করে জমা রশিদসহ আগামী ২৭/০৬/২০২৪ খ্রিঃ তারিখ বিকাল ৪-০০ ঘটিকার মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।
-প্রধান শিক্ষক। মোবাইল: ০১৭১৮৫৩১১৮৮।
You do not have the required permissions to view the files attached to this post.