- Mon Jun 03, 2024 1:25 am#7977
সরকারি বিধি মোতাবেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ খ্রি: (২৩ নভেম্বর ২০২০ খ্রিঃ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী বীরকেদার খাজা ময়েন উদ্দীন চিশতী (রহ:) দাখিল মাদ্রাসা, কাহালু, বগুড়া এর জন্য শূন্যপদে সহকারী সুপারিনটেনডেন্ট আবশ্যক।
বেতন কোড-০৮, বেতন স্কেল-২৩০০০/-। প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট সঞ্চয়ী হিসাব নং- ৪০২৮০১০০০৩২২৭ রূপালী ব্যাংক লিমিটেড, দুপচাঁচিয়া শাখার অনুকূলে সুপারিনটেনডেন্ট বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করিতে হইবে।
-সুপারিনটেনডেন্ট, বীরকেদার খাজা ময়েন উদ্দীন চিশতী (রহ:) দাখিল মাদ্রাসা, কাহালু, বগুড়া।
সূত্র: দৈনিক ইনকিলাব
বেতন কোড-০৮, বেতন স্কেল-২৩০০০/-। প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট সঞ্চয়ী হিসাব নং- ৪০২৮০১০০০৩২২৭ রূপালী ব্যাংক লিমিটেড, দুপচাঁচিয়া শাখার অনুকূলে সুপারিনটেনডেন্ট বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করিতে হইবে।
-সুপারিনটেনডেন্ট, বীরকেদার খাজা ময়েন উদ্দীন চিশতী (রহ:) দাখিল মাদ্রাসা, কাহালু, বগুড়া।
সূত্র: দৈনিক ইনকিলাব
You do not have the required permissions to view the files attached to this post.